‘কুরুচিকর’ মন্তব্য ! ফিরহাদের শাস্তি চেয়ে গর্জে উঠল সন্দেশখালি - SANDESHKHALI
'কুরুচিকর' মন্তব্য করেন ফিরহাদ হাকিম । রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর শাস্তির দাবিতে পথে নামলেন সন্দেশখালির মহিলারা ৷
Published : Nov 7, 2024, 10:20 PM IST
|Updated : Nov 7, 2024, 10:47 PM IST
সন্দেশখালি, 7 নভেম্বর: নির্বাচনী সভা থেকে রেখা পাত্রকে ‘কুরুচিকর’ ভাষায় আক্রমণ করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তার জেরে এবার ফিরহাদের বিরুদ্ধে পথে নামলেন সন্দেশখালির মহিলারা । তাঁরা প্রতিবাদ মিছিলও করেন সন্দেশখালিতে ।
নেতৃত্বে ছিলেন সন্দেশখালির প্রতিবাদী মুখ তথা বিজেপি নেত্রী রেখা পাত্র । মিছিল থেকে ফিরহাদের পদত্যাগের দাবিতেও সোচ্চার হন আন্দোলনকারীরা । পরে রেখা পাত্রের নেতৃত্বে আন্দোলনকারী মহিলাদের এক প্রতিনিধিদল সন্দেশখালি থানায় গিয়ে ডেপুটেশনও জমা দেয় ।
বুধবার হাড়োয়ায় দলীয় প্রার্থী শেখ রবিউল ইসলামের সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । সেখানে গিয়ে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রেখা পাত্রের পরাজয় নিয়ে কটাক্ষ করতে গিয়ে ফিরহাদ 'কুরুচিকর' মন্তব্য করেন বলে অভিযোগ । শুধু রেখাই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অঙ্গভঙ্গি করে কটাক্ষ করেন তিনি । ফিরহাদ বলেন, ‘‘লোকসভা ভোটের আগে একটা দাড়িওয়ালা লোক এসেছিল সন্দেশখালির ঘটনা নিয়ে মানুষকে বোঝাতে । প্রতিটা মঞ্চে কেঁদেছিল । কান্নার চোটে সন্দেশখালি থেকে প্রার্থী দিয়ে দিল ।সেই ভদ্রমহিলা কোথায় ? হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে হেরে গিয়ে কেস করেছিল ! হেরো মাল ।’’
ওই সভা থেকে সন্দেশখালির প্রসঙ্গ টেনে ফিরহাদ বলেন, ‘‘সন্দেশখালির নির্যাতন নিয়ে গোটা দেশের কাছে মিথ্যা প্রচার করেছে বিজেপি । সন্দেশখালির নারীদের অসম্মান করেছে । সন্দেশখালিতে আমার এক বন্ধু থাকে । তাঁর মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ক্যানিংয়ে। বিজেপি সন্দেশখালিকে এতটাই কালিমালিপ্ত করেছে যে ক্যানিংয়ের লোকজন বলে, সন্দেশখালির মেয়ে মানেই অপবিত্র। তাই তাঁর বিয়ে ভেঙে যায় । ’’
ফিরহাদের এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে রাজনীতির অন্দরে । ফিরহাদকে কড়া ভাষায় আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ফিরহাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি । জাতীয় মহিলা কমিশনকে ট্যাগ করে সোশাল মিডিয়ায় পোস্টও করেন শুভেন্দু। তার জবাবে ফিরহাদের বিরুদ্ধে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজি’কে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মহিলা কমিশন। তিনদিনের মধ্যে এই সংক্রান্ত একটি রিপোর্টও তাঁদের জমা দিতে বলা হয়েছে ।
বিজেপি নেত্রী রেখা পাত্র বলেন, ‘‘রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী হয়েও কীভাবে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং আমার উদ্দেশ্য এই ধরনের কুরুচিকর মন্তব্য করতে পারলেন, সেটা ভেবেই অবাক লাগছে । উনি সন্দেশখালির মহিলাদের অপমান করেছেন । এর জন্য মুখ্যমন্ত্রীই দায়ী বলে আমি মনে করি । তাঁর প্রশয় ছাড়া এই ধরনের মন্তব্য করা যায় না । আমি সন্দেশখালির মেয়ে । এই ধরনের অপপ্রচার করে লাভ নেই ।’’