তারকেশ্বর, 3 অগস্ট: কিছুক্ষণের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বাড়ি, গাছপালা থেকে ক্ষেতের ফসল । ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি ও বড় বড় গাছ । শনিবার বিকেল 5টা নাগাদ এমনই টর্নেডো দেখা গেল তারকেশ্বরের দামোদর সংলগ্ন জিয়ারা গ্রামে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বিপর্যয় মোকাবিলার দল ও দমকলবাহিনী । তবে এখনও পর্যন্ত মোট ক্ষতির পরিমাণ জানা যায়নি ।
স্থানীয় বাসিন্দা দেবাশিস দাস ও সঞ্জীব কুমার দাস বলেন, "কয়েক মিনিটের ঝড় লন্ডভন্ড করে দিয়ে গেছে গোটা এলাকা । বড় গাছ থেকে ক্ষেতের ফসল নষ্ট হয়েছে ৷ চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে । প্রথমে একটা দমকা ঝড় ওঠে । তারপরেই নিচে থেকে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় । তাতেই গাছের ডাল সব ভেঙে উড়িয়ে নিয়ে যায় । বেশ কয়েকটা বড় গাছ ও বাড়ির চাল উড়িয়ে নিয়ে ফেলে দেয় । এখন গাছ কেটে সরিয়ে দিচ্ছে দমকলকর্মীরা ।"
এই বিষয়ে সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজকুমার সাঁতরা বলেন, "বিকেল পাঁচটা নাগাদ হঠাৎ করেই ঝড় শুরু হয় ৷ আমি পঞ্চায়েতে ছিলাম ৷ বাড়ি থেকে ফোন করা হয় । সন্তোষপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার প্রায় কুড়িটি বাড়ির ঘরের চাল উড়ে গিয়েছে ৷ পনেরোটা বড় গাছ ভেঙে পড়েছে ৷ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বীভৎস ক্ষয়ক্ষতি হয়েছে । বিদ্যুৎ বিভাগ, দমকল ও পুলিশে খবর দিলে তারা এসে উদ্ধার কাজ শুরু করে ।