ETV Bharat / state

'পরিবেশ থমথমে', রাজ্যের আইনশৃংখলা নিয়ে উদ্বেগে রাজ্যপাল - law and order situation in Bengal

Governor C V Ananda Bose: রাজ্যের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে শিলিগুড়িতে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি এ ব্যাপারে সরকার ও পুলিশকে তৎপর হতে বলেছেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 7:55 PM IST

শিলিগুড়ি, 20 ফেব্রুয়ারি: রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজ্যের আইনশৃংখলা বজায় রাখার জন্য ও মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকার ও পুলিশকে তৎপর হতে বলেছেন তিনি ৷

চোপড়ায় বালি চাপা পরে মৃত চার শিশুর পরিবারের সঙ্গে মঙ্গলবার দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এরপর শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে পৌঁছন রাজ্যের সাংবিধানিক প্রধান । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ খোলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

রাজ্যপাল বলেন, "রাজ্যের আইনশৃংখলার পরিস্থিতি এখন থমথমে । রাজ্যে আইনাশৃংখলা যাতে বজায় থাকে এবং মানুষের আস্থা যাতে পুনরায় কায়েম হয় সেজন্য রাজ্য সরকার, পুলিশ ও প্রশাসনকে সঠিক ও পরিকল্পিত পদক্ষেপ করতে হবে ।"

চোপড়ার শিশুমৃত্যু নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল রাজ্যের শাসকদল ৷ রাজ্যপাল তাদের আশ্বাস দিয়েছিলেন যে তিনি চোপড়ায় যাবেন ৷ সেই মতোই আজ চোপড়ায় মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি কথা বলেন শিশুগুলির পরিবারের সঙ্গে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ রাজ্যপাল বলেন, "চোপড়ায় চার মৃত শিশুর পরিবারদের নিয়ে আমি চিন্তিত । আমি সেখানে গিয়েছি শুধুমাত্র স্বজন হারানোদের পরিবার ও তাঁদের নিকটাত্মীয়দের পরিস্থিতি জানতে । আমি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আলোচনা করে কিছু পদক্ষেপ করেছি । আমি বিএসএফ আধিকারিকদের সঙ্গেও কথা বলেছি । তারাও ইতিবাচক পদক্ষেপ করেছে । মানুষের ক্ষোভ ও অভাব অভিযোগ নিরসনে বিএসএফও পদক্ষেপ করছে ।"

শিলিগুড়ি স্টেট গেস্ট হাউস থেকে আজ রাতের ট্রেনে কলকাতা ফিরবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

আরও পড়ুন:

  1. আজ আসছেন রাজ্যপাল, সোমে চোপড়ায় মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বললেন চন্দ্রিমা
  2. মঙ্গলে চোপড়ায় রাজ্যপাল, আজ রাতের ট্রেনেই রওনা দেবেন
  3. চোপড়া-সন্দেশখালি কাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, রাজ্যপাল আশ্বাস দিয়েছেন; দাবি তৃণমূলের

শিলিগুড়ি, 20 ফেব্রুয়ারি: রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজ্যের আইনশৃংখলা বজায় রাখার জন্য ও মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকার ও পুলিশকে তৎপর হতে বলেছেন তিনি ৷

চোপড়ায় বালি চাপা পরে মৃত চার শিশুর পরিবারের সঙ্গে মঙ্গলবার দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এরপর শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে পৌঁছন রাজ্যের সাংবিধানিক প্রধান । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ খোলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

রাজ্যপাল বলেন, "রাজ্যের আইনশৃংখলার পরিস্থিতি এখন থমথমে । রাজ্যে আইনাশৃংখলা যাতে বজায় থাকে এবং মানুষের আস্থা যাতে পুনরায় কায়েম হয় সেজন্য রাজ্য সরকার, পুলিশ ও প্রশাসনকে সঠিক ও পরিকল্পিত পদক্ষেপ করতে হবে ।"

চোপড়ার শিশুমৃত্যু নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল রাজ্যের শাসকদল ৷ রাজ্যপাল তাদের আশ্বাস দিয়েছিলেন যে তিনি চোপড়ায় যাবেন ৷ সেই মতোই আজ চোপড়ায় মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি কথা বলেন শিশুগুলির পরিবারের সঙ্গে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ রাজ্যপাল বলেন, "চোপড়ায় চার মৃত শিশুর পরিবারদের নিয়ে আমি চিন্তিত । আমি সেখানে গিয়েছি শুধুমাত্র স্বজন হারানোদের পরিবার ও তাঁদের নিকটাত্মীয়দের পরিস্থিতি জানতে । আমি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আলোচনা করে কিছু পদক্ষেপ করেছি । আমি বিএসএফ আধিকারিকদের সঙ্গেও কথা বলেছি । তারাও ইতিবাচক পদক্ষেপ করেছে । মানুষের ক্ষোভ ও অভাব অভিযোগ নিরসনে বিএসএফও পদক্ষেপ করছে ।"

শিলিগুড়ি স্টেট গেস্ট হাউস থেকে আজ রাতের ট্রেনে কলকাতা ফিরবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

আরও পড়ুন:

  1. আজ আসছেন রাজ্যপাল, সোমে চোপড়ায় মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বললেন চন্দ্রিমা
  2. মঙ্গলে চোপড়ায় রাজ্যপাল, আজ রাতের ট্রেনেই রওনা দেবেন
  3. চোপড়া-সন্দেশখালি কাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, রাজ্যপাল আশ্বাস দিয়েছেন; দাবি তৃণমূলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.