শেষ যাত্রায় রামোজি রাও, শেষকৃত্য দেখুন সরাসরি - Ramoji Rao Last Rites - RAMOJI RAO LAST RITES
🎬 Watch Now: Feature Video
Published : Jun 9, 2024, 9:09 AM IST
|Updated : Jun 9, 2024, 4:16 PM IST
দীর্ঘ অসুস্থতার পর 87 বছর বয়সে শনিবার ভোরে প্রয়াত হন রামোজি গ্রুপের চেয়ারম্যান। আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। অন্ধ্রপ্রদেশ সরকার 9 জুন ও 10 জুন রামোজি রাওকে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় শোকপালনের নির্দেশ দিয়েছে ৷ অগণিত অনুগামীকে চোখের জলে ভাসিয়ে অমৃতলোকে পাড়ি দিয়েছেন এই সদাহাস্য মানুষটি। সেই তখন থেকে রামোজি ফিল্মসিটিতে আবেগের মহাবিচ্ছুরণ। সারাদিন বহু বিশিষ্ট মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ এসেছেন ফিল্মসিটিতে। এসেছেন তাঁর আত্মীয় থেকে শুরু করে বন্ধু ও পরিচিতরাও। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং কেশব চন্দ্রশেখর রাও থেকে শুরু করে অনেকেরই দেখা মিলেছে। এর পাশাপাশি পরিচালক এসএস রাজমৌলি থেকে শুরু করে বিনোদন দুনিয়ার বহু চেনা মুখও শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন ফিল্মসিটিতে। অবশেষে হাজির সেই মন খারাপ করা মুহূর্ত। শুরু শেষকৃত্য। চিরতরে অতীত হলেন সকলের প্রিয় 'রামোজি স্যর'।
Last Updated : Jun 9, 2024, 4:16 PM IST