ETV Bharat / state

লোকাল ট্রেনে টিকিটবিহীন সফর রুখতে ছুটির দিনে বিশেষ প্রচার, লিফলেট বিলি রেলের

হাওড়া থেকে শেওড়াফুলির মাঝে পূর্ব রেলের বিশেষ অভিযান ৷ রবিবার সকালে বিভিন্ন স্টেশনে ও ট্রেনে স্পেশাল চেকিং দেওয়া হয় ৷ যাত্রীদের সতর্কও করা হয়েছে ৷

RAILWAY SPECIAL TICKET CHECKING
পূর্ব রেলে টিকিট কাটা নিয়ে যাত্রী সচেতনতায় বিশেষ অভিযান ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

হাওড়া, 24 নভেম্বর: লোকাল ট্রেনে বিনা টিকিটে যাত্রা ঠেকাতে উদ্যোগী পূর্ব রেল ৷ যাত্রীদের সতর্ক করতে ও টিকিট কেটে ট্রেনে সফরের অভ্যাস তৈরি করাতে বিশেষ অভিযান চালানো হল হাওড়া থেকে শেওড়াফুলি জাংশনের মধ্যে ৷ সপ্তাহ শেষে বিশেষ চেকিং দেওয়া হল রেলের তরফে ৷

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিনা টিকিটে সফরকারী যাত্রীদের সতর্ক করার উদ্দেশ্যে এই বিশেষ অভিযান ৷ ট্রেন যাত্রার আগে টিকিট কাটার প্রয়োজনীয়তা বোঝাতে এটা সচেতনতা প্রচার ৷ যাত্রীদের জন্য এই সচেতনতা অভিযানে নেতৃত্ব দেন পূর্ব রেলের জনসংযোগ বিভাগের আধিকারিক এবং কর্মীরা ৷

Railway Special Ticket Checking
হাওড়া ও শেওড়াফুলির মাঝে ট্রেনে রানিং চেক পূর্ব রেলের ৷ (নিজস্ব চিত্র)

হাওড়া থেকে শেওড়াফুলি স্টেশনের মধ্যে বিশেষ প্রচার অভিযানে সহায়তা করে আরপিএফের সিনিয়র ডিএসসি এবং বাণিজ্যিক বিভাগের কর্মীরা ৷ যেখানে সহযোগিতা করেছেন শিয়ালদা সেকশনের সিনিয়র ডিসিএম ৷ এই প্রচার ও অভিযানের মূল লক্ষ্য ছিল সাধারণ যাত্রীদের মধ্যে ট্রেনে ওঠার আগে টিকিট কাটার অভ্যাস তৈরি করা ৷

বিশেষ প্রচার অভিযানে যাত্রীদের বোঝানো হয় যে, সমান দূরত্বে যাত্রার ক্ষেত্রে রেলের ভাড়া সড়ক পরিবহণের তুলনায় অনেক কম ৷ আর এই স্বল্প মূল্যের রেলের টিকিট কেনার সামর্থ্য প্রত্যেকেরই রয়েছে ৷ এমনকি নির্দিষ্ট গন্তব্যের টিকিট কাটার অভ্যাস সম্মানের সঙ্গে ভ্রমণের সুযোগ দেয় বলেও জানানো হয় ৷

Railway Special Ticket Checking
শেওড়াফুলি স্টেশনে রবিবার সকালে স্পেশাল চেকিং ৷ (নিজস্ব চিত্র)

শনিবারেও এই প্রচার চলেছে ৷ সঠিক টিকিট ছাড়া যাত্রী বা টিকিটবিহীন ভ্রমণকারীদের সঙ্গে রেলের আধিকারিক এবং টিকিট পরীক্ষকরা ব্যক্তিগতভাবে কথা বলেন ৷ জনসংযোগ বিভাগের পক্ষ থেকে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে যাত্রার জন্য টিকিট কাটার আহ্বান জানানো হয় ৷ এছাড়াও লিফলেট বিতরণ করা হয় পূর্ব রেলের জনসংযোগ বিভাগের তরফে ৷

Railway Special Ticket Checking
মহিলা সংরক্ষিত কামরায় যাত্রীদের মহিলা টিকিট পরীক্ষা ৷ (নিজস্ব চিত্র)

হাওড়া থেকে শেওড়াফুলি জাংশনের মধ্যে যাত্রীরাও এই প্রচার অভিযানের প্রশংসা করেন ৷ একাংশ যাত্রী জানিয়েছেন, প্রত্যেকের মধ্যে গন্তব্যের সঠিক টিকিট কেটে ট্রেন যাত্রার অভ্যাস তৈরি করাটা খুবই জরুরি ৷ তাঁদের মতে, দিনের শেষে টিকিটের ভাড়ার টাকা রেলের নির্বিঘ্ন পরিষেবা, যাত্রী সুরক্ষা ও স্বচ্ছলতায় ব্যবহার করা হবে ৷

Railway Special Ticket Checking
হাওড়া সেকশনে পূর্ব রেলের বিশেষ টিকিট পরীক্ষা অভিযান ৷ (নিজস্ব চিত্র)

এ নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ভারতীয় রেলের মূল লক্ষ্য শুধুমাত্র বিনা টিকিটে সফরকারীদের জরিমানা করা নয় ৷ বরং, যাত্রীদের মধ্যে ট্রেনের টিকিট কাটার অভ্যাস গড়ে তোলা ৷

হাওড়া, 24 নভেম্বর: লোকাল ট্রেনে বিনা টিকিটে যাত্রা ঠেকাতে উদ্যোগী পূর্ব রেল ৷ যাত্রীদের সতর্ক করতে ও টিকিট কেটে ট্রেনে সফরের অভ্যাস তৈরি করাতে বিশেষ অভিযান চালানো হল হাওড়া থেকে শেওড়াফুলি জাংশনের মধ্যে ৷ সপ্তাহ শেষে বিশেষ চেকিং দেওয়া হল রেলের তরফে ৷

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিনা টিকিটে সফরকারী যাত্রীদের সতর্ক করার উদ্দেশ্যে এই বিশেষ অভিযান ৷ ট্রেন যাত্রার আগে টিকিট কাটার প্রয়োজনীয়তা বোঝাতে এটা সচেতনতা প্রচার ৷ যাত্রীদের জন্য এই সচেতনতা অভিযানে নেতৃত্ব দেন পূর্ব রেলের জনসংযোগ বিভাগের আধিকারিক এবং কর্মীরা ৷

Railway Special Ticket Checking
হাওড়া ও শেওড়াফুলির মাঝে ট্রেনে রানিং চেক পূর্ব রেলের ৷ (নিজস্ব চিত্র)

হাওড়া থেকে শেওড়াফুলি স্টেশনের মধ্যে বিশেষ প্রচার অভিযানে সহায়তা করে আরপিএফের সিনিয়র ডিএসসি এবং বাণিজ্যিক বিভাগের কর্মীরা ৷ যেখানে সহযোগিতা করেছেন শিয়ালদা সেকশনের সিনিয়র ডিসিএম ৷ এই প্রচার ও অভিযানের মূল লক্ষ্য ছিল সাধারণ যাত্রীদের মধ্যে ট্রেনে ওঠার আগে টিকিট কাটার অভ্যাস তৈরি করা ৷

বিশেষ প্রচার অভিযানে যাত্রীদের বোঝানো হয় যে, সমান দূরত্বে যাত্রার ক্ষেত্রে রেলের ভাড়া সড়ক পরিবহণের তুলনায় অনেক কম ৷ আর এই স্বল্প মূল্যের রেলের টিকিট কেনার সামর্থ্য প্রত্যেকেরই রয়েছে ৷ এমনকি নির্দিষ্ট গন্তব্যের টিকিট কাটার অভ্যাস সম্মানের সঙ্গে ভ্রমণের সুযোগ দেয় বলেও জানানো হয় ৷

Railway Special Ticket Checking
শেওড়াফুলি স্টেশনে রবিবার সকালে স্পেশাল চেকিং ৷ (নিজস্ব চিত্র)

শনিবারেও এই প্রচার চলেছে ৷ সঠিক টিকিট ছাড়া যাত্রী বা টিকিটবিহীন ভ্রমণকারীদের সঙ্গে রেলের আধিকারিক এবং টিকিট পরীক্ষকরা ব্যক্তিগতভাবে কথা বলেন ৷ জনসংযোগ বিভাগের পক্ষ থেকে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে যাত্রার জন্য টিকিট কাটার আহ্বান জানানো হয় ৷ এছাড়াও লিফলেট বিতরণ করা হয় পূর্ব রেলের জনসংযোগ বিভাগের তরফে ৷

Railway Special Ticket Checking
মহিলা সংরক্ষিত কামরায় যাত্রীদের মহিলা টিকিট পরীক্ষা ৷ (নিজস্ব চিত্র)

হাওড়া থেকে শেওড়াফুলি জাংশনের মধ্যে যাত্রীরাও এই প্রচার অভিযানের প্রশংসা করেন ৷ একাংশ যাত্রী জানিয়েছেন, প্রত্যেকের মধ্যে গন্তব্যের সঠিক টিকিট কেটে ট্রেন যাত্রার অভ্যাস তৈরি করাটা খুবই জরুরি ৷ তাঁদের মতে, দিনের শেষে টিকিটের ভাড়ার টাকা রেলের নির্বিঘ্ন পরিষেবা, যাত্রী সুরক্ষা ও স্বচ্ছলতায় ব্যবহার করা হবে ৷

Railway Special Ticket Checking
হাওড়া সেকশনে পূর্ব রেলের বিশেষ টিকিট পরীক্ষা অভিযান ৷ (নিজস্ব চিত্র)

এ নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ভারতীয় রেলের মূল লক্ষ্য শুধুমাত্র বিনা টিকিটে সফরকারীদের জরিমানা করা নয় ৷ বরং, যাত্রীদের মধ্যে ট্রেনের টিকিট কাটার অভ্যাস গড়ে তোলা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.