ETV Bharat / technology

অনিচ্ছা সত্ত্বেও দেখতে হবে ইউটিউবের বিজ্ঞাপন - YOUTUBE ADS SKIP PROBLEM

ইউটিউবের বিজ্ঞাপন থেকে উধাও স্কিপ অপশন ৷ কারণ ব্যাখ্যা করল সংস্থাটি ৷ ইচ্ছা না থাকলেও দেখতে হবে ভিডিয়োর মাঝের বিজ্ঞাপন ৷

YOUTUBE ADS SKIP PROBLEM
ইউটিউব (গেটি ইমেজ)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 12, 2024, 5:20 PM IST

হায়দরাবাদ: ভিডিয়ো শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব ৷ বর্তমানে কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে আমজনতা সকলের মধ্যে ইউটিউব ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ৷ কোনওরকম প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিয়ো শেয়ার করা যায় ৷ সমস্যা হল ইউটিউবে ভিডিয়ো দেখার সময়ে বিজ্ঞাপন এসে গিয়ে সমস্যায় পড়েন দর্শকরা ৷ অনেকে বিরক্ত বোধ করেন ৷ বেশ কিছুদিন ধরে 'টাইম কাউন্টের' স্কিপ অপশনটি উধাও ৷

নগদ নয়, ডিজিটাল লেনদেনেই ঝোঁক বেশি নাগরিকদের

যাইহোক, Google-এর মালিকানাধীন ভিডিয়ো-শেয়ারিং প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপনগুলি এড়িয়ে যাওয়াকে আরও কঠিন করে তুলেছে ৷ এই প্রসঙ্গেই অনেক ব্যবহারকারীর অভিযোগ, বিজ্ঞাপনের অংশগুলিকে তাঁরা চাইলেও এড়িয়ে যেতে পারেন না ৷ ভিডিয়োর চলাকালীন বিজ্ঞাপণ এলেও এড়িয়ে যাওয়ার কোনও অপশন থাকে না ৷ তবে সম্প্রতি ইউটিউবে বেশ কিছু সময়ে ভিডিয়ো থামানোর অপশন থাকে ৷ তবে সেটি এড়িয়ে যাওয়া বা স্কিপ করে যাওয়ার অপশন থাকে না ৷ তা নিয়ে অভিযোগ জানিয়েছেন ইউটিউবাররা ৷

আরও সস্তা আইফোন, নতুন রূপে বাজারে আসছে SE সিরিজ

দর্শকদের এই সমস্যার কথা ইউটিউবের তরফে উল্লেখ করে জানানো হয়েছে, ইউটিউব থেকে কোনও অপশন সরিয়ে নেওয়া হয়নি ৷ তবে ভিডিয়োর মধ্যে স্কিপ অপশন বর্তমানে নেই ৷ দর্শকরা যাতে বিজ্ঞাপনটি দেখেন এবং নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারেন তার জন্য এই অপশনটি বর্তমানে নেই ৷ ভিডিয়ো শেষ হলে তবেই আসবে স্কিপ অপশন ৷

নম্বর সেভ না করেই মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

এটি ছাড়াও, ভিডিয়ো প্ল্যাটফর্মটিতে নতুন বৈশিষ্ট্য যোগ করছে ব্য়বহারকারীদের জন্য ৷ দর্শকদের স্বার্থে বেশ কিছু নতুন অপশন আনছে । শুধু তাই নয়, বিনামূল্যে ব্যবহারকারীদের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশনে স্যুইচ করতে কোম্পানি সক্রিয়ভাবে বিজ্ঞাপন ব্লকারদের নিয়ন্ত্রণ শুরু করেছে ৷ এই সাবস্ক্রিপশনে বিজ্ঞাপন ছাড়াই ভিডিয়ো দেখা যাবে ৷

একাকীত্বে সঙ্গী AI, এবার জেমিনির সঙ্গে 'মন কি বাত'

হায়দরাবাদ: ভিডিয়ো শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব ৷ বর্তমানে কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে আমজনতা সকলের মধ্যে ইউটিউব ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ৷ কোনওরকম প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিয়ো শেয়ার করা যায় ৷ সমস্যা হল ইউটিউবে ভিডিয়ো দেখার সময়ে বিজ্ঞাপন এসে গিয়ে সমস্যায় পড়েন দর্শকরা ৷ অনেকে বিরক্ত বোধ করেন ৷ বেশ কিছুদিন ধরে 'টাইম কাউন্টের' স্কিপ অপশনটি উধাও ৷

নগদ নয়, ডিজিটাল লেনদেনেই ঝোঁক বেশি নাগরিকদের

যাইহোক, Google-এর মালিকানাধীন ভিডিয়ো-শেয়ারিং প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপনগুলি এড়িয়ে যাওয়াকে আরও কঠিন করে তুলেছে ৷ এই প্রসঙ্গেই অনেক ব্যবহারকারীর অভিযোগ, বিজ্ঞাপনের অংশগুলিকে তাঁরা চাইলেও এড়িয়ে যেতে পারেন না ৷ ভিডিয়োর চলাকালীন বিজ্ঞাপণ এলেও এড়িয়ে যাওয়ার কোনও অপশন থাকে না ৷ তবে সম্প্রতি ইউটিউবে বেশ কিছু সময়ে ভিডিয়ো থামানোর অপশন থাকে ৷ তবে সেটি এড়িয়ে যাওয়া বা স্কিপ করে যাওয়ার অপশন থাকে না ৷ তা নিয়ে অভিযোগ জানিয়েছেন ইউটিউবাররা ৷

আরও সস্তা আইফোন, নতুন রূপে বাজারে আসছে SE সিরিজ

দর্শকদের এই সমস্যার কথা ইউটিউবের তরফে উল্লেখ করে জানানো হয়েছে, ইউটিউব থেকে কোনও অপশন সরিয়ে নেওয়া হয়নি ৷ তবে ভিডিয়োর মধ্যে স্কিপ অপশন বর্তমানে নেই ৷ দর্শকরা যাতে বিজ্ঞাপনটি দেখেন এবং নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারেন তার জন্য এই অপশনটি বর্তমানে নেই ৷ ভিডিয়ো শেষ হলে তবেই আসবে স্কিপ অপশন ৷

নম্বর সেভ না করেই মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

এটি ছাড়াও, ভিডিয়ো প্ল্যাটফর্মটিতে নতুন বৈশিষ্ট্য যোগ করছে ব্য়বহারকারীদের জন্য ৷ দর্শকদের স্বার্থে বেশ কিছু নতুন অপশন আনছে । শুধু তাই নয়, বিনামূল্যে ব্যবহারকারীদের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশনে স্যুইচ করতে কোম্পানি সক্রিয়ভাবে বিজ্ঞাপন ব্লকারদের নিয়ন্ত্রণ শুরু করেছে ৷ এই সাবস্ক্রিপশনে বিজ্ঞাপন ছাড়াই ভিডিয়ো দেখা যাবে ৷

একাকীত্বে সঙ্গী AI, এবার জেমিনির সঙ্গে 'মন কি বাত'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.