ETV Bharat / state

'স্বাধীনতার পর থেকে বঙ্গে উন্নয়ন হয়নি', কৃষ্ণনগরে সরকারি প্রকল্পের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী

PM Narendra Modi in Nadia: আজ শনিবার কৃষ্ণনগরে সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 11:18 AM IST

Updated : Mar 2, 2024, 12:06 PM IST

স্বাধীনতার পর থেকে বঙ্গে উন্নয়ন হয়নি

কৃষ্ণনগর, 2 মার্চ: 'আমি খোলা মনে অনেক কিছু বলতে চাই', আজও বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার সকালে তিনি বলেন, "সম্ভাবনা থাকলেও বাংলা পিছিয়ে রয়ে গিয়েছে ৷ গত 10 বছরের ওই অভাব পূরণ করতে এই রেল পরিকাঠামোয় জোর দিয়েছি ৷ পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো দ্বিগুণেরও বেশি টাকা খরচ করছি ৷" তিনি আজ চারটি রেল প্রকল্পের উদ্বোধন করলেন ৷ রেলওয়ে, পেট্রেলিয়াম-সহ বেশ কিছু প্রকল্প ছিল ৷ 15 হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, বিদ্যুৎ, সড়ক, রেলের সুযোগ সুবিধা ৷ আজিমগঞ্জ-মুর্শিদাবাদ রেলপ্রকল্পের উদ্বোধন ৷ বাজারসৌ-আজিমগঞ্জ ডবল রেললাইনের উদ্বোধন ৷ রঘুনাথপুরে তাপবিদ্যুৎকেন্দ্রের ফেজ-2 উদ্বোধন করলেন ৷ 11 হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ হবে ৷ আর্থিক উন্নতি হবে ৷

ফরাক্কা-রায়গঞ্জের মধ্যে 12 নম্বর জাতীয় সড়ক উদ্বোধন ৷ 2 হাজার কোটি টাকা খরচ হয়েছে ৷ এই জাতীয় সড়কে যাতায়াতের সুবিধে হবে ৷ এই দূরত্বে 4 ঘণ্টা থেকে আধ ঘণ্টায় কমে আসবে ৷ কালিয়াচক, সুজাপুর, মালদা টাউন যাতায়াতে আরও সুবিধেজনক হবে ৷ কৃষকদের সুবিধে হবে ৷

শুক্রবারই সরকারি প্রকল্পের উদ্বোধনী মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন, "অনেক কিছু বলার আছে ৷ দলীয় মঞ্চে বলব ৷" সেই কথা রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরু থেকেই একদিকে সন্দেশখালি এবং অন্যদিকে দুর্নীতি, দুই ইস্যুকে হাতিয়ার করে একের পর এক তির চালিয়ে গেলেন রাজ্যের শাসকদল তৃণমূলের উদ্দেশে ৷ সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল তো বটেই, এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেও সরাসরি আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ এদিন আরামবাগের সভা থেকে ঠারেঠোরে নরেন্দ্র মোদি বুঝিয়ে দিলেন, সন্দেশখালি ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে বাঁচানোর পিছনে হাত রয়েছে খোদ রাজ্যের শাসকদলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ৷ আর সব শেষে প্রধানমন্ত্রী বললেন, "চোটের জবাব, ভোটে দেবেন মানুষ ৷"

আরও পড়ুন:

  1. ফলের রস-বয়েলড ভেজিটেবলে প্রাতঃরাশ সেরে কৃষ্ণনগরের পথে মোদি
  2. স্রেফ গল্প হয়েছে, মোদি সাক্ষাতের পর জানালেন মমতা
  3. সব সীমা পার তৃণমূলের! মোদির হুঙ্কার 'চোটের জবাব, ভোটে দেবেন মানুষ'

স্বাধীনতার পর থেকে বঙ্গে উন্নয়ন হয়নি

কৃষ্ণনগর, 2 মার্চ: 'আমি খোলা মনে অনেক কিছু বলতে চাই', আজও বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার সকালে তিনি বলেন, "সম্ভাবনা থাকলেও বাংলা পিছিয়ে রয়ে গিয়েছে ৷ গত 10 বছরের ওই অভাব পূরণ করতে এই রেল পরিকাঠামোয় জোর দিয়েছি ৷ পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো দ্বিগুণেরও বেশি টাকা খরচ করছি ৷" তিনি আজ চারটি রেল প্রকল্পের উদ্বোধন করলেন ৷ রেলওয়ে, পেট্রেলিয়াম-সহ বেশ কিছু প্রকল্প ছিল ৷ 15 হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, বিদ্যুৎ, সড়ক, রেলের সুযোগ সুবিধা ৷ আজিমগঞ্জ-মুর্শিদাবাদ রেলপ্রকল্পের উদ্বোধন ৷ বাজারসৌ-আজিমগঞ্জ ডবল রেললাইনের উদ্বোধন ৷ রঘুনাথপুরে তাপবিদ্যুৎকেন্দ্রের ফেজ-2 উদ্বোধন করলেন ৷ 11 হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ হবে ৷ আর্থিক উন্নতি হবে ৷

ফরাক্কা-রায়গঞ্জের মধ্যে 12 নম্বর জাতীয় সড়ক উদ্বোধন ৷ 2 হাজার কোটি টাকা খরচ হয়েছে ৷ এই জাতীয় সড়কে যাতায়াতের সুবিধে হবে ৷ এই দূরত্বে 4 ঘণ্টা থেকে আধ ঘণ্টায় কমে আসবে ৷ কালিয়াচক, সুজাপুর, মালদা টাউন যাতায়াতে আরও সুবিধেজনক হবে ৷ কৃষকদের সুবিধে হবে ৷

শুক্রবারই সরকারি প্রকল্পের উদ্বোধনী মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন, "অনেক কিছু বলার আছে ৷ দলীয় মঞ্চে বলব ৷" সেই কথা রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরু থেকেই একদিকে সন্দেশখালি এবং অন্যদিকে দুর্নীতি, দুই ইস্যুকে হাতিয়ার করে একের পর এক তির চালিয়ে গেলেন রাজ্যের শাসকদল তৃণমূলের উদ্দেশে ৷ সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল তো বটেই, এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেও সরাসরি আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ এদিন আরামবাগের সভা থেকে ঠারেঠোরে নরেন্দ্র মোদি বুঝিয়ে দিলেন, সন্দেশখালি ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে বাঁচানোর পিছনে হাত রয়েছে খোদ রাজ্যের শাসকদলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ৷ আর সব শেষে প্রধানমন্ত্রী বললেন, "চোটের জবাব, ভোটে দেবেন মানুষ ৷"

আরও পড়ুন:

  1. ফলের রস-বয়েলড ভেজিটেবলে প্রাতঃরাশ সেরে কৃষ্ণনগরের পথে মোদি
  2. স্রেফ গল্প হয়েছে, মোদি সাক্ষাতের পর জানালেন মমতা
  3. সব সীমা পার তৃণমূলের! মোদির হুঙ্কার 'চোটের জবাব, ভোটে দেবেন মানুষ'
Last Updated : Mar 2, 2024, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.