ETV Bharat / state

'রাত দখলে আসার পথে দেখলাম পুলিশ ঘুষ খাচ্ছে', অসন্তোষ ঝরে পড়ল প্রতিবাদীর গলায় - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 9:54 AM IST

Protest in Kolkata over RG Kar Incident: পুলিশে কী বিশ্বাস হারাচ্ছেন আমজনতা ? বেশিরভাগ আন্দোলনকারী জানাচ্ছেন, বিভিন্ন বিষয়ে পুলিশের ভূমিকাতে তাঁরা ক্ষুব্ধ ৷ রাত দখলে এসে এক মহিলা অভিযোগ করলেন, ‘‘আসার পথে দেখলাম ঘুষ খাচ্ছে ৷ পুলিশে আর বিশ্বাস নেই ৷’’

RG Kar Protest in Kolkata
শ্যামবাজারের রাতদখল কর্মসূচি (ইটিভি ভারত)

কলকাতা, 5 সেপ্টেম্বর: শ্যামবাজারের রাতদখল কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন বয়সের মানুষ । তাঁদের দাবি, ন্যায়বিচার পাক আরজি কর কাণ্ডের নির্যাতিতা চিকিৎসক । পাশাপাশি তাঁদের কথায় অসন্তোষ স্পষ্ট পুলিশের ভূমিকা নিয়েও । ‘পুলিশের প্রতি আর কোনও বিশ্বাস নেই’, এমনটাই জানিয়েছেন বেশিরভাগ আন্দোলনকারী ।

শ্যামবাজারের রাতদখল কর্মসূচি (ইটিভি ভারত)

নিমতলা থেকে রাত দখলে যোগ দিতে আসা এক ভদ্রমহিলা বলেন, ‘‘আসার পথে দেখলাম পুলিশ ঘুষ খাচ্ছে । কী করে আর পুলিশের উপর ভরসা রাখব ?’’ অন্যদিকে এন্টালি থেকে আসা এক মহিলা বলেন, ‘‘প্রতিবছর এই সময় পুজোর কেনাকাটা করতে ব্যস্ত থাকি । এবার মাথাতেই আসছে না । শুধু মনে হচ্ছে বিচারটা কবে পাব ৷ প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন বাগবাজারের এক বাসিন্দা ৷ ওই মহিলা বলেন, ‘‘আমার জন্ম আরজি কর হাসপাতালে ৷ আর সেখানেই আজ এই ধরনের ঘটনা । খুব খারাপ লাগছে ৷’’

বুধবার শহরের বিভিন্ন জায়গায় রাত দখলের কর্মসূচি নিয়েছিল ‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস’ । আরজি কর হাসপাতালে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে তার বিচারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন বহু মানুষ । চিকিৎসকদের এই কর্মসূচিতেও যোগদান করেছেন বহু সাধারণ মানুষ ।

বুধবার রাতে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাক্তার’-এর ডাকা রাত দখলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বহু সাধারণ মানুষ । কলকাতা শহরের বিভিন্ন জায়গায় রাস্তা দখল করে আন্দোলন চালাচ্ছেন আমজনতা । দাবি আরজি কর কাণ্ডে ন্যায়বিচার । শুধু কলকাতা নয়, তিলোত্তমার গণ্ডি ছাড়িয়ে এই কর্মসূচি পালিত হয়েছে সারা রাজ্য জুড়ে । বিভিন্ন এলাকায় প্রতিবাদে সামিল হয়েছেন হয়েছেন বহু মানুষ ।

আরও পড়ুন:

কলকাতা, 5 সেপ্টেম্বর: শ্যামবাজারের রাতদখল কর্মসূচিতে যোগ দিয়েছেন বিভিন্ন বয়সের মানুষ । তাঁদের দাবি, ন্যায়বিচার পাক আরজি কর কাণ্ডের নির্যাতিতা চিকিৎসক । পাশাপাশি তাঁদের কথায় অসন্তোষ স্পষ্ট পুলিশের ভূমিকা নিয়েও । ‘পুলিশের প্রতি আর কোনও বিশ্বাস নেই’, এমনটাই জানিয়েছেন বেশিরভাগ আন্দোলনকারী ।

শ্যামবাজারের রাতদখল কর্মসূচি (ইটিভি ভারত)

নিমতলা থেকে রাত দখলে যোগ দিতে আসা এক ভদ্রমহিলা বলেন, ‘‘আসার পথে দেখলাম পুলিশ ঘুষ খাচ্ছে । কী করে আর পুলিশের উপর ভরসা রাখব ?’’ অন্যদিকে এন্টালি থেকে আসা এক মহিলা বলেন, ‘‘প্রতিবছর এই সময় পুজোর কেনাকাটা করতে ব্যস্ত থাকি । এবার মাথাতেই আসছে না । শুধু মনে হচ্ছে বিচারটা কবে পাব ৷ প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন বাগবাজারের এক বাসিন্দা ৷ ওই মহিলা বলেন, ‘‘আমার জন্ম আরজি কর হাসপাতালে ৷ আর সেখানেই আজ এই ধরনের ঘটনা । খুব খারাপ লাগছে ৷’’

বুধবার শহরের বিভিন্ন জায়গায় রাত দখলের কর্মসূচি নিয়েছিল ‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস’ । আরজি কর হাসপাতালে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে তার বিচারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন বহু মানুষ । চিকিৎসকদের এই কর্মসূচিতেও যোগদান করেছেন বহু সাধারণ মানুষ ।

বুধবার রাতে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাক্তার’-এর ডাকা রাত দখলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বহু সাধারণ মানুষ । কলকাতা শহরের বিভিন্ন জায়গায় রাস্তা দখল করে আন্দোলন চালাচ্ছেন আমজনতা । দাবি আরজি কর কাণ্ডে ন্যায়বিচার । শুধু কলকাতা নয়, তিলোত্তমার গণ্ডি ছাড়িয়ে এই কর্মসূচি পালিত হয়েছে সারা রাজ্য জুড়ে । বিভিন্ন এলাকায় প্রতিবাদে সামিল হয়েছেন হয়েছেন বহু মানুষ ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.