বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন সরাসরি
🎬 Watch Now: Feature Video
Published : Mar 7, 2024, 12:40 PM IST
|Updated : Mar 7, 2024, 12:53 PM IST
হাইকোর্টের প্রাক্তন বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নতুন ইনিংসের শুরু বৃহস্পতিবার ৷ বিচারব্যবস্থা থেকে বেরিয়ে এবার তাঁর রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে চলেছে বিজেপির হাত ধরে ৷ বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর খোদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় আগেই জানিয়েছিলেন, আজ বৃহস্পতিবার গেরুয়া শিবিরে যোগ দেবেন তিনি ৷ সেইমতো রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পান্ডের হাত ধরে এদিন বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।বিজেপিতে যোগ দেওয়ার আগেই রাজনৈতিক মহলে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে ৷ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে বলেও জল্পনা চলছে। আবার তাঁকে ডায়মন্ড হারবার থেকেও টিকিট দেওয়া হয় পারে বলে খবর। আইনের আঙিনা থেকে এবার রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷
Last Updated : Mar 7, 2024, 12:53 PM IST