কলকাতা, 10 মার্চ: বিচারব্য়বস্থার চেয়ারে এতদিন কেউটে বসেছিল, নাম না নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ মমতার ৷ ব্রিগেড মঞ্চে ততক্ষণে নেত্রী মমতার স্লোগান জোড়াল ৷ ঠিক একদিন আগে শিলিগুড়িতে মোদির সভায় প্রথম বক্তা ছিলেন সদ্য় বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ যাঁর প্রথম লাইন ছিল- নোট ভোট টু তৃণমূল ৷ এবার সেই অভিজিতকেই মমতার ঘুরিয়ে কটাক্ষ, বিচারব্যবস্থার প্রতি তাঁর সম্মান থাকলেও, কেউটে হয়ে যিনি এতদিন চেয়ারে ছিলেন তাঁকে তিনি সম্মান করেন না ৷
কোথায় দাঁড়িয়ে মোদির দেশ, প্রশ্ন ছুঁড়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড থেকে ছত্রে ছত্রে কটাক্ষ ছুড়লেন ৷ যেখানে রান্নার গ্যাসের দাম থেকে এনআরপসি, বাদ পড়ল না কোনওকিছু ৷ যে প্রসঙ্গ টেনেছেন মোদি , সেই নিয়েই কড়া জবাব দিলেন তৃণমূল নেত্রী ৷ নারী দিবসের দিন গ্যাসের দাম কমানোকে হাতিয়াড় করেই মমতার জবাবা, রাজ্য সরকারের দেওয়া বিনামূল্যের চাল ফুটছে মোদির হাজার টাকার গ্যাসে ৷
ব্রিগেডের অত্যাধুনিকে নীল মঞ্চে মমতার আগেই এসেছেন অভিষেক ৷ চমক ছিল মঞ্চেই, চমক ছিল অভিষেকের বক্তব্যে, তারপরই এলেন তৃণমূল নেত্রী ৷ নিজের সংক্ষিপ্ত বক্তব্যে মমতা গুরুত্ব দিলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের হঠাৎ পদত্যাগকেও ৷ মমতার সরাসরি দাবি, নির্বাচন কমিশনারের পদত্যাগ প্রমাণ করে কতটা ভোট লুটের পথে বিজেপি ৷
ব্রিগেডের মঞ্চে মমতার নিশানায় নরেন্দ্র মোদি থাকলেও, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে তাঁর অবস্থান খুব অল্প কথায় স্পষ্ট করেছে তিনি ৷ তৃণমূলের জনগর্জন সভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান আকর্ষণ, তা বুঝিয়েছেন ব্রিগেডে আসা অজস্র মানুষ ৷ মমতাও নিরাশ করেননি ৷ বক্তব্য রাখার আগে নেত্রী প্রযুক্তির চমক থাকা ব্রিগেড মঞ্চের ব়্যাম্পে হাঁটলেন, হাত নাড়লেন, শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করলেন ৷
যেখানে মাত্র নয় দিনে চার চারটে সভা বাংলাতেই করেন নরেন্দ্র মোদি, সেখানে মমতার কটাক্ষ, "ভোটের আগেই মোদির বাংলায় আসার হিড়িক, এতগুলো দিন বাংলার উপর নজরই ছিল না, বাংলা থেকে মণিপুর পুরোপুরি অবহেলিত ৷"
এনআরসি নিয়েও মমতার হুঙ্কার আরও একবার ৷ ব্রিগেড মঞ্চ থেকেই জানালেন বাংলায় এনআরসি নয়, আধার কার্ড বাতিল নয় ৷ জননেত্রী হিসেবে লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক - বাংলার গর্জন, বিজেপিকে বিসর্জন ৷
আরও পড়ুন