হায়দরাবাদ: এবার দেশের মধ্যে চালু হতে চলেছে এয়ার ট্রেন ৷ 2027 সালের মধ্যে দিল্লি বিমান বন্দরে এই ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের ৷ ইতিমধ্যেই দু‘টি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে এই প্রকল্পের ৷ বিমানবন্দরের টার্মিনাল 1 এবং অন্যান্য দু’টি টার্মিনালের মধ্যে সংযোগ ব্যবস্থা আরও উন্নত করতেই এই উদ্য়োগ DIAL-এর ৷
ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (IGIA) দেশের ব্যস্ততম বিমানবন্দর । এখানে রয়েছে তিনটি টার্মিনাল ৷ DIAL (Delhi International Airport Limited)-এর লক্ষ্য হল ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেট এবং ট্রান্সফার মডেলের উপর ভিত্তি করে একটি 'এলিভেটেড এবং এট-গ্রেড অটোমেটেড পিপল মুভার (APM) সিস্টেম' বাস্তবায়ন করা। ইতিমধ্যেই এপিএম বা এয়ার ট্রেনের দরপত্র জারি করা হয়েছে।
কার্বন নির্গমন হ্রাস: এই নতুন APM সিস্টেমটি টার্মিনাল 1, 2 এবং 3-এর মধ্যে দ্রুত এবং নিরবচ্ছিন্ন ভাবে যোগাযোগের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ৷ অ্যারোসিটি এবং কার্গো সিটি হয়ে টার্মিনালের মধ্যে প্রায় 7.7 কিমি দূরত্ব অতিক্রম করবে। এর ফলে কার্বন নিঃসরণও কমবে। বর্তমানে দিল্লি বিমানবন্দরে একটি টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে হয় ডিটিসি বাসে ৷ যেতে সময় লাগে অনেক ৷ এয়ার ট্রেন চালু হলে কয়েক মিনিটের মধ্যেই এই পথ অতিক্রম করতে পারবেন যাত্রীরা।
এবার ঘন কুয়াশাতেও উড়বে বিমান, ব্যাখ্যা দিলেন অ্যাভিয়েশন এক্সপার্ট
প্রকল্পের জন্য দরপত্র: দিল্লি বিমানবন্দরের এই প্রকল্পের জন্য একটি দরপত্র দেওয়া হয়েছে ৷ আগামী মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শুরুর পরিকল্পনা আছে । এয়ার ট্রেনের ৪টি স্টপেজ আছে। ভারতে প্রথম হলেও নিউইয়র্ক-সহ বেশ কয়েকটি দেশ এই ট্রেন চলে ৷ ট্রেন বিশ্বের অনেক দেশের বিমানবন্দরে বিমান পরিষেবা প্রদান করছে। এখন ভারতেও শুরু হতে যাচ্ছে।
এয়ার ট্রেন কি ?
বিমানবন্দের মধ্যে এয়ার ট্রেনগুলি সাধারণত বিনামূল্যে পরিষেবা দেয় যাত্রীদের। এই ট্রেনগুলি শুধুমাত্র টার্মিনালের মধ্যে চলে। এয়ার ট্রেন, অটোমেটেড পিপল মুভার (APM) নামেও পরিচিত। এটি একটি স্বয়ংক্রিয় ট্রেন ৷ যা বিমানবন্দরের বিভিন্ন টার্মিনাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে সংযোগ রাখতে পারে ৷ ট্রেনগুলি যাত্রীদের সুবিধার্থে বিদেশে অনেক আন্তর্জাতিক বিমানবন্দরে চলাচল করে এই ট্রেন। এর মূল উদ্দেশ্য হল যাত্রীদের দ্রুত এবং সুবিধাজনকভাবে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে পরিবহণ করা।
এয়ার ট্রেনের প্রয়োজনীয়তা: দিল্লি বিমানবন্দর ভারতের ব্যস্ততম বিমানবন্দর ৷ প্রতিবছর 7কোটিরও বেশি যাত্রী যাতায়াত করেন এই বিমানবন্দরে । আগামী 6-8 বছরের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামিদিনের কথা ভেবে সংশ্লিষ্ট বিমানবন্দরের টার্মিনালের মধ্যে ভালো সংযোগ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিমানবন্দরের টার্মিনাল 1 টার্মিনাল 2 এবং 3 থেকে দূরে অবস্থিত। বর্তমানে, যাত্রীরা বাসে করে টার্মিনালের মধ্যে যাতায়াত করেন। যে অনেক সময় লাগে ৷ এই সময় বাঁচাতে এয়ার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।