কলকাতা, 15 অক্টোবর: রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল ও ধর্মতলায় দ্রোহের কার্নিভাল যখন চলছে, সেই সময় মহানগরেই ‘অরাজনৈতিক’ মিছিলে পা মেলালেন বিজেপির বিভিন্নস্তরের নেতা-কর্মীরা ৷ সেই মিছিলের শেষে আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্লোগান তুললেন ‘দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ ৷
সোমবার বিজেপির বিজয়া সম্মিলনীর কর্মসূচিতে অংশ নিতে বীরভূমের সিউড়িতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখান থেকেই তিনি জানিয়েছিলেন যে মঙ্গলবার বিজেপির পতাকা ছাড়াই মিছিলে পা মেলাবেন কলকাতায় ৷ সেই মতোই এ দিনের কর্মসূচিতে শুভেন্দু-সহ বিজেপির বিভিন্নস্তরের নেতারা সামিল হন দলের পতাকা ছাড়াই ৷
কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত এই মিছিল হয় ৷ মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পুড়িয়ে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয় ৷ সেখানে ভাষণ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী আরও একবার দুর্গাপুজোর কার্নিভাল বয়কটের ডাক দেন ৷ চিকিৎসকদের আন্দোলনের পাশে থাকার কথাও বলেন ৷ পাশাপাশি চিকিৎসকদের দাবি পূরণে বিধানসভার অধিবেশন ডাকার দাবিও জানিয়েছেন তিনি ৷
বিরোধী দলনেতা ছাড়াও এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ, দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য, নেতা অর্জুন সিং, যুব মোর্চার সভাপতি চিকিৎসক ইন্দ্রনীল খান, শঙ্কুদেব পণ্ডা, মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র, মিনাদেবী পুরোহিত-সহ বাকি বিজেপি কর্মকর্তারা ।
মিছিল শেষে বিরোধী দলনেতা ‘দিঘা থেকে দার্জিলিং’ আন্দোলনের হুঁশিয়ারিও দেন ৷ একই সঙ্গে তিনি জানান, যেদিন ধর্ষকরা ফাঁসিতে ঝুলবে, সেদিনই হবে প্রকৃত দীপাবলি, কালীপুজো, দুর্গাপুজো এবং কার্নিভাল ।