ETV Bharat / state

চড়ছে ভোটের পারদ, প্রচারে এসে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক - Lok Sabha Elections

Protest Against BJP MLA: 100 দিনের কাজের টাকা এখনও মেলেনি ৷ এই অভিযোগে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাল কোচবিহারের শীতলকুচির বাসিন্দারা ৷

Protest
প্রচারে এসে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 3:36 PM IST

কোচবিহার, 26 মার্চ: দুয়ারে লোকসভা নির্বাচন ৷ অথচ 100 দিনের বকেয়া টাকা ও আবাস যোজনার টাকা এখনও পাওয়া যায়নি ৷ এবার এই অভিযোগে ভোট প্রচারে এসে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন ৷ সোমবার বিকেলে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে প্রচারে যান তিনি ৷ ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফক্কোরেরহাট এলাকায় পৌঁছতেই বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা ৷ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।

প্রথমদিকে বিধায়কের নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের থামাতে চেষ্টা করে। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না-আসায় খবর দেওয়া হয় শীতলকুচি থানায় ৷ অবশেষে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বিক্ষোভকারীদের বক্তব্য, "আমরা সাধারণ বাসিন্দা। 100 দিনের কাজের টাকা পাইনি। ঘর বরাদ্দ হলেও টাকা দেয়নি। আজকে ভোট চাইতে আসায় বিক্ষোভ দেখিয়েছি।" অন্য়দিকে ঘটনায় তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি ৷ তাদের অভিযোগ, তৃণমূলের নেতাদের প্ররোচনায় কিছু ব্যক্তি এলাকায় অশান্তি করার চেষ্টা করে।

শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন বলেন, "এদিন শালবাড়িতে ভোট প্রচারে গিয়েছিলাম। বাড়ি বাড়ি ভোট প্রচার করছিলাম। হঠাৎ করেই তৃণমূলের মদতে কিছু মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে। লোকসভা নির্বাচনে ভালো ফল হবে না এটা বুঝতে পেরেই তারা এই গন্ডগোল করছে।"

যদিও বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, "পুরোটাই ভিত্তিহীন অভিযোগ। কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি সাধারণ মানুষের বিক্ষোভ অনেকদিনের। 100 দিনের কাজ করেও টাকা পায়নি। ঘর বরাদ্দ হলেও টাকা দেয়নি কেন্দ্র। তাই হয়তো মানুষ এদিন বিক্ষোভ দেখিয়েছে।"

আরও পড়ুন:

  1. শ্রীরামপুরে কল্যাণকে 'বোল্ড' করার হুঁশিয়ারি প্রাক্তন জামাই কবীরশঙ্করের
  2. প্রচারে বেরিয়ে গানে গানে তৃণমূল প্রার্থীকে আক্রমণ বিজেপি প্রার্থী অসীম সরকারের
  3. ভোটপ্রচারে বহরমপুরবাসীকে 5 বছরে ক্রিকেটারদের দেখানোর প্রতিশ্রুতি ইউসুফের

কোচবিহার, 26 মার্চ: দুয়ারে লোকসভা নির্বাচন ৷ অথচ 100 দিনের বকেয়া টাকা ও আবাস যোজনার টাকা এখনও পাওয়া যায়নি ৷ এবার এই অভিযোগে ভোট প্রচারে এসে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন ৷ সোমবার বিকেলে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে প্রচারে যান তিনি ৷ ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফক্কোরেরহাট এলাকায় পৌঁছতেই বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা ৷ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।

প্রথমদিকে বিধায়কের নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের থামাতে চেষ্টা করে। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না-আসায় খবর দেওয়া হয় শীতলকুচি থানায় ৷ অবশেষে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বিক্ষোভকারীদের বক্তব্য, "আমরা সাধারণ বাসিন্দা। 100 দিনের কাজের টাকা পাইনি। ঘর বরাদ্দ হলেও টাকা দেয়নি। আজকে ভোট চাইতে আসায় বিক্ষোভ দেখিয়েছি।" অন্য়দিকে ঘটনায় তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি ৷ তাদের অভিযোগ, তৃণমূলের নেতাদের প্ররোচনায় কিছু ব্যক্তি এলাকায় অশান্তি করার চেষ্টা করে।

শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন বলেন, "এদিন শালবাড়িতে ভোট প্রচারে গিয়েছিলাম। বাড়ি বাড়ি ভোট প্রচার করছিলাম। হঠাৎ করেই তৃণমূলের মদতে কিছু মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে। লোকসভা নির্বাচনে ভালো ফল হবে না এটা বুঝতে পেরেই তারা এই গন্ডগোল করছে।"

যদিও বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, "পুরোটাই ভিত্তিহীন অভিযোগ। কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি সাধারণ মানুষের বিক্ষোভ অনেকদিনের। 100 দিনের কাজ করেও টাকা পায়নি। ঘর বরাদ্দ হলেও টাকা দেয়নি কেন্দ্র। তাই হয়তো মানুষ এদিন বিক্ষোভ দেখিয়েছে।"

আরও পড়ুন:

  1. শ্রীরামপুরে কল্যাণকে 'বোল্ড' করার হুঁশিয়ারি প্রাক্তন জামাই কবীরশঙ্করের
  2. প্রচারে বেরিয়ে গানে গানে তৃণমূল প্রার্থীকে আক্রমণ বিজেপি প্রার্থী অসীম সরকারের
  3. ভোটপ্রচারে বহরমপুরবাসীকে 5 বছরে ক্রিকেটারদের দেখানোর প্রতিশ্রুতি ইউসুফের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.