ETV Bharat / technology

বাজারে আত্মপ্রকাশ স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের, মিলবে এআই-এর সুবিধাও - Galaxy S24

Samsung Galaxy S24 : এবার স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজে পাওয়া যাবে এআইয়ের সুবিধা ৷ ক্যামেরার ক্ষেত্রেও বিশেষ বৈচিত্র আনা হয়েছে ৷

Samsung Galaxy S24
স্যামসাংয়ের গ্যালাক্সি
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 6:51 PM IST

হায়দরাবাদ, 29 জানুয়ারি: বাজারে এল স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের তিনটি নতুন মডেল ৷ চলতি মাসেই দক্ষিণ কোরিয়ার এই স্মার্টফোন প্রস্তুত কারক সংস্থাটি বাজারে এনেছে গ্যালাক্সি এস 24 আল্ট্রা (Galaxy S24 Ultra), গ্যালাক্সি এস 24 প্লাস (Galaxy S24+) ও গ্যালাক্সি এস 24(Galaxy S24) ৷ এই গ্যালাক্সি সিরজে যুক্ত হয়েছে আকর্ষণীয় এআই ফিচার ৷ এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই মোবাইলে যেকোনও কিছি সার্চ করতে পারবেন ৷

তবে এই এআই (AI) ফিচারের সুবিধা পেতে গেলে ব্যবহারকারীদের থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে মোবাইলে ৷ এই থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে লাইভ ট্রান্সলেট করা যাবে সহজেই ৷ কোনও ফোনে ব্যস্ত থাকলেও অনুবাদ করা যাবে সহজেই ৷ এছড়াও গ্যালাক্সি সিরিজে যে এআই ফিচার থাকা অন্যান্য সুবিধা গুলি হল:

চ্যাট অ্যাসিস্ট: চ্যাট করা বা লেখার জন্য টাইপ করতে হবে না ৷ যে বার্তা পাঠাতে চান সেই বার্তাটি মুখে বললেই টাইপ হয়ে যাবে ৷ সেই সমস্ত তথ্য সরাসরি পোস্ট করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় ৷ এমনকী এআইয়ের (AI) মাধ্যমে টেমপ্লেট তৈরি করলেও সহজেই তা সোশাল মিডিয়া শেয়ার করতে পারবেন ৷

সার্কেল টু সার্চ: গ্যালাক্সি সিরিজে এআই সুবিধা থাকায় সার্চ করাও সহজ হবে ৷ সহজেই ব্যবহারকারীরার সার্চ করতে পারবেন ৷ এমনটাই জানা গিয়েছে স্যামসাংয়ের তরফে ৷

নোট অ্যাসিস্ট: স্যামসাংয়ের এই মোবাইলেগুলিতে নোট অ্যাসিস্টের সুযোগ আছে ৷ এই সুবিধা এআইয়ের মাধ্যমে ব্যবহার করা যাবে ৷ আগমিদিনে স্যামসাংয়ে এবং গুগল যৌথ উদ্যোগ সার্কেল টু সার্চ ফিচারটিকে উন্নত করার জন্য আই প্রযুক্তিকে আরও উন্নত করার চেষ্টা করছে ৷ এমনটাই জানিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই ৷

এই প্রসঙ্গেই স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান (মোবাইল বিভাগ) টিএম রও (TM Roh) গ্যালক্সি সিরিজ মোবাইলের জগতে আলোড়ন ফলবে ৷ বিশেষত এআই ব্যবহারের সুয়োগ থাকায় ব্য়াবহারকারীদেরও সুবিধা হবে ৷ প্রকতি মুহূর্ত ব্যবহারকারীরা নতুন কিছু খুঁজে পাবেন ৷ এই সিরিজের ফোনে এআই ফিচার ক্যামেরার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে ৷ শুধু ছবি তোলা নয় ছবি এডিটও করা যাবে আই ফিচার দিয়ে ৷ এছাড়াও আছে ক্রকড শট ও স্লো মো ৷ যার মাধ্যমে সহজেই ভিডিয়ো বানানো যাবে ৷

আরও পড়ুন:

  1. ভারতীয় স্টক বিক্রির হিড়িক বিদেশী বিনিয়োগকারীদের, জানুয়ারিতে লক্ষ্মীলাভ কয়েক হাজার কোটি
  2. হংকংকে হারিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজারে পরিণত ভারত
  3. রাম মন্দিরের উদ্বোধনের দিন দুপুরে খুলবে শেয়ার বাজার, জানাল আরবিআই

সূত্র: এএনআই

হায়দরাবাদ, 29 জানুয়ারি: বাজারে এল স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের তিনটি নতুন মডেল ৷ চলতি মাসেই দক্ষিণ কোরিয়ার এই স্মার্টফোন প্রস্তুত কারক সংস্থাটি বাজারে এনেছে গ্যালাক্সি এস 24 আল্ট্রা (Galaxy S24 Ultra), গ্যালাক্সি এস 24 প্লাস (Galaxy S24+) ও গ্যালাক্সি এস 24(Galaxy S24) ৷ এই গ্যালাক্সি সিরজে যুক্ত হয়েছে আকর্ষণীয় এআই ফিচার ৷ এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই মোবাইলে যেকোনও কিছি সার্চ করতে পারবেন ৷

তবে এই এআই (AI) ফিচারের সুবিধা পেতে গেলে ব্যবহারকারীদের থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে মোবাইলে ৷ এই থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে লাইভ ট্রান্সলেট করা যাবে সহজেই ৷ কোনও ফোনে ব্যস্ত থাকলেও অনুবাদ করা যাবে সহজেই ৷ এছড়াও গ্যালাক্সি সিরিজে যে এআই ফিচার থাকা অন্যান্য সুবিধা গুলি হল:

চ্যাট অ্যাসিস্ট: চ্যাট করা বা লেখার জন্য টাইপ করতে হবে না ৷ যে বার্তা পাঠাতে চান সেই বার্তাটি মুখে বললেই টাইপ হয়ে যাবে ৷ সেই সমস্ত তথ্য সরাসরি পোস্ট করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় ৷ এমনকী এআইয়ের (AI) মাধ্যমে টেমপ্লেট তৈরি করলেও সহজেই তা সোশাল মিডিয়া শেয়ার করতে পারবেন ৷

সার্কেল টু সার্চ: গ্যালাক্সি সিরিজে এআই সুবিধা থাকায় সার্চ করাও সহজ হবে ৷ সহজেই ব্যবহারকারীরার সার্চ করতে পারবেন ৷ এমনটাই জানা গিয়েছে স্যামসাংয়ের তরফে ৷

নোট অ্যাসিস্ট: স্যামসাংয়ের এই মোবাইলেগুলিতে নোট অ্যাসিস্টের সুযোগ আছে ৷ এই সুবিধা এআইয়ের মাধ্যমে ব্যবহার করা যাবে ৷ আগমিদিনে স্যামসাংয়ে এবং গুগল যৌথ উদ্যোগ সার্কেল টু সার্চ ফিচারটিকে উন্নত করার জন্য আই প্রযুক্তিকে আরও উন্নত করার চেষ্টা করছে ৷ এমনটাই জানিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই ৷

এই প্রসঙ্গেই স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান (মোবাইল বিভাগ) টিএম রও (TM Roh) গ্যালক্সি সিরিজ মোবাইলের জগতে আলোড়ন ফলবে ৷ বিশেষত এআই ব্যবহারের সুয়োগ থাকায় ব্য়াবহারকারীদেরও সুবিধা হবে ৷ প্রকতি মুহূর্ত ব্যবহারকারীরা নতুন কিছু খুঁজে পাবেন ৷ এই সিরিজের ফোনে এআই ফিচার ক্যামেরার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে ৷ শুধু ছবি তোলা নয় ছবি এডিটও করা যাবে আই ফিচার দিয়ে ৷ এছাড়াও আছে ক্রকড শট ও স্লো মো ৷ যার মাধ্যমে সহজেই ভিডিয়ো বানানো যাবে ৷

আরও পড়ুন:

  1. ভারতীয় স্টক বিক্রির হিড়িক বিদেশী বিনিয়োগকারীদের, জানুয়ারিতে লক্ষ্মীলাভ কয়েক হাজার কোটি
  2. হংকংকে হারিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম শেয়ার বাজারে পরিণত ভারত
  3. রাম মন্দিরের উদ্বোধনের দিন দুপুরে খুলবে শেয়ার বাজার, জানাল আরবিআই

সূত্র: এএনআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.