কলকাতা, 1 জানুয়ারি: অ-সময়ে এগিয়ে এসেছিলেন ৷ কিন্তু শেষ সময়ে কথা রাখতে পারলেন না প্রবীণ আইনজীবী রবীন্দ্র ঘোষ ৷ অসুস্থার কারণে বাংলাদেশে গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে মামলা লড়তে পারছেন না তিনি ৷ এই মুহূর্তে আইনজীবী এসএসকেএম হাসপাতালে ভর্তি ৷ তাঁর বদলে আগামিকাল, 2 জানুয়ারি চিন্ময়কৃষ্ণের হয়ে দাঁড়াবেন দু'জন জুনিয়র আইনজীবী এবং অন্য 18 জন আইনি প্রতিনিধি ৷
গত মাসে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে আসেন আইনজীবী ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ৷ তাঁরা উত্তর 24 পরগনার ব্যারাকপুরে ছেলে রাহুলের সঙ্গে থাকছিলেন ৷ গতকাল, বছরের শেষ দিনে মধ্যরাতে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ৷ সঙ্গে সঙ্গে 74 বছর বয়সি রবীন্দ্র ঘোষকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় ৷ তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে ৷
বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের মামলাটি লড়তে না পারলেও প্রবীণ আইনজীবী রবীন্দ্র ঘোষ সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, তিনি সবসময় তাঁর জুনিয়র আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ এই মামলার বিষয় আমি প্রতিশ্রুতিবদ্ধ ৷ রবীন্দ্র ঘোষ বলেন, "আগামিকাল চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে আদালতে থাকবেন আমার দু'জন জুনিয়র আইনজীবী এবং অন্য 18 জন ৷ আমি তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ আমি শেষ দেখে ছাড়ব ৷ একবার সুস্থ হলেই বাংলাদেশে ফিরে যাব ৷"
গত 25 নভেম্বর চিন্ময়কৃষ্ণ দাসকে ঢাকার হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছে ৷ তিনি চট্টগ্রামে একটি মিছিলে যোগ দিতে যাচ্ছিলেন ৷ পরদিন তাঁর জামিনের আবেদন খারিজ করে চট্টগ্রামের একটি আদালত জেল হেফাজতের নির্দেশ দেয় ৷ তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ৷ এর আগে তিনি ইসকন-এর সদস্য ছিলেন ৷ তাঁকে বহিষ্কার করে ইসকন ৷
এরপর 3 ডিসেম্বর চিন্ময়কৃষ্ণর জামিন আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও তাঁর হয়ে কোনও আইনজীবী আদালতে হাজির হননি ৷ জামিনের জন্য পাশে দাঁড়িয়েছিলেন আইনজীবী রমেন রায় ৷ কিন্তু মৌলবাদীরা তাঁর উপর হামলা চালায় ৷ তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন ছিলেন ৷ ফলে তাঁর পক্ষেও চিন্ময়কৃষ্ণের হয়ে আইনি লড়াই লড়ার সুযোগ হয়নি ৷ অন্য আইনজীবীরাও হিন্দু সনাতনী নেতার হয়ে দাঁড়াতে ভয় পাচ্ছিলেন বলেই জানা গিয়েছে ৷ এই অবস্থায় চট্টগ্রাম হাইকোর্টে 2 জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ৷
চিন্ময়কৃষ্ণের পাশে দাঁড়ান প্রবীণ আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ ৷ তিনি তাঁর হয়ে আদালতে লড়বেন বলে প্রতিশ্রুতি দেন ৷ কিন্তু তিনিও জানিয়েছিলেন যে এই মামলা লড়ার জন্য তিনি চাপে রয়েছেন ৷