ETV Bharat / state

উবের এখন গ্রিন, কলকাতায় পরিবেশ-বান্ধব পরিষেবা আনল অ্যাপ ক্যাব সংস্থা - Uber Green Electric Cabs

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 3:15 PM IST

Uber Green EV in Kolkata: কলকাতায় নামল উবের গ্রিন ৷ নয়াদিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুর পর এবার কলকাতায় বৈদ্যুতিক ক্যাব আনল জনপ্রিয় বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থা ৷

Uber Green EV in Kolkata
গ্রিন উবের এখন কলকাতায় (এক্স হ্যান্ডেল)

কলকাতা, 20 জুন: কলকাতায় চালু হল উবের গ্রিন ৷ বর্তমানে বিশ্বের 15টি দেশের 100টিরও বেশি শহরে উবের গ্রিন পরিষেবা উপলব্ধ ৷ বৃহস্পতিবার কলকাতাতেও চালু হল জনপ্রিয় বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থার ‘ফ্ল্যাগশিপ পরিষেবা’, বৈদ্যুতিক ক্যাব ৷ যা পরিবেশ বান্ধবতার ক্ষেত্রে সাহায্য করবে ৷

স্ন্যাপ-ই এর পরে, উবের হল দ্বিতীয় অ্যাপনির্ভর ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থা যারা সম্পূর্ণ বৈদ্যুতিক ক্যাব চালাবে ৷ বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘‘আমরা উবের যাত্রা আরও সহজ ও পরিবেশ বান্ধব করে তুলতে বদ্ধপরিকর ৷ এই পরিষেবাটি উবের অ্যাপের মাধ্যমে সহজেই বৈদ্যুতিক ক্যাব বুক করা যাবে ৷ যা কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর এবং অন্যান্য রুট-সহ শহর জুড়ে আরামদায়ক ও পরিবেশ বান্ধব পরিষেবা দিতে প্রস্তুত ।’’ যদিও শহরে কতগুলি ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) নামছে, তার সংখ্যা প্রকাশ্যে আনা হয়নি ৷

একই সঙ্গে সাধারণ ক্যাবের তুলনায় বৈদ্যুতিক ক্যাবের পরিষেবা মূল্যর কী তফাৎ হবে তা এখনও স্পষ্ট নয় ৷ প্রাথমিকভাবে বিশ্বের অন্যান্য শহরে উবেরের বৈদ্যুতিক ক্যাবের পরিষেবামূল্য সামান্য বেশি ৷ উবের 2030 সালের মধ্যে ইউরোপ, উত্তর আমেরিকায় এবং 2040 সালের মধ্যে বিশ্বব্যাপী একটি জিরো কার্বন এমিসন অর্থাৎ পরিবেশ-বান্ধব পরিষেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ ৷

রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘কলকাতার বায়ুর গুণমান (এয়ার ইনডেক্স) উন্নত করা আমাদের সকলের একটি অবশ্য কর্তব্য । কলকাতায় ‘উবের গ্রিন’ পরিষেবা চালু করার জন্য আমি উবেরের প্রশংসা করছি ৷ আমাদের শহরে কার্বন নিঃসরণ কমানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷’’

কলকাতা, 20 জুন: কলকাতায় চালু হল উবের গ্রিন ৷ বর্তমানে বিশ্বের 15টি দেশের 100টিরও বেশি শহরে উবের গ্রিন পরিষেবা উপলব্ধ ৷ বৃহস্পতিবার কলকাতাতেও চালু হল জনপ্রিয় বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থার ‘ফ্ল্যাগশিপ পরিষেবা’, বৈদ্যুতিক ক্যাব ৷ যা পরিবেশ বান্ধবতার ক্ষেত্রে সাহায্য করবে ৷

স্ন্যাপ-ই এর পরে, উবের হল দ্বিতীয় অ্যাপনির্ভর ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থা যারা সম্পূর্ণ বৈদ্যুতিক ক্যাব চালাবে ৷ বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘‘আমরা উবের যাত্রা আরও সহজ ও পরিবেশ বান্ধব করে তুলতে বদ্ধপরিকর ৷ এই পরিষেবাটি উবের অ্যাপের মাধ্যমে সহজেই বৈদ্যুতিক ক্যাব বুক করা যাবে ৷ যা কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর এবং অন্যান্য রুট-সহ শহর জুড়ে আরামদায়ক ও পরিবেশ বান্ধব পরিষেবা দিতে প্রস্তুত ।’’ যদিও শহরে কতগুলি ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) নামছে, তার সংখ্যা প্রকাশ্যে আনা হয়নি ৷

একই সঙ্গে সাধারণ ক্যাবের তুলনায় বৈদ্যুতিক ক্যাবের পরিষেবা মূল্যর কী তফাৎ হবে তা এখনও স্পষ্ট নয় ৷ প্রাথমিকভাবে বিশ্বের অন্যান্য শহরে উবেরের বৈদ্যুতিক ক্যাবের পরিষেবামূল্য সামান্য বেশি ৷ উবের 2030 সালের মধ্যে ইউরোপ, উত্তর আমেরিকায় এবং 2040 সালের মধ্যে বিশ্বব্যাপী একটি জিরো কার্বন এমিসন অর্থাৎ পরিবেশ-বান্ধব পরিষেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ ৷

রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘কলকাতার বায়ুর গুণমান (এয়ার ইনডেক্স) উন্নত করা আমাদের সকলের একটি অবশ্য কর্তব্য । কলকাতায় ‘উবের গ্রিন’ পরিষেবা চালু করার জন্য আমি উবেরের প্রশংসা করছি ৷ আমাদের শহরে কার্বন নিঃসরণ কমানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.