কলকাতা, 17 অক্টোবর: ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) ৷ যার জেরে ব্যাহত হয়ে পড়ে মেট্রো পরিষেবা ৷ বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় ৷
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 20 মিনিট নাগাদ ঘটে ৷ কলকাতা মেট্রোর ব্লু লাইনের কালীঘাট স্টেশনে ডাউন লাইনে যখন মেট্রো প্রবেশ করছিল, সেই সময়ই একজন ঝাঁপ দেন ৷ সঙ্গে সঙ্গে মেট্রোটি দাঁড়িয়ে পড়ে৷ হইচই শুরু হয়ে যায় স্টেশনে ৷
যাত্রীদের হইচই শুনে দৌড়ে আসেন কর্তব্যরত আরপিএফ ও মেট্রো রেলের কর্মীরা ৷ সঙ্গে কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে বন্ধ করে দেওয়া হয় পরিষেবা ৷ কিছুক্ষণ পর দক্ষিণেশ্বর থেকে ময়দান ও মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া) পর্যন্ত শুরু হয় মেট্রো চলাচল ৷
পাশাপাশি যিনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন, তাঁকে উদ্ধার করা হয় ৷ মেট্রোর এখনও যিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন, তার সম্বন্ধে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি ৷ তবে জানানো হয়েছে, যে প্রায় ঘণ্টাখানেক পর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা হয়েছে ৷
কিন্তু যে সময় ঘটনাটি ঘটে, সেটা অফিস যাত্রীদের বাড়ি ফেরার সময়৷ ফলে বহু নিত্যযাত্রীদের দুর্ভোগে নাকাল হতে হয় ৷ অনেকে মেট্রো অপেক্ষা করেন পরিষেবা স্বাভাবিক হওয়ার জন্য ৷ অনেকে আবার পাতালপথ থেকে বেরিয়ে বাস বা অন্য যানবাহনে গন্তব্যের দিকে রওনা দেন ৷ তবে পরিষেবা স্বাভাবিক হওয়ার পরও দীর্ঘক্ষণ মেট্রোয় ভিড় ছিল মারাত্মক ৷
(আত্মহত্যা কোনও সমাধান নয় - যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)