হাওড়া, 22 জুন: দিন পাঁচেক আগে শিলিগুড়ির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা দিয়েছিল মালগাড়ি। সেই দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। এর মধ্যেই শনিবার ফের হাওড়া লাইনের বালিটিকুরির শেখপাড়ার কাছে একটি মালগাড়ির ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটল ৷
এদিন হঠাৎ ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায় ৷ যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ভট্টনগরের দিক থেকে সাঁতরাগাছির দিকে মালগাড়িটি যাচ্ছিল। ওই মালগাড়ির সঙ্গে দু'টি ইঞ্জিন ছিল। আচমকা তারই একটিতে আগুন লাগে। যদিও কীভাবে ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তারা আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। অত্যধিক গরমের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । তবে ওই লাইনে যাতে ট্রেন চলাচলে বিঘ্ন না ঘটে তার সবরকম ব্যবস্থা করা হয়েছিল। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করে ওই লাইনে মালগাড়িটিতে সচল করার চেষ্টা করা হয়। তবে ফের মালগাড়িতে এই বিপত্তিকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠছে। তবে কি রেল চলাচলে যে যন্ত্র ব্যবহার করা হয় তার সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না? আর তার জন্যই কি এই ধরনের বিপত্তি ক্রমশ বাড়ছে? উঠছে একাধিক প্রশ্ন ৷
এদিকে, এক দমকল আধিকারিক বলেন, "আগুন লাগার পরে আমরা এসেছি। আগুন লাগার কারণ বলতে পারব না। খবর পাওয়ার পর আমাদের দু'টি গাড়ি আসে। দেখি আগুন জ্বলছে। আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। পাশাপাশি স্থানীয় লোকজনরা প্রচুর সহযোগিতা করেছেন। কোনও হতাহতের খবর নেই। বিশেষজ্ঞরা এসেছেন। তাঁরা দেখছেন।" কীভাবে আগুন লেগেছে সেটা তাঁরা বলতে পারবেন না বলে জানিয়েছেন তিনি ৷