'ওরাও মায়ের অংশ', পোষ্যদের নিয়ে খুঁটি পুজো মহিলা পরিচালিত বালিগঞ্জ 71 পল্লীতে - Khuti Puja 2024 - KHUTI PUJA 2024
🎬 Watch Now: Feature Video
Published : Jun 16, 2024, 5:07 PM IST
Ballygunge 71 Pally Durga Puja: ভোট পুজো মিটতেই কলকাতায় প্রস্তুতি শুরু শারদোৎসবের । বাড়ির পোষ্যদের উপস্থিতিতে হল খুঁটি পুজো । রবিবার অভিনব এই ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এলাকার মহিলা পরিচালিত 71 পল্লী ক্লাব । এ দিন খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর ঢাকে কাঠি পড়ল এখানে । কাজ শুরু হল মণ্ডপ তৈরির । তবে খুঁটি পুজোয় চমক ছিল পোষ্যরাই ৷ এবার 58 বছরে পা রাখছে বালিগঞ্জ 71 পল্লী ক্লাবের পুজো । এবারের বিষয় ভাবনা অন্দরে অন্দরে । শিল্পী সোমনাথ দলুই ।
ক্লাবের সদস্য প্রিয়দর্শিনী সরকার বলেন, "এখন পেট ফ্রেন্ডলি পুজোর চল ৷ সকলের ঘরে ঘরে একটি করে পোষ্য রয়েছে ৷ ক্লাবের পরিকল্পনাই ছিল পুজোর শুরুটা পোষ্যদের নিয়ে করার ৷ কারণ এরাও তো সমাজের অংশ, ওরাও তো মায়ের অংশ ৷ পাড়ায় প্রচুর কুকুর ও বিড়াল আছে । রেমালের সময় ওদের জন্য এখানকার বাসিন্দারা সকলে দরজা খুলে দিয়েছিল, যাতে ওরা আশ্রয় নিতে পারে ৷ তাদের খাওয়ানো, যত্ন নেওয়া থেকে নির্বিজকরণ- সবটাই করা হয় ক্লাবের তরফে । এলাকার প্রতিটা বাড়িতে ক্লাবের তরফে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল ৷ যাতে বাড়ির পোষ্যদের নিয়ে আজকের অনুষ্ঠানে সকলে হাজির হন ।"