কলকাতা, 19 ফেব্রুয়ারি: সন্দেশখালিকাণ্ডে নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে এনেছে পুলিশ ৷ এই অভিযোগে রাজ্য পুলিশকে কাঠগড়ায় তুলে জাতীয় মহিলা কমিশনকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই মর্মে সোমবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে চিঠি দেন তিনি। জাতীয় মহিলা কমিশনকে দেওয়া চিঠিতে সুকান্ত মজুমদার উল্লেখ করেছেন, রাজ্য পুলিশ সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে সন্দেশখালির নির্যাতিতার পরিচয় গোপন না-রেখে প্রকাশ্যে নিয়ে এসেছেন।
সন্দেশখালিতে নির্যাতিতেকে যখন ম্যাজিস্ট্রেটের দফতরে নিয়ে আসা হয়, তাঁর জবানবন্দি রেকর্ড করার জন্য সেইসময় রাজ্য পুলিশ একটি ভিডিয়ো করে। পরে সেই ভিডিয়োটি কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলেও পোস্ট করা হয়। আর তাতেই ভিডিয়োতে নির্যাতিতার নাম বলানো হয়েছে এবং তাঁর মুখ দেখানো হয়েছে বলে দাবি সুকান্ত'র। সুকান্তবাবু আরও অভিযোগ, ভিডিয়োতে স্পষ্ট, ওই মহিলাকে জোর করে বলানো হচ্ছে, তিনি রাজ্য পুলিশের সহায়তায় ম্যাজিস্ট্রেটের দফতরে এসেছেন। ঘটনাচক্রে রাজ্য বিজেপি সভাপতির চিঠির প্রসঙ্গটি প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্য়েই কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে ওই বির্তকিত ভিডিয়ো পোস্টটি আর দেখা যাচ্ছে না ৷
প্রসঙ্গত, শনিবার শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু হাজরাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। গ্রেফতারির সময় যে ধারাগুলি দেওয়া হয়েছিল পরে তার সঙ্গে সিআরপিসি 164 গণধর্ষণের ধারাও যুক্ত করা হয়েছে। ওই মহিলার অভিযোগের ভিত্তিতেই শিবু হাজরার ওপর 164 ধারা যুক্ত করা হয়েছে। সুকান্ত মজুমদার চিঠিতে জানিয়েছেন, কলকাতা পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে। রাজ্য পুলিশের ওপর এফআইআর দায়ের করলে শুধুই সময় নষ্ট হবে। তাই তিনি ডিজি রাজীব কুমার এবং যে পুলিশ আধিকারিকরা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানান।
উল্লেখ্য, সোমবার সন্দেশখালিকাণ্ডে জাতীয় মহিলা কমিশন রেখা শর্মা কলকাতায় পা রেখেছেন ৷ তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন ৷
আরও পড়ুন: