গাছের মগডালে ঝুলছে 8 ফুটের পাইথন! স্নান করতে গিয়ে চক্ষু চড়কগাছ স্থানীয়দের - Snake Rescue - SNAKE RESCUE
🎬 Watch Now: Feature Video
Published : May 27, 2024, 10:10 PM IST
Python Rescue: স্নান করতে গিয়ে গাছের দিকে তাকাতেই চক্ষু চড়ক গাছ! গাছের মগডালে ঝুলছে একটি বার্মিজ পাইথন। আলিপুরদুয়ার জংশনের ডিএস কলোনি এলাকার পানা পুকুর সংলগ্ন একটি গাছের মগডাল থেকে প্রায় 8 ফুট লম্বা একটি বার্মিজ পাইথন উদ্ধার করেছেন পিপলস ফর অ্যানিমেলস সংস্থার সদস্যরা। এলাকার বাসিন্দা রবীন্দ্র চক্রবর্তী জানিয়েছেন, তিনি যখন স্নান করতে যান, তখন হঠাৎ গাছে পাখিদের তুমুল আওয়াজ শুনতে পান। কৌতূহলী হয়ে বাইরে এসে দেখেন গাছের ডালে একটি পাইথন পেঁচিয়ে আছে। তিনি স্থানীয়দের খবর দেন এবং পরে পিপলস ফর অ্যানিম্যালস সংস্থার সদস্যদের ডাকেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সংস্থার সদস্যরা ৷ তাঁরা সাবধানে গাছের মগডাল থেকে বার্মিজ পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যান। জানা গিয়েছে, উদ্ধার হওয়া বার্মিজ পাইথনটির স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে তাকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের গভীরে ছেড়ে দেওয়া হয়েছে। মূলত, বর্ষাকাল সাপের উপদ্রব বাড়ে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ৷ অনেক সময় জঙ্গল থেকে লোকালয়ে সাপ চলে আসে ৷ এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায় !