ETV Bharat / state

রোষের মুখে রাখির বাঁধনে বাঁধার চেষ্টায় পুলিশ, আস্থা রাখার বার্তা আন্দোলনকারীদের - Raksha Bandhan in RG Kar - RAKSHA BANDHAN IN RG KAR

Raksha Bandhan in RG Kar: আরজি কর-কাণ্ডে তাঁদের বিরুদ্ধে তৈরি হওয়া রোষের মুখে রাখি বেঁধে বার্তা দেওয়ার প্রচেষ্টা চালাল পুলিশ ৷ পুলিশকর্মীদের হাতে রাখি বেঁধে তাঁদের প্রতি আস্থা রাখার বার্তা দিয়েছেন আরজি করে বিক্ষোভরত জুনিয়ার ডাক্তাররা ৷

ETV BHARAT
রোষের মুখে রাখির বাঁধনে বাঁধার চেষ্টায় পুলিশ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 8:04 PM IST

Updated : Aug 19, 2024, 8:12 PM IST

কলকাতা/বাঁকুড়া, 19 অগস্ট: পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কতটা চরমে উঠতে পারে, দিনকয়েক আগেই তা প্রত্যক্ষ করেছে বাংলাদেশ ৷ শেখ হাসিনার সরকারের বিরোধিতায় গড়ে ওঠা গণঅভ্যুত্থানে, আন্দোলনকারীদের রোষের থেকে বাঁচতে ব্যারাকেই আত্মগোপন করেছিলেন প্রতিবেশী দেশের পুলিশকর্মীরা ৷ আরজি কর-কাণ্ডের জেরে সম্প্রতি এপার বাংলাতেও পুলিশের বিরুদ্ধে চলছে চোরা স্রোত ৷ তবে সেসব ছাপিয়ে রাখিবন্ধন উৎসবে আজ এই বাংলায় ধরা পড়ল অন্য ছবি ৷

রোষের মুখে রাখির বাঁধনে বাঁধার চেষ্টায় পুলিশ (নিজস্ব ভিডিয়ো)

রোষের আবহ কাটাতে আজ আরজি কর হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হাতে রাখি পরালেন সেখানে কর্তব্যরত পুলিশকর্মীরা ৷ তাঁদের হাতেও কালো রঙের রাখি পরিয়ে দেন আন্দোলনকারীরা ৷ তাতে লেখা 'উই ওয়ান্ট জাস্টিস' ৷ আর এভাবেই পুলিশের উপর আস্থা রাখার বার্তা দিলেন বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা ৷ তাঁদের আশা, সত্যিটা খুঁজে বের করে সমাজকে রক্ষার দায়িত্ব পালন করবে পুলিশ ৷ এভাবেই রাখিবন্ধনের দিনে পুলিশ ও আন্দোলনকারী মাঝে গড়ে উঠল মানববন্ধন ।

রাখিবন্ধনের কর্মসূচির প্রসঙ্গে এসিপি সুমন্ত বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা খুবই ভালো উদ্যোগ ৷ ডাক্তাররাও এই উদ্যোগকে খুব ভালো ভাবে নিয়েছেন ৷ লোকে যাতে বিচার পায়, তার ব্যবস্থা করারই প্রচেষ্টা করে পুলিশ ৷ মানুষ যাতে সঠিক বিচার পায় সেটাই দেখা পুলিশের কাজ ।"

অপরদিকে, এক জুনিয়র চিকিৎসক বললেন, "আজ ঠিক উৎসব নয় ৷ আজ আমরা সবাই প্রতিবাদের মঞ্চে আছি ৷ রাখিবন্ধন মানে হল রক্ষা করার বন্ধন ৷ আমরা সুরক্ষাটা সবার আগে আশা করি পুলিশ ও প্রশাসনের তরফ থেকে ৷ তাঁরাও যেন আমাদের এই প্রতিবাদের পাশে থাকেন ৷ তাঁরা যেন সমাজকে যথাযথভাবে রক্ষা করেন ৷" অপর এক বিক্ষোভকারী বলেন, "পুলিশের প্রতি তো আমাদের কোনও ক্ষোভ নেই ৷ তাঁরা ছাড়া আমরা সুরক্ষিত নই ৷ তবে যে ঘটনাগুলি ঘটছে, তার পর ক্ষোভ সৃষ্টি হচ্ছে ৷ আমরা চাই তাঁরা সত্যির হয়ে লড়াই করুন ৷ সত্যিটা খুঁজে বের করুন ৷"

এদিন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত চিকিৎসক পড়ুয়ার ছবির সামনেও এদিন একটি রাখি রাখা হয় ।

রাখির মাধ্যমে চিকিৎসক ও পুলিশের মধ্যে ক্ষোভের আবহ দূর করার প্রচেষ্টা দেখা যায় বাঁকুড়াতেও ৷ আজ বাঁকুড়া জেলার রতনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে হাজির হন ওন্দা থানার ওসি বিদ্যুৎ পাল । সেখানে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের হাতে তিনি বেঁধে দিলেন মেলবন্ধনের হাতিয়ার রাখি । তাঁর হাতেও রাখি পরিয়ে দিলেন নার্স ও চিকিৎসকরা ৷

বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম রতনপুর ৷ সেখানকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দিনের বেলায় ডাক্তার থাকলেও রাতের দিকে স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করেন সেখানকার নার্সরা । গভীর রাতে জরুরিকালীন কোনও রোগী এলে অন্ধকারে কোয়ার্টার থেকে বেরিয়ে এসে চিকিৎসা পরিষেবা প্রদান করেন নার্সরা । এই পরিস্থিতিতে আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকতে না-হয় তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার দাবি করলেন নার্সরা ৷ তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিলেন থানার ওসি ৷ দিলেন তাঁর ব্যক্তিগত ফোন নম্বরও । তাঁর আশ্বাস, প্রয়োজনে তিনি নিজে ছুটে আসবেন ৷

কলকাতা/বাঁকুড়া, 19 অগস্ট: পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কতটা চরমে উঠতে পারে, দিনকয়েক আগেই তা প্রত্যক্ষ করেছে বাংলাদেশ ৷ শেখ হাসিনার সরকারের বিরোধিতায় গড়ে ওঠা গণঅভ্যুত্থানে, আন্দোলনকারীদের রোষের থেকে বাঁচতে ব্যারাকেই আত্মগোপন করেছিলেন প্রতিবেশী দেশের পুলিশকর্মীরা ৷ আরজি কর-কাণ্ডের জেরে সম্প্রতি এপার বাংলাতেও পুলিশের বিরুদ্ধে চলছে চোরা স্রোত ৷ তবে সেসব ছাপিয়ে রাখিবন্ধন উৎসবে আজ এই বাংলায় ধরা পড়ল অন্য ছবি ৷

রোষের মুখে রাখির বাঁধনে বাঁধার চেষ্টায় পুলিশ (নিজস্ব ভিডিয়ো)

রোষের আবহ কাটাতে আজ আরজি কর হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হাতে রাখি পরালেন সেখানে কর্তব্যরত পুলিশকর্মীরা ৷ তাঁদের হাতেও কালো রঙের রাখি পরিয়ে দেন আন্দোলনকারীরা ৷ তাতে লেখা 'উই ওয়ান্ট জাস্টিস' ৷ আর এভাবেই পুলিশের উপর আস্থা রাখার বার্তা দিলেন বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা ৷ তাঁদের আশা, সত্যিটা খুঁজে বের করে সমাজকে রক্ষার দায়িত্ব পালন করবে পুলিশ ৷ এভাবেই রাখিবন্ধনের দিনে পুলিশ ও আন্দোলনকারী মাঝে গড়ে উঠল মানববন্ধন ।

রাখিবন্ধনের কর্মসূচির প্রসঙ্গে এসিপি সুমন্ত বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা খুবই ভালো উদ্যোগ ৷ ডাক্তাররাও এই উদ্যোগকে খুব ভালো ভাবে নিয়েছেন ৷ লোকে যাতে বিচার পায়, তার ব্যবস্থা করারই প্রচেষ্টা করে পুলিশ ৷ মানুষ যাতে সঠিক বিচার পায় সেটাই দেখা পুলিশের কাজ ।"

অপরদিকে, এক জুনিয়র চিকিৎসক বললেন, "আজ ঠিক উৎসব নয় ৷ আজ আমরা সবাই প্রতিবাদের মঞ্চে আছি ৷ রাখিবন্ধন মানে হল রক্ষা করার বন্ধন ৷ আমরা সুরক্ষাটা সবার আগে আশা করি পুলিশ ও প্রশাসনের তরফ থেকে ৷ তাঁরাও যেন আমাদের এই প্রতিবাদের পাশে থাকেন ৷ তাঁরা যেন সমাজকে যথাযথভাবে রক্ষা করেন ৷" অপর এক বিক্ষোভকারী বলেন, "পুলিশের প্রতি তো আমাদের কোনও ক্ষোভ নেই ৷ তাঁরা ছাড়া আমরা সুরক্ষিত নই ৷ তবে যে ঘটনাগুলি ঘটছে, তার পর ক্ষোভ সৃষ্টি হচ্ছে ৷ আমরা চাই তাঁরা সত্যির হয়ে লড়াই করুন ৷ সত্যিটা খুঁজে বের করুন ৷"

এদিন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত চিকিৎসক পড়ুয়ার ছবির সামনেও এদিন একটি রাখি রাখা হয় ।

রাখির মাধ্যমে চিকিৎসক ও পুলিশের মধ্যে ক্ষোভের আবহ দূর করার প্রচেষ্টা দেখা যায় বাঁকুড়াতেও ৷ আজ বাঁকুড়া জেলার রতনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে হাজির হন ওন্দা থানার ওসি বিদ্যুৎ পাল । সেখানে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের হাতে তিনি বেঁধে দিলেন মেলবন্ধনের হাতিয়ার রাখি । তাঁর হাতেও রাখি পরিয়ে দিলেন নার্স ও চিকিৎসকরা ৷

বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম রতনপুর ৷ সেখানকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দিনের বেলায় ডাক্তার থাকলেও রাতের দিকে স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করেন সেখানকার নার্সরা । গভীর রাতে জরুরিকালীন কোনও রোগী এলে অন্ধকারে কোয়ার্টার থেকে বেরিয়ে এসে চিকিৎসা পরিষেবা প্রদান করেন নার্সরা । এই পরিস্থিতিতে আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকতে না-হয় তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার দাবি করলেন নার্সরা ৷ তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিলেন থানার ওসি ৷ দিলেন তাঁর ব্যক্তিগত ফোন নম্বরও । তাঁর আশ্বাস, প্রয়োজনে তিনি নিজে ছুটে আসবেন ৷

Last Updated : Aug 19, 2024, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.