ETV Bharat / state

নয়াদিল্লির স্টেশনে পদপিষ্টের ঘটনায় শোকবার্তা মমতার, রেলমন্ত্রীর পদত্যাগ চাইলেন কুণাল - NEW DELHI RAILWAY STATION STAMPEDE

মহাকুম্ভ ঘিরে একের পর এক বিপর্যয় ঘটেই চলেছে ৷ শনিবার রাতে নয়াদিল্লিতে রেলস্টেশনে কুম্ভ যাওয়ার যাত্রীদের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 18 জনের ৷

Police Monitoring in New Delhi Railway Station after Stampede
নয়াদিল্লিতে রেল স্টেশনে পুলিশের নজরদারি (ছবি: এএনআই ভিডিয়ো)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2025, 4:35 PM IST

Updated : Feb 16, 2025, 4:42 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: রেল স্টেশনে পদপিষ্ট হয়ে 18 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, দিল্লির এই পদপিষ্ট হয়ে মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ৷ এদিকে এই ঘটনার পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ অন্যদিকে, রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ এই ঘটনায় প্রধানমন্ত্রী মোদির কড়া সমালোচনা করেন ৷

মমতা সোশাল মিডিয়ায় লেখেন, "এই মর্মান্তিক দুর্ঘটনা দেখিয়ে দিচ্ছে, সু-পরিকল্পনা ও ব্যবস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ ৷ বিশেষত যখন সেটা নাগরিকদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত ৷ মহাকুম্ভের পুণ্যার্থীদের জন্য এই যন্ত্রণা নয়, যথোপযুক্ত ব্যবস্থা করা উচিত ছিল ৷ এই ধরনের যাত্রাগুলি যেন নিরাপদ, সু-পরিকল্পিত হয় সেটা নিশ্চিত করা অবশ্যই জরুরি ৷ শোকাহত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷"

কেন্দ্রীয় মন্ত্রীর কড়া সমালোচনা করে তিনি বলেন, "নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের দুর্ঘটনা দুর্ভাগ্যজনক-নিন্দনীয়-প্রতিবাদযোগ্য ৷ কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল দেখেছিলাম আমরা ৷ এবার সেখানে যাওয়ার পথে স্টেশনে পদপিষ্ট হয়েও মৃত্যুর ঘটনা ঘটল ৷" বিজেপি সরকারের কাছে তাঁর প্রশ্ন, "এরা কী চাইছে ?"

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ইস্তফা দাবি করে কুণাল বলেন, "রেলে যাত্রী সুরক্ষা বলে কিছু নেই ৷ একের পর এক দুর্ঘটনা ঘটছে ৷ রেলগুলি সময়ে যায় না ৷ লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন- সবেরই এক অবস্থা ৷ ট্রেনে খাবার নেই, জল নেই ৷ ট্রেন অপরিচ্ছন্ন ৷ তারই মধ্যে কোথাও সংরক্ষিত কামরায় বহিরাগতরা ঢুকে অরাজকতা করছে, কোথাও আবার মারধর পর্যন্ত করছে ৷"

তিনি আরও বলেন, "এবার এই ধরনের একটা চূড়ান্ত অব্যবস্থা দেখা গেল রাজধানীর বুকে নয়াদিল্লি স্টেশনে ৷ সেখানে মৃত্যুমিছিল ৷ এই রেলমন্ত্রী শুধু প্রচার চান । তিনি পাবলিসিটি হাঙ্গার রেলমন্ত্রী ৷ কোথায় দুর্ঘটনা ঘটেছে, সেখানে গিয়ে ছবি তুলবেন- সেটাই শুধু চান ৷ আর কত দুর্ঘটনা হলে এবং আর কতগুলি প্রাণ গেলে মনে হবে যে ওই চেয়ারটায় বসে থাকার নৈতিক অধিকার তাঁর নেই ! রেলের সেফটি, সিকিউরিটি, মনিটরিং- গোটা পরিচালন ব্যবস্থা ভেঙে পড়েছে, আমরা তার তীব্র নিন্দা করছি ৷"

রাজ্যসভায় তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ দিল্লির দুর্ঘটনা নিয়ে এক ভিডিয়ো বার্তায় বলেন, "মোদি সরকারের তরফে এই ঘটনাগুলিকে লুকানোর চেষ্টা করা হচ্ছে ৷ আর মোদি সরকারের এই আচরণ প্রথম নয়। বারংবার একই ঘটনা ঘটতে দেখা যাচ্ছে । প্রথম দিকে মোদি সরকারের তরফ থেকে এটাই স্বীকার করা হচ্ছিল না যে কিছু একটা ঘটেছে ৷ প্রথমে বলা হচ্ছিল, পদপিষ্টের ঘটনা আদতে গুজব ৷ তারপর বলা হল, কয়েকজন আহত হয়ে থাকতে পারেন ৷ অবশেষে স্বীকার করে নেওয়া হল যে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ থেকে স্পষ্ট মোদি সরকার সত্য স্বীকার করে নিয়ে এসব মানুষের পাশে দাঁড়ানোর বদলে ঘটনা কীভাবে লুকনো যায়, তারই চেষ্টা করছে ৷"

কলকাতা, 16 ফেব্রুয়ারি: রেল স্টেশনে পদপিষ্ট হয়ে 18 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, দিল্লির এই পদপিষ্ট হয়ে মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ৷ এদিকে এই ঘটনার পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ অন্যদিকে, রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ এই ঘটনায় প্রধানমন্ত্রী মোদির কড়া সমালোচনা করেন ৷

মমতা সোশাল মিডিয়ায় লেখেন, "এই মর্মান্তিক দুর্ঘটনা দেখিয়ে দিচ্ছে, সু-পরিকল্পনা ও ব্যবস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ ৷ বিশেষত যখন সেটা নাগরিকদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত ৷ মহাকুম্ভের পুণ্যার্থীদের জন্য এই যন্ত্রণা নয়, যথোপযুক্ত ব্যবস্থা করা উচিত ছিল ৷ এই ধরনের যাত্রাগুলি যেন নিরাপদ, সু-পরিকল্পিত হয় সেটা নিশ্চিত করা অবশ্যই জরুরি ৷ শোকাহত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷"

কেন্দ্রীয় মন্ত্রীর কড়া সমালোচনা করে তিনি বলেন, "নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের দুর্ঘটনা দুর্ভাগ্যজনক-নিন্দনীয়-প্রতিবাদযোগ্য ৷ কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল দেখেছিলাম আমরা ৷ এবার সেখানে যাওয়ার পথে স্টেশনে পদপিষ্ট হয়েও মৃত্যুর ঘটনা ঘটল ৷" বিজেপি সরকারের কাছে তাঁর প্রশ্ন, "এরা কী চাইছে ?"

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ইস্তফা দাবি করে কুণাল বলেন, "রেলে যাত্রী সুরক্ষা বলে কিছু নেই ৷ একের পর এক দুর্ঘটনা ঘটছে ৷ রেলগুলি সময়ে যায় না ৷ লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন- সবেরই এক অবস্থা ৷ ট্রেনে খাবার নেই, জল নেই ৷ ট্রেন অপরিচ্ছন্ন ৷ তারই মধ্যে কোথাও সংরক্ষিত কামরায় বহিরাগতরা ঢুকে অরাজকতা করছে, কোথাও আবার মারধর পর্যন্ত করছে ৷"

তিনি আরও বলেন, "এবার এই ধরনের একটা চূড়ান্ত অব্যবস্থা দেখা গেল রাজধানীর বুকে নয়াদিল্লি স্টেশনে ৷ সেখানে মৃত্যুমিছিল ৷ এই রেলমন্ত্রী শুধু প্রচার চান । তিনি পাবলিসিটি হাঙ্গার রেলমন্ত্রী ৷ কোথায় দুর্ঘটনা ঘটেছে, সেখানে গিয়ে ছবি তুলবেন- সেটাই শুধু চান ৷ আর কত দুর্ঘটনা হলে এবং আর কতগুলি প্রাণ গেলে মনে হবে যে ওই চেয়ারটায় বসে থাকার নৈতিক অধিকার তাঁর নেই ! রেলের সেফটি, সিকিউরিটি, মনিটরিং- গোটা পরিচালন ব্যবস্থা ভেঙে পড়েছে, আমরা তার তীব্র নিন্দা করছি ৷"

রাজ্যসভায় তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ দিল্লির দুর্ঘটনা নিয়ে এক ভিডিয়ো বার্তায় বলেন, "মোদি সরকারের তরফে এই ঘটনাগুলিকে লুকানোর চেষ্টা করা হচ্ছে ৷ আর মোদি সরকারের এই আচরণ প্রথম নয়। বারংবার একই ঘটনা ঘটতে দেখা যাচ্ছে । প্রথম দিকে মোদি সরকারের তরফ থেকে এটাই স্বীকার করা হচ্ছিল না যে কিছু একটা ঘটেছে ৷ প্রথমে বলা হচ্ছিল, পদপিষ্টের ঘটনা আদতে গুজব ৷ তারপর বলা হল, কয়েকজন আহত হয়ে থাকতে পারেন ৷ অবশেষে স্বীকার করে নেওয়া হল যে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ থেকে স্পষ্ট মোদি সরকার সত্য স্বীকার করে নিয়ে এসব মানুষের পাশে দাঁড়ানোর বদলে ঘটনা কীভাবে লুকনো যায়, তারই চেষ্টা করছে ৷"

Last Updated : Feb 16, 2025, 4:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.