হায়দরাবাদ: একমাস বাজারে এসেছে আইফোন 16 ৷ নতুন এই সিরিজ এবং মডেল বাজারে আসার সঙ্গে সঙ্গে কেনার জন্য গ্রাহকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তবে অধিকাংশ ক্ষেত্রেই গ্রাহকদের ধারণা আইফোন মাত্রই সেটির দাম বেশি হবে ৷ তাই অনেকেই ইচ্ছা থাকলেও সেটি কিনতে পারেন না ৷ এবার গ্রাহকদের কথা ভেবে কম দামে আইফোনের এসই মডেল আনার প্রস্তুতি নিয়েছে অ্যাপল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই মোবাইলটি আগামিবছর বাজারে আসতে পারে ৷
আইফোন এসই মডেল: শুধু অ্যাপল আইফোন নয়, এসই মডেলেরও চাহিদা বেশি। কম দামে কমপ্যাক্ট আকারে আসা এই বিশেষ সংস্করণগুলির চাহিদাও আছে বাজারে ৷ অ্যাপল সাধারণত সেই সমস্ত ক্রেতাদের কথা ভেবেই আবারও এই মডেল নিয়ে আসছে ৷ যেসমস্ত ক্রেতারা কম দামের স্মার্টফোন কিনতে চান তাঁরাও যাতে কিনতে পারেন ৷ অ্যাপল 2016, 2020 এবং 2022 সালে তাদের এসই মডেল এনেছিল। ব্লুমবার্গ নির্ভরযোগ্য সূত্রের খবর, শীঘ্রই নতুন এসই সিরিজের আইফোন আপডেট করে সেগুলি বাজারে লঞ্চ করা হবে ৷
জানা গিয়েছে, নতুন iPhone SE মডেলটি V59 কোড নাম দিয়ে তৈরি করা হচ্ছে। অ্যাপল আগামিবছর আইপ্যাড এয়ার-এর সঙ্গে এই আপডেটেড মডেল বাজারে লঞ্চ করতে পারে ৷ এটি নতুন SE-তে সিরিজে 5G অন্তর্ভুক্ত করবে। নতুন মডেলগুলিতে পুরানো সরিজে থাকা হোম বোতামটি থাকবে না ৷ অন্যান্য মডেলের মতো নতুন এসই সিরিজের স্ক্রিন হবে ৷
আজ থেকে বিক্রি শুরু, 21 ঘণ্টা লাইনে দাঁড়িয়ে হাতে পেলেন আইফোন 16
Apple Intelligence (AI), যেটি iPhone 16 সিরিজে দেওয়া হয়েছে, সেটিও SE মডেলে যুক্ত হবে বলে জানা গিয়েছে। আগের এসই মডেলটি আইফোন 8 এর মতো ডিজাইন করা হয়েছিল। নতুন এসই মডেল আইফোন 14-এর মতোই হবে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে অ্যাপল জে607 এবং জে637 কোড নামে আইপ্যাড এয়ারের দু‘টি মডেল তৈরি করছে ৷ অ্যাপল ম্যাজিক কীবোর্ড এবং একটি ম্যাক কম্পিউটার লঞ্চ করার প্রস্তুতি শুরু হয়েছে। তবে এগুলি কবে বাজারজাত হবে তা নিয়ে কিছু জানানো হয়নি অ্যাপলের তরফে ৷