হায়দরাবাদ, 29 জানুয়ারি: বাজারে এল স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের তিনটি নতুন মডেল ৷ চলতি মাসেই দক্ষিণ কোরিয়ার এই স্মার্টফোন প্রস্তুত কারক সংস্থাটি বাজারে এনেছে গ্যালাক্সি এস 24 আল্ট্রা (Galaxy S24 Ultra), গ্যালাক্সি এস 24 প্লাস (Galaxy S24+) ও গ্যালাক্সি এস 24(Galaxy S24) ৷ এই গ্যালাক্সি সিরজে যুক্ত হয়েছে আকর্ষণীয় এআই ফিচার ৷ এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই মোবাইলে যেকোনও কিছি সার্চ করতে পারবেন ৷
তবে এই এআই (AI) ফিচারের সুবিধা পেতে গেলে ব্যবহারকারীদের থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে মোবাইলে ৷ এই থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে লাইভ ট্রান্সলেট করা যাবে সহজেই ৷ কোনও ফোনে ব্যস্ত থাকলেও অনুবাদ করা যাবে সহজেই ৷ এছড়াও গ্যালাক্সি সিরিজে যে এআই ফিচার থাকা অন্যান্য সুবিধা গুলি হল:
চ্যাট অ্যাসিস্ট: চ্যাট করা বা লেখার জন্য টাইপ করতে হবে না ৷ যে বার্তা পাঠাতে চান সেই বার্তাটি মুখে বললেই টাইপ হয়ে যাবে ৷ সেই সমস্ত তথ্য সরাসরি পোস্ট করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় ৷ এমনকী এআইয়ের (AI) মাধ্যমে টেমপ্লেট তৈরি করলেও সহজেই তা সোশাল মিডিয়া শেয়ার করতে পারবেন ৷
সার্কেল টু সার্চ: গ্যালাক্সি সিরিজে এআই সুবিধা থাকায় সার্চ করাও সহজ হবে ৷ সহজেই ব্যবহারকারীরার সার্চ করতে পারবেন ৷ এমনটাই জানা গিয়েছে স্যামসাংয়ের তরফে ৷
নোট অ্যাসিস্ট: স্যামসাংয়ের এই মোবাইলেগুলিতে নোট অ্যাসিস্টের সুযোগ আছে ৷ এই সুবিধা এআইয়ের মাধ্যমে ব্যবহার করা যাবে ৷ আগমিদিনে স্যামসাংয়ে এবং গুগল যৌথ উদ্যোগ সার্কেল টু সার্চ ফিচারটিকে উন্নত করার জন্য আই প্রযুক্তিকে আরও উন্নত করার চেষ্টা করছে ৷ এমনটাই জানিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই ৷
এই প্রসঙ্গেই স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান (মোবাইল বিভাগ) টিএম রও (TM Roh) গ্যালক্সি সিরিজ মোবাইলের জগতে আলোড়ন ফলবে ৷ বিশেষত এআই ব্যবহারের সুয়োগ থাকায় ব্য়াবহারকারীদেরও সুবিধা হবে ৷ প্রকতি মুহূর্ত ব্যবহারকারীরা নতুন কিছু খুঁজে পাবেন ৷ এই সিরিজের ফোনে এআই ফিচার ক্যামেরার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে ৷ শুধু ছবি তোলা নয় ছবি এডিটও করা যাবে আই ফিচার দিয়ে ৷ এছাড়াও আছে ক্রকড শট ও স্লো মো ৷ যার মাধ্যমে সহজেই ভিডিয়ো বানানো যাবে ৷
আরও পড়ুন:
সূত্র: এএনআই