ETV Bharat / technology

ভিড়ের মাঝে উধাও স্মার্টফোন! ঘাবড়াবেন না পাশে আছে গুগল - GOOGLE DEVICE LOCKED

Google Can Now Detect Phone Theft: সাধের স্মার্টফোন খোয়া গেলেও চিন্তা নেই ৷ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা ফিচার গুগলে।

Google Can Now Detect Phone Theft
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 7, 2024, 5:18 PM IST

হায়দরাবাদ: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করল গুগল ৷ এবার থেকে চুরি যাওয়া স্মার্টফোন সহজেই সনাক্ত করা যায় তার জন্য এই নতুন ফিচার চালু করেছে গুগল ৷ নতুন এই ফিচারে চুরি যাওয়া স্মার্টফোনকে চিহ্নিত করা, অফলাইনে ডিভাইসটি লক করা এবং রিমোট লকের বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে নতুন ফিচারে ৷ এই তিনটি ফিচার যুক্ত হওয়ায় এবার থেকে ডিভাইস বা স্মার্টফোন হারিয়ে গেলেও ডেটা বা তথ্য নিরাপদে থাকবে ৷

ভিভোর পুজো উপহার! দাম কমল Y28s 5G স্মার্টফোনের

তবে টেক জায়ান্ট গুগলের এই নুতুন ফিচার মার্কিন মুলুকের বাসিন্দাদের জন্য আপাতত চালু করা হয়েছে ৷ ভারতীয়রা এই ফিচার ব্যবহারের সুবিধা পাবে কি না তা এখনও জানানো হয়নি ৷ গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড 10+ আপডেটের পর নতুন ফিচার ব্যবহার করতে পারেবন ব্যবহারকারীরা ৷ এবার জেনে নেওয়া যাক কিভাবে নতুন ফিচার ব্যবহার করা যাবে ৷

গবেষকদের যুগান্তকারী আবিষ্কার, দুর্ঘটনা রুখবে রোড সেফটি সেন্সর

Theft Detection Lock: নতুন থেফট ডিটেকশন লক ফিচারে Google AI ব্যবহার করা হয়েছে ৷ AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্ত করতে পারবে যদি ডিভািসটি চুরি যায় অথবা কোনওভাবে খোয়া যায় ৷ তৎক্ষণাৎ ডিভাইসটি লক করে দেবে ৷ নিজে থেকেই স্মার্টফোনের স্ক্রীন লক করে দেবে। তাই ডিভাইসটি হারিয়ে গেলেও তথ্যের কোনও ক্ষতি হবে না ৷

প্রথম 'মেড ইন ইন্ডিয়া' আইফোন 16 বিক্রি শুরু চলতি মাসে

গুগলের নতুন ফিচারে আরও উল্লেখ করা হয়েছে, 'থেফট ডিটেকশন লক' কোনওভাবে কাজে ব্যর্থ হলে অফলাইন ডিভাইস লক এবং রিমোট লক ফিচার থাকায় সহজেই সেটি লক হয়ে যায় ৷ অফলাইন ডিভাইস লক ফিচারটিও চুরি হওয়া ডিভাইসটিকে লক করেতে পারে ৷ সেই সঙ্গে ডিভাইসটির স্ক্রিন লকেও সাহায্য করে ৷ ফলে খোয়া যাওয়া ডিভািইসটি সহজে ব্যবহার করা যায় না ৷ এমনকী খোয়া যাওয়া ডিভাইসটি যে অন্য ব্যক্তি ব্যবহার করছে সেটাও সনাক্ত করা যায় ৷

নম্বর সেভ না করেই মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

রিমোট লক ফিচারের সাহায্যে ডিভাইসটিতে সনাক্ত করতে সুবিধা হয় ৷ ফোন নম্বর যেকোনও ডিভাইস থেকে ব্যবহার করে হারিয়ে যাওয়া ডিভাইসটি লক করতে সমর্থ হয় ৷ এমনকী স্মার্টফোনটি যাতে অপরিচত কেউ ব্যবহার করছে সেটি রিমোট লক ফিচারের মাধ্যমে সনাক্ত করা গেলেও ডিভাইসটি বন্ধ করে দেওয়া দিতে সক্ষম গুগলের নতুন ফিচার ৷ হারিয়ে যাওয়া ডিভাইসের গুগল অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয় ৷ এবার ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে যাওয়ার আগে অবশ্যই সেটি আপডেট করুন ৷

একাকীত্বে সঙ্গী AI, এবার জেমিনির সঙ্গে 'মন কি বাত'

হায়দরাবাদ: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করল গুগল ৷ এবার থেকে চুরি যাওয়া স্মার্টফোন সহজেই সনাক্ত করা যায় তার জন্য এই নতুন ফিচার চালু করেছে গুগল ৷ নতুন এই ফিচারে চুরি যাওয়া স্মার্টফোনকে চিহ্নিত করা, অফলাইনে ডিভাইসটি লক করা এবং রিমোট লকের বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে নতুন ফিচারে ৷ এই তিনটি ফিচার যুক্ত হওয়ায় এবার থেকে ডিভাইস বা স্মার্টফোন হারিয়ে গেলেও ডেটা বা তথ্য নিরাপদে থাকবে ৷

ভিভোর পুজো উপহার! দাম কমল Y28s 5G স্মার্টফোনের

তবে টেক জায়ান্ট গুগলের এই নুতুন ফিচার মার্কিন মুলুকের বাসিন্দাদের জন্য আপাতত চালু করা হয়েছে ৷ ভারতীয়রা এই ফিচার ব্যবহারের সুবিধা পাবে কি না তা এখনও জানানো হয়নি ৷ গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড 10+ আপডেটের পর নতুন ফিচার ব্যবহার করতে পারেবন ব্যবহারকারীরা ৷ এবার জেনে নেওয়া যাক কিভাবে নতুন ফিচার ব্যবহার করা যাবে ৷

গবেষকদের যুগান্তকারী আবিষ্কার, দুর্ঘটনা রুখবে রোড সেফটি সেন্সর

Theft Detection Lock: নতুন থেফট ডিটেকশন লক ফিচারে Google AI ব্যবহার করা হয়েছে ৷ AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্ত করতে পারবে যদি ডিভািসটি চুরি যায় অথবা কোনওভাবে খোয়া যায় ৷ তৎক্ষণাৎ ডিভাইসটি লক করে দেবে ৷ নিজে থেকেই স্মার্টফোনের স্ক্রীন লক করে দেবে। তাই ডিভাইসটি হারিয়ে গেলেও তথ্যের কোনও ক্ষতি হবে না ৷

প্রথম 'মেড ইন ইন্ডিয়া' আইফোন 16 বিক্রি শুরু চলতি মাসে

গুগলের নতুন ফিচারে আরও উল্লেখ করা হয়েছে, 'থেফট ডিটেকশন লক' কোনওভাবে কাজে ব্যর্থ হলে অফলাইন ডিভাইস লক এবং রিমোট লক ফিচার থাকায় সহজেই সেটি লক হয়ে যায় ৷ অফলাইন ডিভাইস লক ফিচারটিও চুরি হওয়া ডিভাইসটিকে লক করেতে পারে ৷ সেই সঙ্গে ডিভাইসটির স্ক্রিন লকেও সাহায্য করে ৷ ফলে খোয়া যাওয়া ডিভািইসটি সহজে ব্যবহার করা যায় না ৷ এমনকী খোয়া যাওয়া ডিভাইসটি যে অন্য ব্যক্তি ব্যবহার করছে সেটাও সনাক্ত করা যায় ৷

নম্বর সেভ না করেই মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

রিমোট লক ফিচারের সাহায্যে ডিভাইসটিতে সনাক্ত করতে সুবিধা হয় ৷ ফোন নম্বর যেকোনও ডিভাইস থেকে ব্যবহার করে হারিয়ে যাওয়া ডিভাইসটি লক করতে সমর্থ হয় ৷ এমনকী স্মার্টফোনটি যাতে অপরিচত কেউ ব্যবহার করছে সেটি রিমোট লক ফিচারের মাধ্যমে সনাক্ত করা গেলেও ডিভাইসটি বন্ধ করে দেওয়া দিতে সক্ষম গুগলের নতুন ফিচার ৷ হারিয়ে যাওয়া ডিভাইসের গুগল অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয় ৷ এবার ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে যাওয়ার আগে অবশ্যই সেটি আপডেট করুন ৷

একাকীত্বে সঙ্গী AI, এবার জেমিনির সঙ্গে 'মন কি বাত'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.