সুকমা (ছত্তিশগড়), 24 নভেম্বর: ছত্তিশগড়ের নকশাল প্রভাবিত সুকমা জেলায় ফের আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন একজন ডিআরজি সেনা জওয়ান, যিনি এখানে একটি তল্লাশি অভিযানে ছিলেন। আহত জওয়ানকে সুকমা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুকমা পুলিশের এসপি কিরণ চৌহান।
আইইডি বিস্ফোরণে এক সৈন্য আহত: সুকমার এসপি কিরণ চৌহান বলেছেন যে সম্প্রতি সুকমা জেলার চিন্তালনার থানা এলাকার রায়গুডায় একটি নতুন নিরাপত্তা শিবির স্থাপন করা হয়েছে। এই ক্যাম্প থেকে, ডিআরজি-র একটি দল এলাকা আধিপত্যের জন্য আশেপাশের এলাকায় ছিল। এদিকে নকশালদের লাগানো প্রেসার আইইডি বোমা বিস্ফোরিত হয়।
কিরণ চৌহান, এসপি, সুকমা জানান, রবিবার সকাল 11 টা নাগাদ, ডিআরজি-র এক কনস্টেবল, নাম পডিয়াম বিনোদ, রায়গুড়ার জঙ্গলে নকশালদের বসানো একটি আইইডি বোমার (ল্যান্ড মাইন) আঘাতে আহত হন। এই তল্লাশি অভিযানের অন্যান্য সেনা জওয়ানরা তখন গুরুতর জখম ওই ডিআরজি-র কনস্টেবলকে তুলে রায়গুডা ক্যাম্পে নিয়ে যান ৷ ওই ক্যাম্পেই জখম সেনা জওয়ানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর পর ওই জওয়ানকে চিকিৎসার জন্য সুকমা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী লক্ষ্যবস্তু: নকশালরা সবসময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একাধিকবার বামলা চালিয়েছে ৷ এর জন্য অনেকবার তারা আইইডি বোমাও ব্যবহার করেছে। এই সব আইইডি বোমার আঘাতে বহুবার নিরাপত্তা বাহিনীর অনেক জওয়ান গুরুতর জখম হয়েছেন । স্থানীয় আদিবাসী এবং গবাদি পশুরাও এই এলাকার জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রাখা নকশালদের বোমা বা ল্যান্ড মাইনে গুরুতর জখম হয়েছে, প্রাণও হারিয়েছেন অনেকে।