ETV Bharat / state

আন্দোলনের জেরে পরিষেবায় গাফিলতি, ছেলের মৃত্যুতে চিকিৎসকদের কাঠগড়ায় তুললেন মা - RG Kar Doctor Rape And Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Youth Patient Dies due to Doctors Agitation: জুনিয়র চিকিৎসকরা দ্রুত কাজে ফিরুন ৷ আর যেন কোনও মায়ের কোল না খালি হয় ৷ চিকিৎসা পরিষেবায় গাফিলতির জেরে ছেলেকে হারিয়ে আর্তি মায়ের ৷

Patient Dies in SSKM Hospital
এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতির জেরে রোগী মৃত্যু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 10:31 PM IST

রিষড়া, 8 সেপ্টেম্বর: মায়ের কিডনি নিজের শরীরে প্রতিস্থাপিত হওয়ার পর নতুন জীবনের স্বপ্ন দেখা শুরু করেছিল রাজীব । কিন্তু বছর দশেক পর ফের শারীরিক সমস্যা দেখা দেওয়ায় ভর্তি হতে হয় এসএসকেএম হাসপাতালে । এই হাসপাতালই এক সময়ে তাঁকে নতুন জীবন দিয়েছিল । কিন্তু আন্দোলনের জেরে সেই হাসপাতালেরই অচলাবস্থা পরিস্থিতিতে জীবন চলে গেল ওই যুবকের ৷ রবিবার এমনটাই দাবি করেছে পরিবার । বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজীব দেবের (33)। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে ছেলের ক্যাথিটার পর্যন্ত পাল্টানো হয়নি বলে অভিযোগ মায়ের ।

মৃত যুবকের মা ও দিদির বক্তব্য (ইটিভি ভারত)
হুগলির রিষড়ার পদ্মপুকুর বাগপাড়ার দম্পতি সীমা ও স্বপনের একমাত্র সন্তান ছিল রাজীব । স্বপনবাবু একটি হোসিয়ারি কারখানার সামান্য শ্রমিক । সীমাদেবী গৃহবধূ । কলেজের প্রথম বর্ষে পড়ার সময়েই রাজীবের কিডনির সমস্যা ধরা পড়ে । এরপর পড়াশোনা বন্ধ করে শুরু হয় চিকিৎসা । এসএসকেএম হাসপাতালে সীমার একটি কিডনি প্রতিস্থাপিত হয় ছেলে রাজীবের শরীরে । এরপর সুস্থ হয়ে ওঠেন রাজীব । ফের শুরু হয় পড়াশোনা । প্রথমে স্নাতক তারপর কম্পিউটারের কোর্স । জীবনে উচ্চাকাঙ্ক্ষা নিয়েই দরিদ্র পরিবারের রাজীব এগিয়ে চলছিলেন ।

কিন্তু প্রায় এক দশক সুস্থ থাকার পর গত মাসের শুরুতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি । গত 2 অগস্ট এসএসকেএম হাসপাতালের নেফ্রোলজি বিভাগে রাজীবকে ভর্তি করা হয় । মায়ের দাবি, শুরুতে ঠিকঠাকই চিকিৎসা চলছিল । কিন্তু স্বাধীনতা দিবসের দিন থেকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তীব্রতর হয় । একই সঙ্গে সুচিকিৎসার অভাব দেখা দিতে শুরু করে । ক্রমেই হাসপাতালের ভিতরে চিকিৎসকদের উপস্থিতি কমতে থাকে বলে অভিযোগ । গত 5 সেপ্টেম্বর হাসপাতালে নিজের শয্যাতেই মারা যান রাজীব ।

এই বিষয়ে মৃত রাজীবের পরিবারের অভিযোগ, আরজি কর কাণ্ডের পর থেকে অচলাবস্থার জেরে সুচিকিৎসা হচ্ছে না কলকাতার মেডিক্যাল কলেজগুলিতে । যার ফল এই মৃত্যু ৷ অনেকেই এভাবে মারা যাচ্ছেন ৷ অবিলম্বে চিকিৎসকরা কাজে ফিরুন ৷ আর যেন কোনও মায়ের কোল না খালি হয় ৷

রিষড়া, 8 সেপ্টেম্বর: মায়ের কিডনি নিজের শরীরে প্রতিস্থাপিত হওয়ার পর নতুন জীবনের স্বপ্ন দেখা শুরু করেছিল রাজীব । কিন্তু বছর দশেক পর ফের শারীরিক সমস্যা দেখা দেওয়ায় ভর্তি হতে হয় এসএসকেএম হাসপাতালে । এই হাসপাতালই এক সময়ে তাঁকে নতুন জীবন দিয়েছিল । কিন্তু আন্দোলনের জেরে সেই হাসপাতালেরই অচলাবস্থা পরিস্থিতিতে জীবন চলে গেল ওই যুবকের ৷ রবিবার এমনটাই দাবি করেছে পরিবার । বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজীব দেবের (33)। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে ছেলের ক্যাথিটার পর্যন্ত পাল্টানো হয়নি বলে অভিযোগ মায়ের ।

মৃত যুবকের মা ও দিদির বক্তব্য (ইটিভি ভারত)
হুগলির রিষড়ার পদ্মপুকুর বাগপাড়ার দম্পতি সীমা ও স্বপনের একমাত্র সন্তান ছিল রাজীব । স্বপনবাবু একটি হোসিয়ারি কারখানার সামান্য শ্রমিক । সীমাদেবী গৃহবধূ । কলেজের প্রথম বর্ষে পড়ার সময়েই রাজীবের কিডনির সমস্যা ধরা পড়ে । এরপর পড়াশোনা বন্ধ করে শুরু হয় চিকিৎসা । এসএসকেএম হাসপাতালে সীমার একটি কিডনি প্রতিস্থাপিত হয় ছেলে রাজীবের শরীরে । এরপর সুস্থ হয়ে ওঠেন রাজীব । ফের শুরু হয় পড়াশোনা । প্রথমে স্নাতক তারপর কম্পিউটারের কোর্স । জীবনে উচ্চাকাঙ্ক্ষা নিয়েই দরিদ্র পরিবারের রাজীব এগিয়ে চলছিলেন ।

কিন্তু প্রায় এক দশক সুস্থ থাকার পর গত মাসের শুরুতেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি । গত 2 অগস্ট এসএসকেএম হাসপাতালের নেফ্রোলজি বিভাগে রাজীবকে ভর্তি করা হয় । মায়ের দাবি, শুরুতে ঠিকঠাকই চিকিৎসা চলছিল । কিন্তু স্বাধীনতা দিবসের দিন থেকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তীব্রতর হয় । একই সঙ্গে সুচিকিৎসার অভাব দেখা দিতে শুরু করে । ক্রমেই হাসপাতালের ভিতরে চিকিৎসকদের উপস্থিতি কমতে থাকে বলে অভিযোগ । গত 5 সেপ্টেম্বর হাসপাতালে নিজের শয্যাতেই মারা যান রাজীব ।

এই বিষয়ে মৃত রাজীবের পরিবারের অভিযোগ, আরজি কর কাণ্ডের পর থেকে অচলাবস্থার জেরে সুচিকিৎসা হচ্ছে না কলকাতার মেডিক্যাল কলেজগুলিতে । যার ফল এই মৃত্যু ৷ অনেকেই এভাবে মারা যাচ্ছেন ৷ অবিলম্বে চিকিৎসকরা কাজে ফিরুন ৷ আর যেন কোনও মায়ের কোল না খালি হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.