ময়নাগুড়ি, 14 মার্চ: এবারের লোকসভা ভোট কেন্দ্রীয় সরকারকে নির্বাচিত করার ভোট নয়। প্রতিবাদ-প্রতিরোধ এবং প্রতিশোধের ভোট। ময়নাগুড়ির সভা থেকে বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, অভিষেক বলেন এদিনের সভায় খুঁটি পুজো হল। মে মাসে বিজেপির বিসর্জন হবে।
এদিনের অভিষেকের ভাষণের বেশিটা জুডে়ই ছিল কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত করেছে। আর তাই বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে। এই রাজ্যের বিজেপি নেতারাই কেন্দ্রকে টাকা আটকে রাখতে বলেছেন।" এরপর নাম করে বিজেপির তিন সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিষেক। কোচবিহারের নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারের জন বার্লা এবং জলপাইগুড়়ির সাংসদ জয়ন্ত রায়ের নাম উল্লেখ করে অভিষেক দাবি করেন, রাজ্য়ের অন্য অংশের মতো এই তিনটি জায়গাতেও বহু মানুষ কেন্দ্রীয় বঞ্চনার শিকার। তাঁদের জন্য এই তিন সাংসদ কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ বছরে একটিও চিঠি লেখেননি। এমনকী কোনও সভাও করেননি।
এরপরই অভিষেকের দাবি, আগামিদিনে নিজেদের অধিকার বুঝে নিতে হবে। অভিষেকের কথায়, "আপনাদের যাঁকে ইচ্ছা তাঁকে ভোট দিন। কিন্ত অধিকার বুঝে নেওয়ার দাবি মাথায় রেখেই ভোট দেবেন। গতবার আপনারা রাম মন্দিরের কথা মাথায় রেখে ভোট দিয়েছিলেন। এবার দুধের দাম লেবুর দাম 2014 সালের কী ছিল সেটা মাথায় রেখে ভোট দেবেন। "
গত কয়েকদিন ধরেই বিজেপির সমস্ত নেতারাই 'মোদির গ্যারেন্টি' শব্দটির ব্যবহার করছেন। প্রধানমন্ত্রী নিজেও একাধিকবার এই বিষয়ে মন্তব্য করেছেন। এদিন আরও একবার মোদির গ্যারেন্টি প্রসঙ্গে আক্রমণ করলেন অভিষেক। তাঁর কটাক্ষ, "সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে মোদি গ্যারেন্টির কথা বলছেন। আসলে মোদির গ্যারেন্টির মানে জিরো ওয়ারেন্টি।"
আরও পড়ুন: