পুরুলিয়া, 7 এপ্রিল: কলকাতার গঙ্গায় তলিয়ে মৃত্যু হল দুই যুবকের। জানা গিয়েছে, পুরুলিয়ার ওই দুই যুবক কর্মসূত্রে দমদমে থাকত ৷ রবিবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নাথের বাগান ঘাট এলাকায়।
জানা গিয়েছে, এদিন ভোর তিনটে নাগাদ কর্মসূত্রে দমদমে থাকা কয়েকজন যুবক শিবের মূর্তি বিসর্জনের জন্য গঙ্গায় যায়। তারপর সেখানে পা পিছলে গঙ্গায় তলিয়ে যায় সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায় (25)। বন্ধুকে বাঁচাতে গিয়ে বিশাল বিশ্বাসও তলিয়ে যায় বলে খবর। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী দেহদু'টি উদ্ধার করে। দু'জনকেই উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, দুর্ঘটনার খবর পুরুলিয়ায় সৌম্যজিতের বাড়িতে এসে পৌঁছলে মুষড়ে পড়ে পরিবার। মৃতের বাবা শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় জানান, ছোট থেকেই মেধাবী সৌম্যজিৎ। এমবিএ পাশ করার পর কলকাতার একটি ব্যাংকে হিসাবরক্ষকের কাজ করছিল। বন্ধুদের সঙ্গে দমদমে ভাড়া থাকত সে। শনিবার রাত 12টা পর্যন্ত ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছে বলেও জানান ওই যুবকের বাবা।
তিনি বলেন, "ছেলেটাই বাড়ির জন্য সব কিছু খরচ বহন করত। ওর ওপরেই আমরা বেশি নির্ভরশীল ছিলাম। ফ্ল্যাট কেনার জন্য ঋণ নেওয়ারও সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। এদিন ভোর সাড়ে চারটা নাগাদ কলকাতা থেকে ফোনে দুঃসংবাদ আসে সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দাদা সৃজিত বন্দ্যোপাধ্যায়ের কাছে।" খবর পেয়েই কলকাতা রওনা হয়েছেন সৌম্যজিতের বাবা।
সৌম্যজিতরা দুই ভাই। বাবা রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী। পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে জেলা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সে। তারপর বিসিএ পাশ করে কলকাতা থেকে এমবিএ পাশ করে ব্যাংকের চাকরিতে যোগ দেয় সে। সৌম্যজিৎ সাঁতার জানত না বলে জানিয়েছেন তার বাবা।
আরও পড়ুন: