ETV Bharat / state

ঘূর্ণাবর্তের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা - West Bengal Weather Update

Bengal Rain Forecast: আগামী 7 দিন রাজ্যজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস ৷ বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ৷ ভারী বর্ষণের সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে ৷

Bengal Rain Forecast
প্রতীকী ছবি (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 7:56 AM IST

Updated : Aug 1, 2024, 9:39 AM IST

কলকাতা, 1 অগস্ট: রাজ্যজুড়ে আগামী সাতদিন বৃষ্টি চলবে। আগামী সাত দিন রাজ্যের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি কিংবা ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও সাগর দ্বীপের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত হতে পারে ৷ এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।

রাজ্যজুড়ে আগামী সাতদিন বৃষ্টি চলবে (ইটিভি ভারত)

বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ৷ ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে। হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে সেটা শুধুমাত্র শুধু কালিম্পং জেলাতে হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ।

আগামিকাল, অর্থাৎ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পঙে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ৷

বুধবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94 শতাংশ ৷ সর্বনিম্ন পরিমাণ ছিল 80 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 4.7 মিলিমিটার ৷

কলকাতা, 1 অগস্ট: রাজ্যজুড়ে আগামী সাতদিন বৃষ্টি চলবে। আগামী সাত দিন রাজ্যের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি কিংবা ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও সাগর দ্বীপের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত হতে পারে ৷ এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত।

রাজ্যজুড়ে আগামী সাতদিন বৃষ্টি চলবে (ইটিভি ভারত)

বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ৷ ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে। হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে সেটা শুধুমাত্র শুধু কালিম্পং জেলাতে হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ।

আগামিকাল, অর্থাৎ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। এদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পঙে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ৷

বুধবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94 শতাংশ ৷ সর্বনিম্ন পরিমাণ ছিল 80 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 4.7 মিলিমিটার ৷

Last Updated : Aug 1, 2024, 9:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.