ETV Bharat / state

আইপিএল নয়, রাজনীতির ময়দান এখন প্রাইম ফোকাস প্রাক্তন নাইটের - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের প্রস্তুতি ও আইপিএল দুই সমানভাবে চলছে ৷ তারই মধ্যে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন নাইট ইউসুফ পাঠান এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ৷ প্রচারের মাঝে কি আইপিএলের খোঁজ রাখছেন প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান রাজনীতিক ?

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 2:28 PM IST

ভোটপ্রচারের ব্যস্ততায় ইউসুফ পাঠানের জন্য আইপিএল এখন সাইডলাইনে

বহরমপুর, 1 এপ্রিল: 4 মে চতুর্থ দফায় বহরমপুর লোকসভার নির্বাচন ৷ হাতে এখনও একমাসের বেশি সময় ৷ কিন্তু, তা বলে হাত গুটিয়ে বসে থাকার কোনও কারণ নেই ৷ জোরকদমে প্রার্থীদের প্রচার চলছে ৷ পিছিয়ে নেই বহরপুরের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান ৷ দিনরাত বহরমপুরে ছুটে বেড়াচ্ছেন ৷ কিন্তু, নির্বাচনের প্রস্তুতি ও প্রচারের মধ্যে কী আইপিএল নিয়ে খোঁজখবর রাখছেন প্রাক্তন নাইট ক্রিকেটার ?

ইউসুফ পাঠান জানাচ্ছেন, তিনি এখন পুরোপুরি রাজনীতির মঞ্চ নিয়েই ব্যস্ত ৷ লোকসভা নির্বাচনই এখন তাঁর খেলার মাঠ ৷ যেখানে ক্রিকেট মাঠের মতোই চার-ছয় মেরে ক্লিন স্যুইপ করতে চান তিনি ৷ তাই অন্য কোনও দিকে নজর না দিয়ে, শুধুই প্রচারে ব্যস্ত সিনিয়র পাঠান ৷ আর হবে না-বা কেন ! তাঁর প্রতিপক্ষরা তো আর যে-সে নন ৷ দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ তথা প্রদেশ কংগ্রেসে সভাপতি অধীর চৌধুরী বহরমপুরে তাঁর প্রধান প্রতিপক্ষ ৷ এই কেন্দ্রটি 'অধীর গড়' বলেই পরিচিত ৷ যেখানে বিজেপির প্রার্থীও যথেষ্ঠ শক্তিশালী ৷ চিকিৎসক তথা সমাজসেবী নির্মল সাহা ৷

ইউসুফ জানালেন, যদি কখনও সুযোগ পান স্কোর কার্ডটা দেখে নেন ৷ কিন্তু, প্রচারের বাইরেও নির্বাচন নিয়ে একাধিক কাজ থাকে ৷ তাই দু’দন্ড বসার উপায় নেই ৷ ফলে আইপিএল ম্যাচের খোঁজ রাখা এখন একদা আইপিএল তারকা ইউসুফ পাঠানের কাছে বিসালিতা ৷ তবে, হাজারো ব্যস্ততার মধ্যেও রমজান মাসে রোজা পালন করছেন নিয়ম করে ৷ উল্লেখ্য, তাঁকে প্রশ্ন করা হয়, ফিটনেস সচেতন ইউসুফ পাঠান প্রচারের মধ্যে শরীরচর্চা কি করছেন ?

তার জবাবে পাঠান বলেন, "প্রচারের মধ্যে শরীরচর্চা করার সময় একেবারেই পাই না ৷ তবে, রমজান মাস চলছে ৷ নিয়মিত রোজা করছি ৷ এর থেকে ভালো শরীরচর্চা আর হয় না ৷" আর প্রতিপক্ষ শিবিরের প্রার্থীদের নিয়ে তাঁর বার্তা, তিনি প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না ৷ কারণ, তাঁর কাছে রাজনীতির ময়দানের বীরেন্দ্র সেহওয়াগ, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, জাহির খানরা রয়েছে ৷ তাই লোকসভা নির্বাচনে জয়ের জন্য প্রতিপক্ষ নয়, নিজেদের প্রস্তুতি ঠিকঠাক করার কথা বলছেন ইউসুফ পাঠান ৷

আরও পড়ুন:

  1. 'উত্তরবঙ্গে বিজেপি ঝড় শুরু হয়েছে, তাতেই লণ্ডভণ্ড হচ্ছে', ফের বেফাঁস দিলীপ
  2. 'বিশ্বকাপ সবাই ছুঁতে পারে না, বিধিভঙ্গ হলে কমিশন দেখবে'; অধীরকে পালটা ইউসুফের
  3. ভোটপ্রচারে বহরমপুরবাসীকে 5 বছরে ক্রিকেটারদের দেখানোর প্রতিশ্রুতি ইউসুফের

ভোটপ্রচারের ব্যস্ততায় ইউসুফ পাঠানের জন্য আইপিএল এখন সাইডলাইনে

বহরমপুর, 1 এপ্রিল: 4 মে চতুর্থ দফায় বহরমপুর লোকসভার নির্বাচন ৷ হাতে এখনও একমাসের বেশি সময় ৷ কিন্তু, তা বলে হাত গুটিয়ে বসে থাকার কোনও কারণ নেই ৷ জোরকদমে প্রার্থীদের প্রচার চলছে ৷ পিছিয়ে নেই বহরপুরের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান ৷ দিনরাত বহরমপুরে ছুটে বেড়াচ্ছেন ৷ কিন্তু, নির্বাচনের প্রস্তুতি ও প্রচারের মধ্যে কী আইপিএল নিয়ে খোঁজখবর রাখছেন প্রাক্তন নাইট ক্রিকেটার ?

ইউসুফ পাঠান জানাচ্ছেন, তিনি এখন পুরোপুরি রাজনীতির মঞ্চ নিয়েই ব্যস্ত ৷ লোকসভা নির্বাচনই এখন তাঁর খেলার মাঠ ৷ যেখানে ক্রিকেট মাঠের মতোই চার-ছয় মেরে ক্লিন স্যুইপ করতে চান তিনি ৷ তাই অন্য কোনও দিকে নজর না দিয়ে, শুধুই প্রচারে ব্যস্ত সিনিয়র পাঠান ৷ আর হবে না-বা কেন ! তাঁর প্রতিপক্ষরা তো আর যে-সে নন ৷ দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ তথা প্রদেশ কংগ্রেসে সভাপতি অধীর চৌধুরী বহরমপুরে তাঁর প্রধান প্রতিপক্ষ ৷ এই কেন্দ্রটি 'অধীর গড়' বলেই পরিচিত ৷ যেখানে বিজেপির প্রার্থীও যথেষ্ঠ শক্তিশালী ৷ চিকিৎসক তথা সমাজসেবী নির্মল সাহা ৷

ইউসুফ জানালেন, যদি কখনও সুযোগ পান স্কোর কার্ডটা দেখে নেন ৷ কিন্তু, প্রচারের বাইরেও নির্বাচন নিয়ে একাধিক কাজ থাকে ৷ তাই দু’দন্ড বসার উপায় নেই ৷ ফলে আইপিএল ম্যাচের খোঁজ রাখা এখন একদা আইপিএল তারকা ইউসুফ পাঠানের কাছে বিসালিতা ৷ তবে, হাজারো ব্যস্ততার মধ্যেও রমজান মাসে রোজা পালন করছেন নিয়ম করে ৷ উল্লেখ্য, তাঁকে প্রশ্ন করা হয়, ফিটনেস সচেতন ইউসুফ পাঠান প্রচারের মধ্যে শরীরচর্চা কি করছেন ?

তার জবাবে পাঠান বলেন, "প্রচারের মধ্যে শরীরচর্চা করার সময় একেবারেই পাই না ৷ তবে, রমজান মাস চলছে ৷ নিয়মিত রোজা করছি ৷ এর থেকে ভালো শরীরচর্চা আর হয় না ৷" আর প্রতিপক্ষ শিবিরের প্রার্থীদের নিয়ে তাঁর বার্তা, তিনি প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না ৷ কারণ, তাঁর কাছে রাজনীতির ময়দানের বীরেন্দ্র সেহওয়াগ, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, জাহির খানরা রয়েছে ৷ তাই লোকসভা নির্বাচনে জয়ের জন্য প্রতিপক্ষ নয়, নিজেদের প্রস্তুতি ঠিকঠাক করার কথা বলছেন ইউসুফ পাঠান ৷

আরও পড়ুন:

  1. 'উত্তরবঙ্গে বিজেপি ঝড় শুরু হয়েছে, তাতেই লণ্ডভণ্ড হচ্ছে', ফের বেফাঁস দিলীপ
  2. 'বিশ্বকাপ সবাই ছুঁতে পারে না, বিধিভঙ্গ হলে কমিশন দেখবে'; অধীরকে পালটা ইউসুফের
  3. ভোটপ্রচারে বহরমপুরবাসীকে 5 বছরে ক্রিকেটারদের দেখানোর প্রতিশ্রুতি ইউসুফের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.