অভিষেকের সমর্থনে কারবালা বাজারে সভা মমতার, দেখুন সরাসরি - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 29, 2024, 5:35 PM IST
|Updated : May 29, 2024, 5:46 PM IST
নির্বাচনী প্রচারের শেষবেলায় দলের সেকেন্ড ইন কমান্ডের হয়ে ব্যাট ধরলেন তৃণমূল সুপ্রিমো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত কারবালা বাজার এলাকায় অভিষেকের সমর্থনে নির্বাচনী জনসভা করছেন মমতা। বিকেল চারটের সময় এই জনসভা শুরু হওয়ার কথা ছিল। তবে সভা শুরু হতে খানিকটা দেরি হয়। প্রচারের শেষদিকে কোনও খামতি রাখতে নারাজ মমতা। এদিন দুপুরে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের হয়ে বারুইপুরে সভা করেন মমতা। তারপর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে উত্তর কলকাতায় রোড-শো করেন মুখ্যমন্ত্রী। এরপরই অভিষেকের হয়ে সভা করছেন মমতা। এদিনও স্বভাবসিদ্ধ ঢঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। এবার অভিষেককে পাশে নিয়েও আরও একবার আক্রমণের ঝড় তুলছেন মমতা।
Last Updated : May 29, 2024, 5:46 PM IST