কলকাতা, 23 মে: রবি সন্ধেয় বঙ্গ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'রেমাল'। বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ৷ তা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় 'রেমাল' নামে আছড়ে পড়তে পারে সমতলে ৷ বৃহস্পতিবার সকালে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল এই নিম্নচাপ শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে ৷ আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও শক্তি বাড়িয়ে শনিবার সকালে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
এরপর উত্তর দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ এবং তদসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে 26 মে অর্থাৎ রবিবার প্রবল ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে বলে জানাল হাওয়া অফিস। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে। আজকের মধ্যে সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। 26 মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে। শনিবার এবং রবিবার দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে, 25 থেকে 27 মে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমালের প্রভাব! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি-ঝোড়ো হাওয়া, ষষ্ঠ দফা ভোটে শঙ্কার মেঘ
শনিবার পূর্ব মেদিনীপুরে ষষ্ঠ দফার ভোট। ফলে এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে নির্বাচন কমিশন যেমন বৈঠক করছে তেমনই রাজ্যে বিদ্যুৎ দফতর বৈঠক করছে। আপদকালীন জরুরি পরিষেবার বিষয় নিয়ে প্রশাসনকে তৎপর থাকতে বলা হয়েছে। সকালে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36.1 ডিগ্রি এবং 26.4 ডিগ্রি সেলসিয়াস ৷
আরও পড়ুন: