ETV Bharat / state

বর্ধমান মেডিক্যালের সঙ্গে কী সম্পর্ক অভীক দে-র ? প্রশ্ন আন্দোলকারী চিকিৎসকদের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Junior Doctors Protest in Burdwan Medical College: জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বিভাজন করার চেষ্টা করছেন চিকিৎসক অভীক দে ৷ বর্ধমান মেডিক্যালের কোনও পদে না-থেকেও কীভাবে হাসপাতালে প্রভাব খাটাচ্ছেন তিনি ? সেই প্রশ্নে আজ বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে স্মারকলিপি জমা দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসক এবং জুনিয়র ডাক্তাররা ৷

Junior Doctors Protest in Burdwan Medical College
বর্ধমান মেডিক্যাল কলেজে অভীক দে-র প্রবেশ বন্ধের দাবি ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 9:12 PM IST

বর্ধমান, 2 সেপ্টেম্বর: বর্ধমান মেডিক্যাল কলেজের সঙ্গে কী সম্পর্ক চিকিৎসক অভীক দে-র ? আজ এই প্রশ্নে হাসপাতালের অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিলেন চিকিৎসক এবং আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ তাঁদের অভিযোগ, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কোনও একসময় ছিলেন এই অভীক দে ৷ কিন্তু, আজও তিনি কোন অধিকারে হাসপাতালের সব বিষয়ে হস্তক্ষেপ করেন ? কীভাবে মেডিক্যাল কলেজের লেকচারার থিয়েটার রুমে বৈঠক করেন ? এসব প্রশ্ন তুলেছেন হাসপাতালের চিকিৎসকদের একাংশ এবং জুনিয়র ডাক্তাররা ৷

বর্ধমান মেডিক্যাল কলেজে অভীক দে-র প্রবেশ বন্ধের দাবি ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, গত 11 অগস্ট বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লেকচারার থিয়েটারে রাত 11টা পর্যন্ত বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার ও পিজিটি-কে নিয়ে বৈঠক করেন অভীক দে ৷ যেখানে নিয়ম অনুযায়ী, সন্ধে সাতটার পর এই লেকচারার থিয়েটার বন্ধ হয়ে যাওয়ার কথা ৷ সেখানে কোন অধিকারে একজন রাত 11টার সময় সেখানে বৈঠক করেন ?

অভিযোগ, সেদিনের ওই বৈঠকে চিকিৎসক পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারদের সামনে অভীক নাকি স্বীকার করেছিলেন, তিনি 9 অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হলে উপস্থিত ছিলেন ৷ তিনি নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার দেহ দেখেছিলেন ৷ বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক গৌরাঙ্গ প্রামাণিকের মতে, অভীক দে না কি দাবি করেছেন, "আরজি করের চিকিৎসক পড়ুয়ার সঙ্গে ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি ৷ আর তাঁর মৃত্যুর দায় কোনও ভাবেই না কি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নয় ৷"

অভিযোগ, এভাবেই বর্ধমান মেডিক্যাল কলেজের আন্দোলনকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছেন চিকিৎসক অভীক দে এবং তাঁর অনুগামীরা ৷ চিকিৎসক গৌরাঙ্গ প্রামাণিক বলেন, "সম্প্রতি বর্ধমান মেডিক্যাল কলেজের জিবি বৈঠকে অভীক দে এবং তাঁর অনুগামীরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের হুমকি দেন ৷ এমনকি কলেজের মধ্যেও তাঁদের হুমকি দিচ্ছে বহিরাগতরা ৷ তাঁদের ভয় দেখানো হয়, আন্দোলনকারীদের হস্টেল থেকে বের করে দেওয়া হবে ৷ পরীক্ষায় বসতে দেওয়া হবে না ৷ তাঁদের রেজিস্ট্রেশন করতে দেওয়া হবে না ৷"

তবে, জুনিয়র ডাক্তাররা সেদিন প্রতিবাদ করেছিলেন ৷ তাঁরা পালটা জানিয়ে দেন, ন্যায্য দাবির আন্দোলন থেকে সরবেন না ৷ তাঁদের ভয় দেখিয়ে আটকে রাখা যাবে না বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা ৷ এদিন এসবের প্রতিবাদে এবং বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অভীক দে-র প্রবেশ বন্ধ করার দাবি তোলা হয়েছে ৷ এই দাবিতে, আজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তাঁরা ৷

বর্ধমান, 2 সেপ্টেম্বর: বর্ধমান মেডিক্যাল কলেজের সঙ্গে কী সম্পর্ক চিকিৎসক অভীক দে-র ? আজ এই প্রশ্নে হাসপাতালের অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিলেন চিকিৎসক এবং আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ তাঁদের অভিযোগ, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কোনও একসময় ছিলেন এই অভীক দে ৷ কিন্তু, আজও তিনি কোন অধিকারে হাসপাতালের সব বিষয়ে হস্তক্ষেপ করেন ? কীভাবে মেডিক্যাল কলেজের লেকচারার থিয়েটার রুমে বৈঠক করেন ? এসব প্রশ্ন তুলেছেন হাসপাতালের চিকিৎসকদের একাংশ এবং জুনিয়র ডাক্তাররা ৷

বর্ধমান মেডিক্যাল কলেজে অভীক দে-র প্রবেশ বন্ধের দাবি ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, গত 11 অগস্ট বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লেকচারার থিয়েটারে রাত 11টা পর্যন্ত বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার ও পিজিটি-কে নিয়ে বৈঠক করেন অভীক দে ৷ যেখানে নিয়ম অনুযায়ী, সন্ধে সাতটার পর এই লেকচারার থিয়েটার বন্ধ হয়ে যাওয়ার কথা ৷ সেখানে কোন অধিকারে একজন রাত 11টার সময় সেখানে বৈঠক করেন ?

অভিযোগ, সেদিনের ওই বৈঠকে চিকিৎসক পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারদের সামনে অভীক নাকি স্বীকার করেছিলেন, তিনি 9 অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার হলে উপস্থিত ছিলেন ৷ তিনি নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার দেহ দেখেছিলেন ৷ বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক গৌরাঙ্গ প্রামাণিকের মতে, অভীক দে না কি দাবি করেছেন, "আরজি করের চিকিৎসক পড়ুয়ার সঙ্গে ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি ৷ আর তাঁর মৃত্যুর দায় কোনও ভাবেই না কি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নয় ৷"

অভিযোগ, এভাবেই বর্ধমান মেডিক্যাল কলেজের আন্দোলনকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছেন চিকিৎসক অভীক দে এবং তাঁর অনুগামীরা ৷ চিকিৎসক গৌরাঙ্গ প্রামাণিক বলেন, "সম্প্রতি বর্ধমান মেডিক্যাল কলেজের জিবি বৈঠকে অভীক দে এবং তাঁর অনুগামীরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের হুমকি দেন ৷ এমনকি কলেজের মধ্যেও তাঁদের হুমকি দিচ্ছে বহিরাগতরা ৷ তাঁদের ভয় দেখানো হয়, আন্দোলনকারীদের হস্টেল থেকে বের করে দেওয়া হবে ৷ পরীক্ষায় বসতে দেওয়া হবে না ৷ তাঁদের রেজিস্ট্রেশন করতে দেওয়া হবে না ৷"

তবে, জুনিয়র ডাক্তাররা সেদিন প্রতিবাদ করেছিলেন ৷ তাঁরা পালটা জানিয়ে দেন, ন্যায্য দাবির আন্দোলন থেকে সরবেন না ৷ তাঁদের ভয় দেখিয়ে আটকে রাখা যাবে না বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা ৷ এদিন এসবের প্রতিবাদে এবং বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অভীক দে-র প্রবেশ বন্ধ করার দাবি তোলা হয়েছে ৷ এই দাবিতে, আজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.