ETV Bharat / state

ফালাকাটায় শিশু খুনের 3 দিন পর নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের, তথ্যপ্রমাণ লোপাট ? - ALIPURDUAR MURDER CASE

সোমবার দুপুরে 3 সদস্যের এক ফরেন্সিক দল ফালাকাটার ঘটনাস্থলে এসে নুমনা সংগ্রহ করে । ফরেন্সিক বিশেষজ্ঞকে ছাড়া নাবালিকার ময়নতদন্ত করার অভিযোগ উঠেছে ৷

forensic team
নমুনা সংগ্রহ করছে ফরেন্সিক দল (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2024, 7:56 PM IST

আলিপুরদুয়ার, 4 নভেম্বর: ফালাকাটায় নাবালিকাকে খুন-কাণ্ডে ঘটনার তিনদিন পর নমুনা সংগ্রহ করল তিনজনের ফরেন্সিক দল । এই ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা ৷

তিনি বলেন, "ফালাকাটার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক । নাবালিকাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, এটা আমরা স্বপ্নেও চিন্তা করতে পারিনি । আজকে তিনদিন পার হয়ে গিয়েছে, তারপরে এখানে ফরেন্সিক দলকে পাঠানো হয়েছে । রাজ্য সরকার পরিকল্পনামাফিক তথ্য প্রমাণগুলোকে নষ্ট করে লোক দেখানোর জন্য এখানে ফরেন্সিক দলকে পাঠিয়েছে ৷ যাতে কোনও সঠিক রেজাল্ট না আসে । আমরা চাই আইনশৃঙ্খলা আরও মজবুত হোক ৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ।"

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা (ইটিভি ভারত)

শুক্রবার বাড়ির কাছে একটি পুকুর থেকে শিশুর দেহ উদ্ধার হয়েছিল ফালাকাটায় ৷ ঘটনায় মূল অভিযুক্ত মনা রায়ের গণপ্রহারে মৃত্যু হয় ৷ এরপরেই পুলিশের কাছে গিয়ে আরেক অভিযুক্ত ভক্ত রায় (38) আত্মসমর্পণ করেন ৷ তাকে গ্রেফতার করে ফালাকাটা থানার পুলিশ ।

এই মর্মান্তিক ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় । স্থানীয়রা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । ঘটনার পর দিন অর্থাৎ শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানে গিয়ে তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি নিহত শিশুকন্যার দেহের ময়নাতদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন ।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ফরেন্সিক বিশেষজ্ঞকে ছাড়াই শিশুটির দেহের ময়নাতদন্ত করা হয়েছে । শুক্রবার রাতেই কোচবিহার মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য ওই মৃত শিশুর দেহ নিয়ে আসা হয় । মেডিক্যাল কলেজের পক্ষ থেকে তিনজন চিকিৎসকের একটি টিম গঠন করে ময়নাতদন্ত করা হয় । সেখানে একজন চাইল্ড স্পেশালিস্ট, একজন প্যাথলজিস্ট এবং একজন গাইনোকোলজিস্টকে রাখা হয়েছিল । কোচবিহার মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিশেষজ্ঞ অসুস্থ থাকার কারণে এই টিম তৈরি করে ময়নাতদন্ত করা হয় বলে জানা যায় ।

সোমবার দুপুরে 3 সদস্যের এক ফরেন্সিক দল এসে পৌঁছয় ঘটনাস্থলে । আলিপুরদুয়ার জেলা পুলিশের তরফে ঘিরে রাখা ঘটনাস্থল থেকে ফরেনসিক দল বিভিন্ন নমুনা সংগ্রহ করে । এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, ফরেন্সিক বিশেষজ্ঞ ছাড়াই কী করে ময়নাতদন্ত করা হল শিশু কন্যাটির ৷ পাশাপাশি ঘটনার তিনদিন পর কেন সেখানে এল ফরেন্সিক দল ?

ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, "এটা আসলে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা ৷ এই ঘটনা নিয়ে যে সরকার খুব বেশি সিরিয়াস নয়, সেই বিষয়টাই এখানে প্রকাশ পাচ্ছে । শিশুকন্যার দেহ কোচবিহারে তারা ময়নাতদন্তের জন্য নিয়ে গেল ৷ কিন্তু দেখা গেল কোচবিহারে কোনও ফরেন্সিক বিশেষজ্ঞ ছিল না । সাধারণ চিকিৎসকদের দিয়েই ময়নাতদন্ত করানো হল ।"

অন্যদিকে, রবিবার বিকেলে কুমারগ্রামের নির্যাতিতা 9 বছরের নাবালিকাকে দেখতে হাসপাতালে যান আলিপুরদুয়ারের বিজেপির সাংসদ মনোজ টিগ্গা ও কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ । সাংসদ ও বিধায়ক জেলা হাসপাতালে গিয়ে ওই নাবালিকার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নেন । সেসময় মনোজ টিগ্গা বলেন, আলিপুরদুয়ারে একের এক ধর্ষণের ঘটনা রাজ্য নেতৃত্বদের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন তিনি ৷ পাশাপাশি ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন এই বিজেপি সাংসদ ৷

আলিপুরদুয়ার, 4 নভেম্বর: ফালাকাটায় নাবালিকাকে খুন-কাণ্ডে ঘটনার তিনদিন পর নমুনা সংগ্রহ করল তিনজনের ফরেন্সিক দল । এই ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা ৷

তিনি বলেন, "ফালাকাটার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক । নাবালিকাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, এটা আমরা স্বপ্নেও চিন্তা করতে পারিনি । আজকে তিনদিন পার হয়ে গিয়েছে, তারপরে এখানে ফরেন্সিক দলকে পাঠানো হয়েছে । রাজ্য সরকার পরিকল্পনামাফিক তথ্য প্রমাণগুলোকে নষ্ট করে লোক দেখানোর জন্য এখানে ফরেন্সিক দলকে পাঠিয়েছে ৷ যাতে কোনও সঠিক রেজাল্ট না আসে । আমরা চাই আইনশৃঙ্খলা আরও মজবুত হোক ৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ।"

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা (ইটিভি ভারত)

শুক্রবার বাড়ির কাছে একটি পুকুর থেকে শিশুর দেহ উদ্ধার হয়েছিল ফালাকাটায় ৷ ঘটনায় মূল অভিযুক্ত মনা রায়ের গণপ্রহারে মৃত্যু হয় ৷ এরপরেই পুলিশের কাছে গিয়ে আরেক অভিযুক্ত ভক্ত রায় (38) আত্মসমর্পণ করেন ৷ তাকে গ্রেফতার করে ফালাকাটা থানার পুলিশ ।

এই মর্মান্তিক ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় । স্থানীয়রা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । ঘটনার পর দিন অর্থাৎ শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানে গিয়ে তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি নিহত শিশুকন্যার দেহের ময়নাতদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন ।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ফরেন্সিক বিশেষজ্ঞকে ছাড়াই শিশুটির দেহের ময়নাতদন্ত করা হয়েছে । শুক্রবার রাতেই কোচবিহার মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য ওই মৃত শিশুর দেহ নিয়ে আসা হয় । মেডিক্যাল কলেজের পক্ষ থেকে তিনজন চিকিৎসকের একটি টিম গঠন করে ময়নাতদন্ত করা হয় । সেখানে একজন চাইল্ড স্পেশালিস্ট, একজন প্যাথলজিস্ট এবং একজন গাইনোকোলজিস্টকে রাখা হয়েছিল । কোচবিহার মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিশেষজ্ঞ অসুস্থ থাকার কারণে এই টিম তৈরি করে ময়নাতদন্ত করা হয় বলে জানা যায় ।

সোমবার দুপুরে 3 সদস্যের এক ফরেন্সিক দল এসে পৌঁছয় ঘটনাস্থলে । আলিপুরদুয়ার জেলা পুলিশের তরফে ঘিরে রাখা ঘটনাস্থল থেকে ফরেনসিক দল বিভিন্ন নমুনা সংগ্রহ করে । এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, ফরেন্সিক বিশেষজ্ঞ ছাড়াই কী করে ময়নাতদন্ত করা হল শিশু কন্যাটির ৷ পাশাপাশি ঘটনার তিনদিন পর কেন সেখানে এল ফরেন্সিক দল ?

ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, "এটা আসলে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা ৷ এই ঘটনা নিয়ে যে সরকার খুব বেশি সিরিয়াস নয়, সেই বিষয়টাই এখানে প্রকাশ পাচ্ছে । শিশুকন্যার দেহ কোচবিহারে তারা ময়নাতদন্তের জন্য নিয়ে গেল ৷ কিন্তু দেখা গেল কোচবিহারে কোনও ফরেন্সিক বিশেষজ্ঞ ছিল না । সাধারণ চিকিৎসকদের দিয়েই ময়নাতদন্ত করানো হল ।"

অন্যদিকে, রবিবার বিকেলে কুমারগ্রামের নির্যাতিতা 9 বছরের নাবালিকাকে দেখতে হাসপাতালে যান আলিপুরদুয়ারের বিজেপির সাংসদ মনোজ টিগ্গা ও কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ । সাংসদ ও বিধায়ক জেলা হাসপাতালে গিয়ে ওই নাবালিকার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নেন । সেসময় মনোজ টিগ্গা বলেন, আলিপুরদুয়ারে একের এক ধর্ষণের ঘটনা রাজ্য নেতৃত্বদের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন তিনি ৷ পাশাপাশি ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন এই বিজেপি সাংসদ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.