নয়াদিল্লি, 19 নভেম্বর: ভারতে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই কথা জানিয়েছেন ৷ প্রধানমন্ত্রীর 'বন্ধু' বলে সুপরিচিত পুতিন কবে ভারতে আসবেন, তা এখনও জানা যায়নি ৷ শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন পেসকভ ৷
চলতি বছরের জুলাই মাসে রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ তখনই তিনি প্রেসিডেন্ট পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ রাশিয়ার একটি সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ এজেন্সি আয়োজিত আলাপচারিতায় প্রেসিডেন্টের প্রেস সচিব, ভারত ও রাশিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন ৷ তিনি বলেন, "আমরা এই সফরের জন্য মুখিয়ে আছি ৷ দু'তরফে আলোচনার পর শীঘ্রই সেই তারিখ ঠিক করা হবে ৷"
এই বছরের 22-24 অক্টোবর রাশিয়ার কাজানে ব্রিকস গোষ্ঠীর সম্মেলন হয় ৷ ব্রিকস গোষ্ঠীর সদস্য দেশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন ৷ রাশিয়া ও ভারতের সম্পর্ক দীর্ঘ দিনের ৷ প্রেসিডেন্ট পুতিন ও প্রধানমন্ত্রী মোদি একে অপরকে বন্ধু বলে উল্লেখ করে থাকেন ৷
দু'দেশের মধ্যে সম্পর্ক কতটা গভীর, তা বোঝা গিয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মন্তব্যে ৷ দুই রাষ্ট্রনায়ক একে অপরকে এতটাই চেনেন যে, তাঁদের আলাদা করে দোভাষী বা অনুবাদকের দরকার নেই, জানিয়েছিলেন তিনি ৷ 22 অক্টোবর ব্রিকস গোষ্ঠীর সম্মেলনে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রেসিডেন্ট পুতিন মজার ছলেই প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে বলেন, "আপনি কোনও অনুবাদক ছাড়াই আমায় বুঝতে পারবেন ৷"
এই ব্রিকস সম্মেলনেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া ৷ সেই যুদ্ধ এক হাজার দিনে পড়ল, 19 নভেম্বর ৷ চলতি বছরের 9 জুলাই মস্কোয় সফরে গিয়ে এই আলোচনা ও কূটনীতির মাধ্যমে যুদ্ধ শেষের কথা তুলেছিলেন তিনি ৷ পরে অগস্টে ইউক্রেন সফরে গিয়ে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকেও একই কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ যদিও কোনও সমাধান সূত্রই পাওয়া যায়নি ৷
বরং, অতি-সম্প্রতি বিদায় নেওয়ার আগে প্রেসিডেন্ট জো বাইডেন, অতিসম্প্রতি ইউক্রেনকে দীর্ঘ দূরত্বের মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন ৷ এই অস্ত্রের সাহায্যে রাশিয়ার মধ্যে অনেক দূর পর্যন্ত হামলা চালাতে পারবে ইউক্রেন ৷ অন্যদিকে, আজ যুদ্ধের সহস্রতম দিনে দেশের নতুন নিউক্লিয়ার নীতিতে স্বাক্ষর করলেন পুতিন ৷ এই অবস্থায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারত কী পদক্ষেপ করে, সেটাই দেখার ৷