ETV Bharat / state

বন্ধ আসানসোল হাসপাতালের আউটডোর, সামাজিক স্বার্থে ইমারজেন্সিতে পরিষেবা - RG Kar Doctor Rape and Murder

OPD Services Suspended in Asansol Hospital: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ও সুবিচারের দাবিতে দেশজুড়ে আইএমএ-র ডাকা 24 ঘণ্টার কর্মবিরতি চলছে চিকিৎসকদের ৷ যার সমর্থনে আসানসোল জেলা হাসপাতালেও কর্মবিরতি চলছে জোরদারভাবে ৷ যার জেরে সমস্যায় পড়ছেন দূর থেকে আসা রোগীরা ৷

OPD Services Suspended
আইএমএ-র ডাকা 24 ঘণ্টার কর্মবিরতির জেরে বন্ধ আসানসোল হাসপাতালের আউটডোর ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 4:00 PM IST

Updated : Aug 17, 2024, 9:09 PM IST

আসানসোল, 17 অগস্ট: আইএমএ-র ডাকে 24 ঘণ্টা কর্মবিরতি চলছে চিকিৎসকদের ৷ দক্ষিণবঙ্গের অধিকাংশ সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোর বা ওপিডি পরিষেবা বন্ধ রয়েছে ৷ কোথাও ইমার্জেন্সি বিভাগে চিকিৎসকরা রোগীদের পরিষেবা দিচ্ছেন ৷ কোথাও বিশেষজ্ঞ চিকিৎসকরা ৷ জেনারেল ফিজিশিয়নরা স্বাস্থ্য পরিষেবা সামাল দিচ্ছেন ৷ তেমনই ছবি ধরা পড়ল, আসানসোল জেলা হাসপাতালের জরুরি বিভাগে ৷

আইএমএ-র ডাকা 24 ঘণ্টার কর্মবিরতির জেরে বন্ধ আসানসোল হাসপাতালের আউটডোর ৷ (ইটিভি ভারত)

আইএমএ-র ডাকা চিকিৎসকদের 24 ঘণ্টার কর্মবিরতির জেরে শনিবার সকাল থেকেই বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের ওপিডি পরিষেবা বন্ধ রয়েছে ৷ আসানসোল জেলা হাসপাতালে দেখা গেল আউটডোর পরিষেবা বন্ধ থাকলেও, ইমারজেন্সিতে চিকিৎসকরা রোগী দেখছেন ৷ তবে, সেখানেও হাতে গোনা কয়েকজন চিকিৎসক ৷ আরজি কর হাসপাতালে মহিলা পিজিটি ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় পাঁচ দফা দাবি ও তার সমাধান উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি জারি করে আইএমএ ৷ সেখানেই 17-18 অগস্ট সকাল 6টা থেকে 24 ঘণ্টার কর্মবিরতির কথা ঘোষণা করা হয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে ৷

আসানসোল জেলা হাসপাতাল

আসানসোল জেলা হাসপাতালে গিয়ে দেখা গেল সমস্ত আউটডোরের পরিষেবা বন্ধ রয়েছে ৷ ওপিডি’র টিকিট কাউন্টার ও ওষুধ বিতরণ কেন্দ্র বন্ধ রয়েছে ৷ ফলে দুরদুরান্ত থেকে আসা রোগীরা সমস্যায় পড়েছেন ৷ জেলা হাসপাতালে চিকিৎসা করাতে আসা অধিকাংশ রোগী নিম্নবিত্ত পরিবারের মানুষজন ৷ তাঁদের কাছে অনেক ক্ষেত্রেই খবর পৌঁছয় না বিভিন্ন কারণে ৷ তেমনি একজন রোগী জোসেফ হেমব্রম বলেন, "প্রায় 20 কিলোমিটার দূর কুলটি থেকে এসেছি ৷ জানতাম না আজকে আউটডোর বন্ধ ৷ আগামিকাল রবিবার, সোমবার রাখি পূর্ণিমা ৷ জানি না এই দু’দিন আউটডোর ছুটির কারণে বন্ধ থাকবে কি না ৷ শরীর খারাপ নিয়ে এসেছিলাম ৷ বাড়ি ফিরে যাচ্ছি ৷ কীভাবে চিকিৎসা পরিষেবা পাব জানি না !"

জোসেফ হেমব্রমের মতো অনেকেই দূরদুরান্ত থেকে এসে সমস্যায় পড়েছেন আসানসোল জেলা হাসপাতালে ৷ যদিও, জরুরি পরিষেবার জন্য ইমার্জেন্সি ওয়ার্ড চালু রাখা হয়েছে ৷ সেখানে দেখা গেল দুই চিকিৎসক কাজ করছেন ৷ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ইন্দ্রজিৎ মহন্ত বলেন, "আমরা নির্যাতিতার পরিবারের সঙ্গে আছি ৷ কিন্তু, সামাজিক দায়িত্ব থেকেই আমরা ইমার্জেন্সি ওয়ার্ড চালু রেখেছি ৷"

চিকিৎসক নীতা সরকার বলেন, "আইএমএ-র ডাকা কর্মবিরতির পক্ষে আমরা ৷ কিন্তু, হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে বহু রোগী আসেন ৷ যাদের পরিষেবা দেওয়াটা অত্যন্ত জরুরি ৷ সেই কারণে এই বিভাগে আমরা কাজ করছি ৷" তবে, শুধু আসানসোল জেলা হাসপাতাল নয় ৷ আইএমএ-এর ডাকা এই কর্মবিরতিতে প্রভাব পড়েছে বার্নপুরের ইসকো হাসপাতালেও ৷ সমস্ত ওপিডি বন্ধ করে চিকিৎসক এবং নার্সরা ধরনায় বসেছেন ৷

পূর্ব বর্ধমানের স্বাস্থ্য পরিষেবা

তবে, বর্ধমান মেডিক্যাল কলেজে আজ সকাল থেকে আউটডোর ও জরুরি বিভাগ দুই খোলা ছিল বলে দাবি করেছেন এমএসভিপি ৷ কিন্তু, কাটোয়া মহকুমা হাসপাতাল ও কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে আউটডোর বন্ধ ছিল ৷ শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবা চালু আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ কিছু কিছু ক্ষেত্রে ইমার্জেন্সিতেই ওপিডি সার্ভিস দেওয়া হয়েছে ৷

কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক সুশান্ত মণ্ডল বলেন, "আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সারা দেশ সরব হয়েছে ৷ কিন্তু, কোনও রোগীকে বিপদে ফেলা আমাদের উদ্দেশ্য নয় ৷ সেই কারণে আমরা জরুরি পরিষেবা দেওয়ার চেষ্টা করছি ৷ ওপিডি-তে যে সমস্ত সিডিউল চিকিৎসকেরা থাকেন, তাঁরা ওপিডি-তে না বসলেও হাসপাতালের জরুরি বিভাগ থেকে পরিষেবা দিচ্ছেন ৷

দুর্গাপুর মহকুমা হাসপাতাল

দুর্গাপুর মহকুমা হাসপাতালেও বন্ধ ছিল বহির্বিভাগ এবং অস্ত্রোপচার ৷ বদলে হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা পোস্টার লিখলেন ৷ সেই পোস্টার নিয়ে মহকুমা হাসপাতাল জুড়ে প্রতিবাদ মিছিল করা হয়েছে ৷ যেখানে মহিলা চিকিৎসকদের সংখ্যাটাই বেশি ছিল ৷ বহির্বিভাগের বাইরে পোস্টারে লিখে দেওয়া হয়েছিল, আউটডোর পরিষেবা বন্ধ ৷ সন্তানের চিকিৎসা করাতে আসা বাসন্তী রায় বলেন, "আজ বন্ধ রয়েছে বহির্বিভাগ ৷ ছেলেটা রাত থেকে অসুস্থ রয়েছে, তাই এসেছিলাম হাসপাতলে ৷ চিকিৎসা করাতে না পেরে আমাকে ফিরে যেতে হচ্ছে ৷"

আসানসোল, 17 অগস্ট: আইএমএ-র ডাকে 24 ঘণ্টা কর্মবিরতি চলছে চিকিৎসকদের ৷ দক্ষিণবঙ্গের অধিকাংশ সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোর বা ওপিডি পরিষেবা বন্ধ রয়েছে ৷ কোথাও ইমার্জেন্সি বিভাগে চিকিৎসকরা রোগীদের পরিষেবা দিচ্ছেন ৷ কোথাও বিশেষজ্ঞ চিকিৎসকরা ৷ জেনারেল ফিজিশিয়নরা স্বাস্থ্য পরিষেবা সামাল দিচ্ছেন ৷ তেমনই ছবি ধরা পড়ল, আসানসোল জেলা হাসপাতালের জরুরি বিভাগে ৷

আইএমএ-র ডাকা 24 ঘণ্টার কর্মবিরতির জেরে বন্ধ আসানসোল হাসপাতালের আউটডোর ৷ (ইটিভি ভারত)

আইএমএ-র ডাকা চিকিৎসকদের 24 ঘণ্টার কর্মবিরতির জেরে শনিবার সকাল থেকেই বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের ওপিডি পরিষেবা বন্ধ রয়েছে ৷ আসানসোল জেলা হাসপাতালে দেখা গেল আউটডোর পরিষেবা বন্ধ থাকলেও, ইমারজেন্সিতে চিকিৎসকরা রোগী দেখছেন ৷ তবে, সেখানেও হাতে গোনা কয়েকজন চিকিৎসক ৷ আরজি কর হাসপাতালে মহিলা পিজিটি ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় পাঁচ দফা দাবি ও তার সমাধান উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি জারি করে আইএমএ ৷ সেখানেই 17-18 অগস্ট সকাল 6টা থেকে 24 ঘণ্টার কর্মবিরতির কথা ঘোষণা করা হয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে ৷

আসানসোল জেলা হাসপাতাল

আসানসোল জেলা হাসপাতালে গিয়ে দেখা গেল সমস্ত আউটডোরের পরিষেবা বন্ধ রয়েছে ৷ ওপিডি’র টিকিট কাউন্টার ও ওষুধ বিতরণ কেন্দ্র বন্ধ রয়েছে ৷ ফলে দুরদুরান্ত থেকে আসা রোগীরা সমস্যায় পড়েছেন ৷ জেলা হাসপাতালে চিকিৎসা করাতে আসা অধিকাংশ রোগী নিম্নবিত্ত পরিবারের মানুষজন ৷ তাঁদের কাছে অনেক ক্ষেত্রেই খবর পৌঁছয় না বিভিন্ন কারণে ৷ তেমনি একজন রোগী জোসেফ হেমব্রম বলেন, "প্রায় 20 কিলোমিটার দূর কুলটি থেকে এসেছি ৷ জানতাম না আজকে আউটডোর বন্ধ ৷ আগামিকাল রবিবার, সোমবার রাখি পূর্ণিমা ৷ জানি না এই দু’দিন আউটডোর ছুটির কারণে বন্ধ থাকবে কি না ৷ শরীর খারাপ নিয়ে এসেছিলাম ৷ বাড়ি ফিরে যাচ্ছি ৷ কীভাবে চিকিৎসা পরিষেবা পাব জানি না !"

জোসেফ হেমব্রমের মতো অনেকেই দূরদুরান্ত থেকে এসে সমস্যায় পড়েছেন আসানসোল জেলা হাসপাতালে ৷ যদিও, জরুরি পরিষেবার জন্য ইমার্জেন্সি ওয়ার্ড চালু রাখা হয়েছে ৷ সেখানে দেখা গেল দুই চিকিৎসক কাজ করছেন ৷ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ইন্দ্রজিৎ মহন্ত বলেন, "আমরা নির্যাতিতার পরিবারের সঙ্গে আছি ৷ কিন্তু, সামাজিক দায়িত্ব থেকেই আমরা ইমার্জেন্সি ওয়ার্ড চালু রেখেছি ৷"

চিকিৎসক নীতা সরকার বলেন, "আইএমএ-র ডাকা কর্মবিরতির পক্ষে আমরা ৷ কিন্তু, হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে বহু রোগী আসেন ৷ যাদের পরিষেবা দেওয়াটা অত্যন্ত জরুরি ৷ সেই কারণে এই বিভাগে আমরা কাজ করছি ৷" তবে, শুধু আসানসোল জেলা হাসপাতাল নয় ৷ আইএমএ-এর ডাকা এই কর্মবিরতিতে প্রভাব পড়েছে বার্নপুরের ইসকো হাসপাতালেও ৷ সমস্ত ওপিডি বন্ধ করে চিকিৎসক এবং নার্সরা ধরনায় বসেছেন ৷

পূর্ব বর্ধমানের স্বাস্থ্য পরিষেবা

তবে, বর্ধমান মেডিক্যাল কলেজে আজ সকাল থেকে আউটডোর ও জরুরি বিভাগ দুই খোলা ছিল বলে দাবি করেছেন এমএসভিপি ৷ কিন্তু, কাটোয়া মহকুমা হাসপাতাল ও কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে আউটডোর বন্ধ ছিল ৷ শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবা চালু আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ কিছু কিছু ক্ষেত্রে ইমার্জেন্সিতেই ওপিডি সার্ভিস দেওয়া হয়েছে ৷

কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক সুশান্ত মণ্ডল বলেন, "আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সারা দেশ সরব হয়েছে ৷ কিন্তু, কোনও রোগীকে বিপদে ফেলা আমাদের উদ্দেশ্য নয় ৷ সেই কারণে আমরা জরুরি পরিষেবা দেওয়ার চেষ্টা করছি ৷ ওপিডি-তে যে সমস্ত সিডিউল চিকিৎসকেরা থাকেন, তাঁরা ওপিডি-তে না বসলেও হাসপাতালের জরুরি বিভাগ থেকে পরিষেবা দিচ্ছেন ৷

দুর্গাপুর মহকুমা হাসপাতাল

দুর্গাপুর মহকুমা হাসপাতালেও বন্ধ ছিল বহির্বিভাগ এবং অস্ত্রোপচার ৷ বদলে হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা পোস্টার লিখলেন ৷ সেই পোস্টার নিয়ে মহকুমা হাসপাতাল জুড়ে প্রতিবাদ মিছিল করা হয়েছে ৷ যেখানে মহিলা চিকিৎসকদের সংখ্যাটাই বেশি ছিল ৷ বহির্বিভাগের বাইরে পোস্টারে লিখে দেওয়া হয়েছিল, আউটডোর পরিষেবা বন্ধ ৷ সন্তানের চিকিৎসা করাতে আসা বাসন্তী রায় বলেন, "আজ বন্ধ রয়েছে বহির্বিভাগ ৷ ছেলেটা রাত থেকে অসুস্থ রয়েছে, তাই এসেছিলাম হাসপাতলে ৷ চিকিৎসা করাতে না পেরে আমাকে ফিরে যেতে হচ্ছে ৷"

Last Updated : Aug 17, 2024, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.