ETV Bharat / state

পাঁশকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা ! দুই লরির সংঘর্ষে মৃত 1, আহত 2 - Panskura Road Accident

Trucks Collided in Panskura: পাঁশকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ দুই লরির সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্য হয়েছে একজনের ৷ স্থানীয়দের অভিযোগ, দ্রুত গতির কারণে এই ঘটনা ৷

Trucks Collided in Panskura
পাঁশকুড়ায় পথ দুর্ঘটনা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 9:53 AM IST

পাঁশকুড়া, 25 সেপ্টেম্বর: ভরসন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ দুই লরির সংঘর্ষে মৃত্যু হল 1 জনের ৷ আহত আরও 2 জন ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা এলাকার 16 নম্বর জাতীয় সড়কের উপরে ।

জানা গিয়েছে, মঙ্গলবার উলুবেড়িয়া থেকে খড়গোপুরের দিকে যাচ্ছিল দুই লরি ৷ রাস্তার উপর ব্যারিকেড থাকায় ব্রেক কষে দুর্ঘটনাগ্রস্ত একটি লরি ৷ ঠিক সেই সময় গতি ধরে রাখতে না পেরে পিছন থেকে অপর লরিটি ধাক্কা মার ৷ আর তাতেই ঘটে বিপত্তি ৷ ধাক্কা লাগতেই রাস্তার উপর উলটে যায় সামনের লরিটি ৷ এদিকে, গতি ধরে রাখতে না-পেরে পিছনের লরিটিতে এসে ধাক্কা মারে আর একটি ছোট গাড়ি ৷

দ্রুত গতির কারণে দুর্ঘটনা জানালেন পঞ্চায়েত সহ সভাপতি (ইটিভি ভারত)

ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের ৷ দুর্ঘটনাগ্রস্ত একটি লরির চালক ছিলেন তিনি ৷ গুরুতর আহত হয়েছেন ছোট গাড়ির চালক ও লরির চালক ৷ দুর্ঘটনার পরই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর দেওয়া হয় পাঁশকুড়া থানায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশকর্মীরা ৷ আহতদের উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

Trucks Collided in Panskura
দুই লরির সংঘর্ষ (নিজস্ব চিত্র)

স্থানীয়দের অভিযোগ, দ্রুত গতির কারণে এদিনের এই বিপত্তি ৷ ব্যারিকেড দেখে সামনের লরিটি ব্রেক মারতেই পিছন থেকে আসা লরিটি আর গতিবেগ ধরে রাখতে পারেনি ৷ সজরে ধাক্কা লাগার কারণে দুমড়েমুচড়ে যায় সামনের লরিটি ৷ এদিকে, এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের উপর যানজটের সৃষ্টি হয় ৷

Trucks Collided in Panskura
দুর্ঘটনাগ্রস্ত ছোট গাড়ি (নিজস্ব চিত্র)

পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজিত রায় বলেন, "বন্যা ও বৃষ্টির কারণে রাস্তায় ব্যারিকেড দেওয়া রয়েছে ৷ জাতীয় সড়কের উপর সেই ব্যারিকেড দেখতে পেয়ে ব্রেক করে একটি লরি ৷ সেই সময় দ্রুত গতিতে আসা আর একটি লরি পিছন থেকে এসে তাতে ধাক্কা মারে ৷ একটি লরিতে লোহার বড় বড় পাইপ ছিল ৷ অপর লরিতেও লোহার সরঞ্জাম ছিল ৷" তিনি জানান, পুলিশ লরি দুটিকে নিয়ে গিয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷

পাঁশকুড়া, 25 সেপ্টেম্বর: ভরসন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ দুই লরির সংঘর্ষে মৃত্যু হল 1 জনের ৷ আহত আরও 2 জন ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা এলাকার 16 নম্বর জাতীয় সড়কের উপরে ।

জানা গিয়েছে, মঙ্গলবার উলুবেড়িয়া থেকে খড়গোপুরের দিকে যাচ্ছিল দুই লরি ৷ রাস্তার উপর ব্যারিকেড থাকায় ব্রেক কষে দুর্ঘটনাগ্রস্ত একটি লরি ৷ ঠিক সেই সময় গতি ধরে রাখতে না পেরে পিছন থেকে অপর লরিটি ধাক্কা মার ৷ আর তাতেই ঘটে বিপত্তি ৷ ধাক্কা লাগতেই রাস্তার উপর উলটে যায় সামনের লরিটি ৷ এদিকে, গতি ধরে রাখতে না-পেরে পিছনের লরিটিতে এসে ধাক্কা মারে আর একটি ছোট গাড়ি ৷

দ্রুত গতির কারণে দুর্ঘটনা জানালেন পঞ্চায়েত সহ সভাপতি (ইটিভি ভারত)

ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের ৷ দুর্ঘটনাগ্রস্ত একটি লরির চালক ছিলেন তিনি ৷ গুরুতর আহত হয়েছেন ছোট গাড়ির চালক ও লরির চালক ৷ দুর্ঘটনার পরই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর দেওয়া হয় পাঁশকুড়া থানায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশকর্মীরা ৷ আহতদের উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

Trucks Collided in Panskura
দুই লরির সংঘর্ষ (নিজস্ব চিত্র)

স্থানীয়দের অভিযোগ, দ্রুত গতির কারণে এদিনের এই বিপত্তি ৷ ব্যারিকেড দেখে সামনের লরিটি ব্রেক মারতেই পিছন থেকে আসা লরিটি আর গতিবেগ ধরে রাখতে পারেনি ৷ সজরে ধাক্কা লাগার কারণে দুমড়েমুচড়ে যায় সামনের লরিটি ৷ এদিকে, এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের উপর যানজটের সৃষ্টি হয় ৷

Trucks Collided in Panskura
দুর্ঘটনাগ্রস্ত ছোট গাড়ি (নিজস্ব চিত্র)

পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজিত রায় বলেন, "বন্যা ও বৃষ্টির কারণে রাস্তায় ব্যারিকেড দেওয়া রয়েছে ৷ জাতীয় সড়কের উপর সেই ব্যারিকেড দেখতে পেয়ে ব্রেক করে একটি লরি ৷ সেই সময় দ্রুত গতিতে আসা আর একটি লরি পিছন থেকে এসে তাতে ধাক্কা মারে ৷ একটি লরিতে লোহার বড় বড় পাইপ ছিল ৷ অপর লরিতেও লোহার সরঞ্জাম ছিল ৷" তিনি জানান, পুলিশ লরি দুটিকে নিয়ে গিয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.