কলকাতা, 7 সেপ্টেম্বর: শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, নদীয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে আজ উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থেক এখনই নিস্তার নেই বঙ্গবাসীর ৷ আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷
আগামিকাল অর্থাৎ রবিবার দুই মেদিনীপুর ছাড়া গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই ৷ সোমবার অর্থাৎ 9 সেপ্টেম্বর হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা এবং গাঙ্গেয় বঙ্গের দুই মেদিনীপুরে ৷ মঙ্গল এবং বুধবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাজ্যের কয়েকটি জেলায় ৷
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভুত হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ৷ আবহাওয়াবিদরা বলছেন পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে, যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে, তা কতটা বঙ্গ উপকুলের কাছাকাছি থাকবে তা নিয়ে এখনই নিশ্চিত নন আবহবিদরা।
তাই আপাতত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় গুলিতে ৷ বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম এখনই কমার সম্ভাবনা নেই ৷ এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা যা এতদিন দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় ছিল, এখন তার বর্তমান অবস্থান সিকিম এবং হিমালয়ের পাদদেশে ৷ ফলে বিহার ও ওড়িশায় ভালো বৃষ্টি হলেও গাঙ্গেয় বঙ্গ এবং পাহাড়ে সেভাবে বৃষ্টি হচ্ছে না।
শুক্রবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 87 শতাংশ এবং সর্বনিম্ন 54 শতাংশ।