ETV Bharat / state

আরজি করের পর এবার ট্রাম বাঁচাতে পথে আম জনতা, সুবিচারের দাবিতে বিক্ষোভ - PROTEST TO SAVE KOLKATA TRAMS - PROTEST TO SAVE KOLKATA TRAMS

Kolkata's Heritage Trams: শহরের ঐতিহ্য 151 বছরের ট্রামকে বাঁচাতে পথে নামল ট্রাম-প্রেমী আম জনতা। ট্রাম বাঁচাতে ক্যালকাটা ট্রাম ইউজার্স এসোসিয়েশনের পক্ষ থেকে এবং আম জনতা মিলিত ভাবে আজ শ্যামবাজার ট্রাম ডিপোতে একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়।

Kolkata Tram
ট্রামের বিচার চেয়ে পথে আম জনতা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2024, 10:16 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: সম্প্রতি আরজি করের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ সামিল হয়েছে গণ আন্দোলনে ৷ আবার শহরের ঐতিহ্য 151 বছরের ট্রামকে বাঁচাতে পথে নামল ট্রাম-প্রেমী আম জনতা। বৃহস্পতিবার শ্যামবাজার ট্রাম ডিপোতে একটি বিক্ষোভ দেখান অনেকেই ৷

সম্প্রতি ট্রাম বন্ধ হয়ে যাওয়া নিয়ে পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর মন্তব্যের পরেই ট্রাম প্রেমীরা এই পরিবহণ ব্যবস্থাকে বাঁচাতে আগের চেয়ে আরও বৃহৎভাবে সংঘবদ্ধ আন্দোলনে নামার ডাক দিয়েছেন ৷ আজ শ্যামবাজার ট্রাম ডিপোতে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তাঁরা । আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে যেমন নানা আন্দোলন, স্লোগান সৃষ্টি হয়েছে, তেমনই ট্রাম বাঁচাতে ক্যালকাটা ট্রাম ইউজার্স এসোসিয়েশনের পক্ষ থেকে এবং আম জনতা মিলিত ভাবে আজ এই কর্মসূচির ডাক দেয়।

আজ এই জমায়েতে একাধিক পথচলতি মানুষ এসে যোগ দেন এবং ট্রাম যে তাঁদের কাছেও একটা বড় আবেগ, সেটা বুঝিয়ে দেন তাঁরা। ক্যালকাটা ট্রাম ইউজার্স এসোসিয়েশনের এক সদস্য দীপ দাস আজ জমায়েতে বলেন, "ট্রাফিক পুলিশ বারবার বলছে যে, ট্রাম লাইন নাকি নাকি যানজটের সৃষ্টি করে ৷ কথাটা একেবারেই ভুল ৷ কারণ, ট্রাম তার নির্দিষ্ট ট্রাকের উপর দিয়েই চলে ৷ যদি সেই ট্রাকের উপরে অন্যান্য গাড়ি চলে আসে বা সেই ট্রাকের উপরে গাড়ি পার্ক করা হয়, তাহলে ট্রাম চলবে কোথা দিয়ে ? এছাড়াও, বলা হচ্ছে যে ট্রামে নাকি যাত্রী হয় না ৷ তবে যে রুটগুলিতে অনেক সংখ্যক যাত্রী হয়, সেই রুটগুলি আপাতত বন্ধ। এমনকি দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য যেমন থেরুবন্তপুরম এবং কচিতে অত্যাধুনিক ট্রাম চালাবার কথা চিন্তা ভাবনা করছে । এমনকি পাকিস্তানের লাহোরেও ট্রাম চালু করার পরিকল্পনা চলছে। যদি লাহোর নতুন করে ট্রাম চালাবার কথা ভাবতে পারে, তাহলে কলকাতার কাছে সব কিছু থাকার পরেও ট্রাম এই শহর থেকে গুটিয়ে দেওয়ার কথা কেন চিন্তা করা হচ্ছে ?"

ক্যালকাটা ট্রাম ইউজার্স এসোসিয়েশনের আরেক সদস্য সাগ্নিক গুপ্ত বলেন, "ট্রাম বন্ধ হয়ে যেতে পারে খবরটা ছড়িয়ে পড়ার পরেই সাধারণ মানুষ এমনকি যাঁরা কলকাতা থাকেন না, তাঁরাও অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাঁরা তাঁদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। সবাই কলকাতা পুলিশ এবং কলকাতা কর্পোরেশনকেই দ্বায়ী করছেন । যেমন, দুর্গাপুজো বা হাওড়া ব্রিজ শহর কলকাতার একটা সিগনেচার, তেমনই ট্রামও কলকাতার সিগনেচার । আজ বিশ্বের সাড়ে চারশোটা শহর রোমরম করে ট্রাম চালাচ্ছে । তারা তো অনেক উন্নত দেশ ৷ তাহলে নিশ্চই পরিবহণ মাধ্যম হিসেবে ট্রামের উপকারিতা রয়েছে বলেই তারা চালাচ্ছে ৷ অথচ কলকাতায় ট্রাম যা একটি পরিবেশ বান্ধব যান এবং এত কম খরচে শহরের এক প্রান্তর থেকে আরেক প্রান্তে যাত্রীদের পৌঁছে দিচ্ছে, এর উপকারিতাগুলি কেন চোখে পড়ছে না রাজ্য পরিবহণ দফতরের ?"

কলকাতা, 26 সেপ্টেম্বর: সম্প্রতি আরজি করের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ সামিল হয়েছে গণ আন্দোলনে ৷ আবার শহরের ঐতিহ্য 151 বছরের ট্রামকে বাঁচাতে পথে নামল ট্রাম-প্রেমী আম জনতা। বৃহস্পতিবার শ্যামবাজার ট্রাম ডিপোতে একটি বিক্ষোভ দেখান অনেকেই ৷

সম্প্রতি ট্রাম বন্ধ হয়ে যাওয়া নিয়ে পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর মন্তব্যের পরেই ট্রাম প্রেমীরা এই পরিবহণ ব্যবস্থাকে বাঁচাতে আগের চেয়ে আরও বৃহৎভাবে সংঘবদ্ধ আন্দোলনে নামার ডাক দিয়েছেন ৷ আজ শ্যামবাজার ট্রাম ডিপোতে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তাঁরা । আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে যেমন নানা আন্দোলন, স্লোগান সৃষ্টি হয়েছে, তেমনই ট্রাম বাঁচাতে ক্যালকাটা ট্রাম ইউজার্স এসোসিয়েশনের পক্ষ থেকে এবং আম জনতা মিলিত ভাবে আজ এই কর্মসূচির ডাক দেয়।

আজ এই জমায়েতে একাধিক পথচলতি মানুষ এসে যোগ দেন এবং ট্রাম যে তাঁদের কাছেও একটা বড় আবেগ, সেটা বুঝিয়ে দেন তাঁরা। ক্যালকাটা ট্রাম ইউজার্স এসোসিয়েশনের এক সদস্য দীপ দাস আজ জমায়েতে বলেন, "ট্রাফিক পুলিশ বারবার বলছে যে, ট্রাম লাইন নাকি নাকি যানজটের সৃষ্টি করে ৷ কথাটা একেবারেই ভুল ৷ কারণ, ট্রাম তার নির্দিষ্ট ট্রাকের উপর দিয়েই চলে ৷ যদি সেই ট্রাকের উপরে অন্যান্য গাড়ি চলে আসে বা সেই ট্রাকের উপরে গাড়ি পার্ক করা হয়, তাহলে ট্রাম চলবে কোথা দিয়ে ? এছাড়াও, বলা হচ্ছে যে ট্রামে নাকি যাত্রী হয় না ৷ তবে যে রুটগুলিতে অনেক সংখ্যক যাত্রী হয়, সেই রুটগুলি আপাতত বন্ধ। এমনকি দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য যেমন থেরুবন্তপুরম এবং কচিতে অত্যাধুনিক ট্রাম চালাবার কথা চিন্তা ভাবনা করছে । এমনকি পাকিস্তানের লাহোরেও ট্রাম চালু করার পরিকল্পনা চলছে। যদি লাহোর নতুন করে ট্রাম চালাবার কথা ভাবতে পারে, তাহলে কলকাতার কাছে সব কিছু থাকার পরেও ট্রাম এই শহর থেকে গুটিয়ে দেওয়ার কথা কেন চিন্তা করা হচ্ছে ?"

ক্যালকাটা ট্রাম ইউজার্স এসোসিয়েশনের আরেক সদস্য সাগ্নিক গুপ্ত বলেন, "ট্রাম বন্ধ হয়ে যেতে পারে খবরটা ছড়িয়ে পড়ার পরেই সাধারণ মানুষ এমনকি যাঁরা কলকাতা থাকেন না, তাঁরাও অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাঁরা তাঁদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। সবাই কলকাতা পুলিশ এবং কলকাতা কর্পোরেশনকেই দ্বায়ী করছেন । যেমন, দুর্গাপুজো বা হাওড়া ব্রিজ শহর কলকাতার একটা সিগনেচার, তেমনই ট্রামও কলকাতার সিগনেচার । আজ বিশ্বের সাড়ে চারশোটা শহর রোমরম করে ট্রাম চালাচ্ছে । তারা তো অনেক উন্নত দেশ ৷ তাহলে নিশ্চই পরিবহণ মাধ্যম হিসেবে ট্রামের উপকারিতা রয়েছে বলেই তারা চালাচ্ছে ৷ অথচ কলকাতায় ট্রাম যা একটি পরিবেশ বান্ধব যান এবং এত কম খরচে শহরের এক প্রান্তর থেকে আরেক প্রান্তে যাত্রীদের পৌঁছে দিচ্ছে, এর উপকারিতাগুলি কেন চোখে পড়ছে না রাজ্য পরিবহণ দফতরের ?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.