চিনার পার্কের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই চার-পাঁচটি দোকান - Fire in Kolkata - FIRE IN KOLKATA

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 11:05 PM IST

Kolkata Fire Incident: পয়লা বৈশাখের সন্ধ্যায় আচমকায় আগুন-আতঙ্ক শহরের একাংশে ৷ উৎসবের মেজাজে থাকা শহরে নেমে এলো আতঙ্কের ছায়া ৷ চিনার পার্কের এক রেস্তোরাঁয় আগুন সর্বস্ব গ্রাস করে নিল ৷ রেস্তোরাঁর পাশে থাকা চার-পাঁচটি দোকান ধীরে ধীরে চলে যায় আগুনের গ্রাসে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগে ৷ বেশ খানিকক্ষণ পরে আসে তারা ৷ দমকেলর আসতে প্রায় আধঘণ্টা লেগে যায় বলে অভিযোগ স্থানীয়দের ৷ দমকলের তিনটি ইঞ্জিন এদিন আগাুন লাগার ঘটনায় পৌঁছয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট কিংবা রান্নার গ্যাস থেকে আগুন লাগলেও লাগতে পারে। হতাহতের কোনও খবর নেই বলেই পুলিশ সূত্র মারফত খবর। নববর্ষের প্রথম দিনে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্য়েই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, ফুটপাথ দখল করে বেআইনি ও অস্থায়ীভাবে টিনের সেড লাগিয়ে এই সকল রেস্তোরাঁগুলি চলছিল। শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। হতাহতের কোনও খবর নেই। চলতি বছরে শুরুতেই চিনার পার্কে একটি রঙের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছিল। নববর্ষের দিন আবার আতঙ্ক ছড়াল একই এলাকায়।  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.