শাহেনশার মুকুটে নতুন পালক, লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত অমিতাভ - Amitabh Bachchan
🎬 Watch Now: Feature Video
Amitabh Bachchan: লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত অমিতাভ বচ্চন ৷ মুম্বইয়ের দীনানাথ মঙ্গেশকর নাট্যগৃহে বুধবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে কেমন ছিল তাঁর সম্পর্ক? এদিনের অনুষ্ঠানে এসে সেই স্মৃতিচারণ করেন বিগবি ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবাঙ্গী কোলহাপুরী, রণদীপ হুডা, এআর রহমান-সহ আরও অনেকেই ৷
অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি আর এক প্রথিতযশা শিল্পী আশা ভোঁসলে ৷ অসুস্থতার কারণে তিনি এদিনের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে ৷ প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও নাট্যব্যক্তিত্ব দীনানাথ মঙ্গেশকরের নামে এই পুরস্কার পেয়ে গর্বিত বলাউড শাহেনশা ৷ এদিন মঞ্চে মেলোডি অফ কুইন লতা মঙ্গেশকরের স্মৃতিচারণ করতে এসে মারাঠি-তে কবিতা বলেন অমিতাভ ৷
পাশাপাশি, তুলে ধরেন তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন লতা মঙ্গেশকরকে নিয়ে কী বলেছিলেন তাও ৷ তিনি বলেন, "কোনও এক কথোপকথনে বাবা বলেছিলেন, লতা মঙ্গেশকর মিষ্টি সুরের ধারা ৷" পাশাপাশি তিনি জানান, বিদেশের মাটিতে মঞ্চে গান গাওয়ার যে অভ্যাস তা শুরু হয়েছিল প্রয়াত লতা মঙ্গেশকরের হাত ধরেই ৷ বিশেষ দিনে উপস্থিত থাকতে পেরে আপ্লুত বলে জানান অমিতাভ বচ্চন ৷