ETV Bharat / state

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্ন, অর্ণবের পাখির চোখ আপাতত পিএইচডি - Arnab Dam Gets Admission in PhD

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 6:02 PM IST

Arnab Dam PhD: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হল অর্ণব দামের ৷ এরপর তিনি জানান, আপাতত তাঁর পাখির চোখ পিএইচডি ৷ একসময় মাওবাদী নেতা কিষাণজির ঘনিষ্ঠ অর্ণব আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়তেন ৷ পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ জেল থেকেই পরীক্ষা দিয়ে তিনি প্রথম হন ৷

Arnab Dam will concentrate to PhD
পিএইচডিতে ভর্তি হলেন অর্ণব দাম (ইটিভি ভারত)

বর্ধমান, 19 জুলাই: অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি'র ছাত্র হলেন অর্ণব দাম ৷ শুক্রবার সরকারিভাবে তাঁর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় ৷ অর্ণবের কথায়, "পিএইচডির প্রক্রিয়া সবে তো শুরু হল ৷ পিএইচডি হওয়ার পরে ইচ্ছেটা পূরণ হবে ৷"

উল্লেখ্য, ইতিহাসে পিএইচডি করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিয়েছিলেন মাওবাদী নেতা অর্ণব দাম ৷ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেই প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন অর্ণব দাম ৷ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মোট 250 জন এই পরীক্ষায় বসেছিলেন ৷ তাঁদের মধ্যে প্রথম হয়েছেন অর্ণব ৷ এরপরেই তাঁর ভর্তি নিয়ে জটিলতা তৈরি হয় ৷

পুলিশ সূত্রে খবর, নিহত মাওবাদী নেতা কিষাণজির ঘনিষ্ঠ ছিলেন অর্ণব দাম ওরফে বিক্রম ৷ শিলদাই এফআর ক্যাম্পে হামলা-সহ একাধিক মাওবাদী হামলায় তাঁর নাম জড়ায় ৷ 2012 সালে আসানসোল থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷ জেল থেকেই পরীক্ষা দিয়ে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ৷ এছাড়া তিনি জেল থেকেই স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)-এ উত্তীর্ণ হন ৷

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডঃ সৈয়দ তানভির নাসরিন অর্ণব প্রসঙ্গে বলেন, "অতীত কিংবা নতুন ভবিষ্যৎ এইভাবে বিষয়টিকে আমরা দেখছি না ৷ কারণ তার অতীতের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই ৷ তাঁকে যেদিন থেকে দেখেছি, একজন স্কলার হিসেবেই দেখেছি ৷ তাঁর কোনও আত্মবিশ্বাসের ঘাটতি দেখিনি ৷"

তিনি আরও জানান, লাইব্রেরিতে কোন কোন বই কীভাবে পড়তে হবে, সেই সব বিষয় নিয়েও আলোচনা হয়েছে অর্ণবের সঙ্গে । আগামী সপ্তাহ থেকে দু'দিন ক্লাস হবে ৷ সামাজিক ইতিহাসের কোনও বিষয় নিয়ে তিনি গবেষণা করবেন ৷ এখনও গাইড ঠিক হয়নি ৷ এখন কোর্স ওয়ার্কের পর্ব চলছে ৷ কোর্স ওয়ার্কের পরে গাইড ঠিক করা হবে ৷

ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান বলেন, "এখন যেহেতু তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাই লাইব্রেরি ব্যবহার করার ক্ষেত্রে তাঁর কোনও বাধা নেই ৷ পিএইচডি যাঁরা করবেন, তাঁরা মাস্টার্স করার পরে গবেষণা করতে আসবেন, ফলে পুলিশ থাকলে তাঁদের কোনও ভয় পাওয়ার প্রশ্ন উঠতে পারে না ৷"

অন্যদিকে অর্ণব দাম বলেন, "আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাকে পিএইচডি করতে দিন ৷ তারপর আপনারা আসুন ৷ পিএইচডি করার প্রক্রিয়া তো সবে শুরু হল ৷ লক্ষ্য পূরণ হবে পিএইচডি করার পরে ৷ আপাতত আমাকে পড়াশোনাটা করতে দিন ৷"

বর্ধমান, 19 জুলাই: অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি'র ছাত্র হলেন অর্ণব দাম ৷ শুক্রবার সরকারিভাবে তাঁর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় ৷ অর্ণবের কথায়, "পিএইচডির প্রক্রিয়া সবে তো শুরু হল ৷ পিএইচডি হওয়ার পরে ইচ্ছেটা পূরণ হবে ৷"

উল্লেখ্য, ইতিহাসে পিএইচডি করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিয়েছিলেন মাওবাদী নেতা অর্ণব দাম ৷ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেই প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন অর্ণব দাম ৷ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মোট 250 জন এই পরীক্ষায় বসেছিলেন ৷ তাঁদের মধ্যে প্রথম হয়েছেন অর্ণব ৷ এরপরেই তাঁর ভর্তি নিয়ে জটিলতা তৈরি হয় ৷

পুলিশ সূত্রে খবর, নিহত মাওবাদী নেতা কিষাণজির ঘনিষ্ঠ ছিলেন অর্ণব দাম ওরফে বিক্রম ৷ শিলদাই এফআর ক্যাম্পে হামলা-সহ একাধিক মাওবাদী হামলায় তাঁর নাম জড়ায় ৷ 2012 সালে আসানসোল থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷ জেল থেকেই পরীক্ষা দিয়ে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ৷ এছাড়া তিনি জেল থেকেই স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)-এ উত্তীর্ণ হন ৷

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডঃ সৈয়দ তানভির নাসরিন অর্ণব প্রসঙ্গে বলেন, "অতীত কিংবা নতুন ভবিষ্যৎ এইভাবে বিষয়টিকে আমরা দেখছি না ৷ কারণ তার অতীতের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই ৷ তাঁকে যেদিন থেকে দেখেছি, একজন স্কলার হিসেবেই দেখেছি ৷ তাঁর কোনও আত্মবিশ্বাসের ঘাটতি দেখিনি ৷"

তিনি আরও জানান, লাইব্রেরিতে কোন কোন বই কীভাবে পড়তে হবে, সেই সব বিষয় নিয়েও আলোচনা হয়েছে অর্ণবের সঙ্গে । আগামী সপ্তাহ থেকে দু'দিন ক্লাস হবে ৷ সামাজিক ইতিহাসের কোনও বিষয় নিয়ে তিনি গবেষণা করবেন ৷ এখনও গাইড ঠিক হয়নি ৷ এখন কোর্স ওয়ার্কের পর্ব চলছে ৷ কোর্স ওয়ার্কের পরে গাইড ঠিক করা হবে ৷

ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান বলেন, "এখন যেহেতু তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাই লাইব্রেরি ব্যবহার করার ক্ষেত্রে তাঁর কোনও বাধা নেই ৷ পিএইচডি যাঁরা করবেন, তাঁরা মাস্টার্স করার পরে গবেষণা করতে আসবেন, ফলে পুলিশ থাকলে তাঁদের কোনও ভয় পাওয়ার প্রশ্ন উঠতে পারে না ৷"

অন্যদিকে অর্ণব দাম বলেন, "আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাকে পিএইচডি করতে দিন ৷ তারপর আপনারা আসুন ৷ পিএইচডি করার প্রক্রিয়া তো সবে শুরু হল ৷ লক্ষ্য পূরণ হবে পিএইচডি করার পরে ৷ আপাতত আমাকে পড়াশোনাটা করতে দিন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.