আরজি কর-কাণ্ড, 36 দিন পর প্রতিবাদে জলপাইগুড়ি আইএমএ - Jalpaiguri IMA - JALPAIGURI IMA

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2024, 10:25 PM IST

Protest on RG Kar Incident: আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় এই প্রথম রাস্তায় নামল জলপাইগুড়ি আইএমএ । ডাঃ সুশান্ত রায় নেতৃত্বে থাকাকালীন আইএমএ জলপাইগুড়ি আরজি কর-কাণ্ডে কোনও প্রতিবাদ কর্মসূচি নেয়নি । তাঁকে আইএমএ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে রবিবার জলপাইগুড়ি শহরে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। এদিন জলপাইগুড়ি শহরের সমাজপাড়া থেকে বের হয়ে ডিবিসি রোড হয়ে কদমতলায় এসে শেষ হয় মিছিল। 

এতে পা মেলান জলপাইগুড়ি ও শিলিগুড়ির চিকিৎসকরা ৷ এছাড়াও জনসাধারণের সঙ্গে এদিনের মিছিলে অংশ নেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্য-সহ পদ্মশ্রী করিমুল হক,পদ্মশ্রী ধনীরাম টোটো । এদিন জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক তথা আইএমএর প্রাক্তন সভাপতি ডাঃ প্রদীপ বর্মা বলেন," আমরা আজ অভিভূত । আইএমএ সম্পাদক এতদিন কোনও প্রতিবাদ মিছিল করেননি । আমরা অপেক্ষা করে একটা মিটিং করে এই মিছিলের সিদ্ধান্ত নিই । আজ হাজার হাজার মানুষ এই প্রতিবাদে সামিল ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.