বেঙ্গালুরু, 24 নভেম্বর: উন্মুক্ত অর্থনীতির নামে অন্যান্য দেশগুলিকে সুবিধাজনক ক্ষেত্র পেতে সুযোগ করে দেওয়া হয়েছিল, যা বন্ধ করতে হবে বলে শনিবার জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর বেঙ্গালুরুতে 'ইন্ডিয়া আইডিয়া কনক্লেভ'-এ ভার্চুয়ালি বক্তব্য রাখেন ৷ এ বছর ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত কনক্লেভের থিম 'বিল্ডিং ব্র্যান্ড ভারত'।
এই অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, “বিশ্বায়নের নামে, আমরা আসলে উৎপাদন ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছি। ক্ষুদ্র শিল্পগুলি গত 30 বছর ধরে ক্ষতিগ্রস্থ হচ্ছে ৷ তার কারণ, এগুলি অসম প্রতিযোগিতার শিকার হচ্ছে ৷ ভর্তুকিযুক্ত পণ্য দেশে আসছে। আমরা যদি এগুলিকে রক্ষা করতে না পারি, তারা প্রতিযোগিতায় টিকতে পারবে না ৷” জয়শঙ্করের মতে, মোদির 'ব্র্যান্ড ভারত'-এর অধীনে 'মেক ইন ইন্ডিয়া'কে ভিন্নভাবে দেখানো হচ্ছে। তিনি বলেন, “সেমি কন্ডাক্টর শিল্পের দিকে নজর দিতে হবে।”
এই ধরনের একটি উদ্যোগ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রে বিচক্ষণতাপূর্ণ বলেও দাবি করেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রীর কথায়, “আমি বলতে পারি, প্রতিটি এফডিআই আলোচনাতেই আমরা খুব দীর্ঘ, খুব দৃঢ় চিন্তা করি। এফডিআই-এর সামাজিক কাঠামো এবং কর্মসংস্থানের পরিস্থিতি, সেইসঙ্গে জাতীয় নিরাপত্তায় এর প্রভাব নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন ৷ মোদি সরকার কখনওই এফডিআই স্বাক্ষর করবে না যদি এগুলির সমাধান না হয় ।”
বিদেশমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী মোদি দায়িত্ব নেওয়ার পর থেকে, ভারত সত্যিই মধ্যপ্রাচ্যে একটি 'ব্র্যান্ড ভারত' তৈরি করেছে। জয়শঙ্কর বলেন, “আজ, ব্র্যান্ড ভারতকে একটি উচ্চাভিলাষী ব্র্যান্ড হিসাবে দেখা হয়। ভারত সুদৃঢ় সিদ্ধান্ত যেমন গ্রহণ করবে, পাশাপাশি সমসাময়িক বিশ্বের সঙ্গেও যোগাযোগ রাখবে ৷ প্রধানমন্ত্রী মোদির আমলে সত্যিই বড় পরিবর্তন হয়েছে ৷ যে কারণে 'ব্র্যান্ড ভারত' সবার থেকে আলাদা ৷ (পিটিআই)