ETV Bharat / sports

আত্মতুষ্টি নয় ! শীর্ষে থেকেও হায়দরাবাদকে সমীহ বাগান কোচ মোলিনার - MBSG IN ISL

জয়ের সরণিতে থাকা মোহনবাগান অন্দরমহলে এখন স্বস্তির আবহ । চোট সারিয়ে গত দু’দিন ধরে পুরো প্র্যাকটিস করেছেন গ্রেগ স্টুয়ার্ট ।

Mohun Bagan Coach Jose Francisco Molina
হায়দরাবাদকে সমীহ বাগান কোচ মোলিনার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 1, 2025, 7:24 PM IST

কলকাতা, 1 জানুয়ারি: প্রতিপক্ষ যতই নড়বড়ে থাকুক না কেন, তাদের প্রাপ্য গুরুত্ব দিয়ে জয়ের ছক কষাই এক এবং একমাত্র লক্ষ্য হোসে মোলিনার । বৃহস্পতিবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট । ধারেভারে এবং ফর্মের বিচারে সবুজ-মেরুন ব্রিগেড অনেক এগিয়ে । পয়েন্ট টেবিলে সবার ওপরে । ফলে দলের অন্দরে আত্মতুষ্টি আসা স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে হোসে মোলিনা হার্ড টাস্ক মাস্টার । দলের সামনে ছোট ছোট লক্ষ্য বেঁধে দিয়ে শীর্ষস্থান দখলের প্রক্রিয়া বজায় রেখেছেন ।

সবুজ-মেরুন চানক্য বলছেন, “আমার কাছে প্রতিটি ম্যাচের দৃষ্টিভঙ্গী এক । একটি করে ম্যাচ ধরে আমরা এগোতে চাই । আমরা পয়েন্ট টেবিলে ওপরে রয়েছি । হায়দরাবাদ নিচে রয়েছে । তাই ম্যাচটা হালকাভাবে নেব এমন নয় । আইএসএলে ম্যাচ জয় কখনই সহজ নয় । একটা পয়েন্ট পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে হয় । মানে নব্বই মিনিট আমাদের কঠোর পরিশ্রম করতে হবে ৷”

হায়দরাবাদকে সমীহ বাগান কোচ মোলিনার (ইটিভি ভারত)

জয়ের সরণিতে থাকা মোহনবাগান অন্দরমহলে এখন স্বস্তির আবহ । চোট সারিয়ে গত দু’দিন ধরে পুরো প্র্যাকটিস করেছেন গ্রেগ স্টুয়ার্ট । অনুশীলন শেষে স্কটিশ স্ট্রাইকার নিজেও জানিয়েছেন তিনি ফিট । দলের এক নম্বর প্লে-মেকারের ফিট হওয়া স্বস্তির মোলিনার কাছেও । বাগানের হেডস্যর বলেছেন, “স্টুয়ার্ট একশো শতাংশ ফিট নয় । তবে খেলার মতো জায়গায় রয়েছেন । 18 জনের দলে থাকবেন । তবে পেত্রাতোস এবং আশিক কুরুনিয়ান ফিট নন ।” বিয়ে করেছেন মনবীর সিং । বুধবার দলের সঙ্গে যোগ দেবেন । তিনি প্রথম একাদশে থাকবেন কি না, তা নিয়ে কোনও ইঙ্গিত দেননি সবুজ-মেরুন হেডস্যার । কার্ড সমস্যায় এই ম্যাচে নেই আপুইয়া । তাঁর বদলে দীপক টাঙরি খেলবেন । সঙ্গে অনিরুদ্ধ থাপা । স্টুয়ার্টের বদলে শুরু করতে চলেছেন সাহাল আব্দুল সামাদ । আক্রমণে কামিংস এবং ম্যাকলারেন ।

পূর্ব ঘোষণা মতো এই ম্যাচ বিনা পয়সায় দেখতে পাবেন সবুজ-মেরুন সমর্থকরা । চল্লিশ হাজার দর্শকের সরব উপস্থিতি যে দলকে ভালো খেলতে উদ্বুদ্ধ করবে তা মানছেন মোলিনা । দল শীর্ষে থাকলেও সুপার সিক্সে জায়গা পাওয়ার জন্য কত পয়েন্ট নূন্যতম তা জানেন না । হিসেবও করেন না । তাঁর মাথায় একটি করে ম্যাচের অঙ্ক । তাই লক্ষ্মীবারের হায়দরাবাদ ম্যাচই পাখির চোখ ।

কোচের সুর টম অলড্রেটের মুখেও । গোল না-খেয়ে দলকে জয় উপহার দিতে চান । রক্ষণের জুড়িদার আলবার্তো রড্রিগেজ গোল করছেন নিয়মিত । তা দেখে টম অলড্রেটও উৎসাহিত । নিজেও আইএসএলে গোল করেছেন । রক্ষণের সতীর্থর মতো নিজেও নিয়মিত গোল করতে চান । তবে সবার আগে গোল না-খাওয়াকে গুরুত্ব দেওয়ার কথা টমের মুখে ।

আরও পড়ুন

কলকাতা, 1 জানুয়ারি: প্রতিপক্ষ যতই নড়বড়ে থাকুক না কেন, তাদের প্রাপ্য গুরুত্ব দিয়ে জয়ের ছক কষাই এক এবং একমাত্র লক্ষ্য হোসে মোলিনার । বৃহস্পতিবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট । ধারেভারে এবং ফর্মের বিচারে সবুজ-মেরুন ব্রিগেড অনেক এগিয়ে । পয়েন্ট টেবিলে সবার ওপরে । ফলে দলের অন্দরে আত্মতুষ্টি আসা স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে হোসে মোলিনা হার্ড টাস্ক মাস্টার । দলের সামনে ছোট ছোট লক্ষ্য বেঁধে দিয়ে শীর্ষস্থান দখলের প্রক্রিয়া বজায় রেখেছেন ।

সবুজ-মেরুন চানক্য বলছেন, “আমার কাছে প্রতিটি ম্যাচের দৃষ্টিভঙ্গী এক । একটি করে ম্যাচ ধরে আমরা এগোতে চাই । আমরা পয়েন্ট টেবিলে ওপরে রয়েছি । হায়দরাবাদ নিচে রয়েছে । তাই ম্যাচটা হালকাভাবে নেব এমন নয় । আইএসএলে ম্যাচ জয় কখনই সহজ নয় । একটা পয়েন্ট পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে হয় । মানে নব্বই মিনিট আমাদের কঠোর পরিশ্রম করতে হবে ৷”

হায়দরাবাদকে সমীহ বাগান কোচ মোলিনার (ইটিভি ভারত)

জয়ের সরণিতে থাকা মোহনবাগান অন্দরমহলে এখন স্বস্তির আবহ । চোট সারিয়ে গত দু’দিন ধরে পুরো প্র্যাকটিস করেছেন গ্রেগ স্টুয়ার্ট । অনুশীলন শেষে স্কটিশ স্ট্রাইকার নিজেও জানিয়েছেন তিনি ফিট । দলের এক নম্বর প্লে-মেকারের ফিট হওয়া স্বস্তির মোলিনার কাছেও । বাগানের হেডস্যর বলেছেন, “স্টুয়ার্ট একশো শতাংশ ফিট নয় । তবে খেলার মতো জায়গায় রয়েছেন । 18 জনের দলে থাকবেন । তবে পেত্রাতোস এবং আশিক কুরুনিয়ান ফিট নন ।” বিয়ে করেছেন মনবীর সিং । বুধবার দলের সঙ্গে যোগ দেবেন । তিনি প্রথম একাদশে থাকবেন কি না, তা নিয়ে কোনও ইঙ্গিত দেননি সবুজ-মেরুন হেডস্যার । কার্ড সমস্যায় এই ম্যাচে নেই আপুইয়া । তাঁর বদলে দীপক টাঙরি খেলবেন । সঙ্গে অনিরুদ্ধ থাপা । স্টুয়ার্টের বদলে শুরু করতে চলেছেন সাহাল আব্দুল সামাদ । আক্রমণে কামিংস এবং ম্যাকলারেন ।

পূর্ব ঘোষণা মতো এই ম্যাচ বিনা পয়সায় দেখতে পাবেন সবুজ-মেরুন সমর্থকরা । চল্লিশ হাজার দর্শকের সরব উপস্থিতি যে দলকে ভালো খেলতে উদ্বুদ্ধ করবে তা মানছেন মোলিনা । দল শীর্ষে থাকলেও সুপার সিক্সে জায়গা পাওয়ার জন্য কত পয়েন্ট নূন্যতম তা জানেন না । হিসেবও করেন না । তাঁর মাথায় একটি করে ম্যাচের অঙ্ক । তাই লক্ষ্মীবারের হায়দরাবাদ ম্যাচই পাখির চোখ ।

কোচের সুর টম অলড্রেটের মুখেও । গোল না-খেয়ে দলকে জয় উপহার দিতে চান । রক্ষণের জুড়িদার আলবার্তো রড্রিগেজ গোল করছেন নিয়মিত । তা দেখে টম অলড্রেটও উৎসাহিত । নিজেও আইএসএলে গোল করেছেন । রক্ষণের সতীর্থর মতো নিজেও নিয়মিত গোল করতে চান । তবে সবার আগে গোল না-খাওয়াকে গুরুত্ব দেওয়ার কথা টমের মুখে ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.