67 কেজি ওজনের বিরাট মাছ বিক্রি 24 হাজারে, দেখুন ভিডিয়ো - বাঘাড়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 6:04 PM IST

Giant Fish at Market: বিহার থেকে জলপাইগুড়িরর বাজারে এল এক বিরাট মাছ ৷ দেখতে ভিড় জমালেন স্থানীয়রা ৷ এই মাছটির নাম বাঘাড় ৷ ওজন 67 কেজি 850 গ্রাম ৷ বাজারে নিলামে 24 হাজার টাকায় বিক্রি হল মাছটি। আর এই মাছকে ঘিরে তুমুল চর্চা চলছে জলপাইগুড়িতে । এর আগেও বর্ষাকালে বেশ কয়েকবার এমন বাঘাড় মাছ তিস্তা নদী থেকে ধরে দিনবাজার ও ষ্টেশনের মাছ বাজারে নিয়ে আসা হয়েছে ৷ তবে এ বছর শীতে এই প্রথম এত বড় মাছ এল ৷ তাছাড়া এত বড় মাছ সচরাচর দেখা যায় না বলে ভিড় জমান স্থানীয়রা।  

বিহার থেকে এক ব্যবসায়ী মাছটিকে জলপাইগুড়ির সব চাইতে বড় মাছের বাজারে নিয়ে আসেন । ওই মাছ ব্যবসায়ী বাবুলাল ইসাদ বলেন, "এই মাছটি বিহার থেকে এনেছি । বিহারের খাগারিয়া জেলা থেকে মাছটিকে ধরা হয়েছে । এত বড় মাছ ধরতে অনেক কষ্ট হয় । এই মাছটিকে ধরে আমরা দিনবাজারে নিয়ে এসেছি । 24 হাজার টাকা বিক্রি হয়েছে মাছটি । মাছটির ওজন 67 কেজি 850 গ্রাম ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.