ETV Bharat / state

নিয়োগ দুর্নীতি মামলায় 14 ঘণ্টা তল্লাশির পর মন্ত্রী চন্দ্রনাথের বাড়ি থেকে বেরল ইডি - ED raids minister house

ED Searches at Chandranath Sinha's House: রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এবার ইডির তল্লাশি ৷ শুক্রবার সাতসকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্ত্রীর বোলপুরের বাড়িতে অভিযান চালিয়েছে ইডি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 9:50 AM IST

Updated : Mar 22, 2024, 10:50 PM IST

নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি ইডির

বোলপুর, 22 মার্চ: রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহর বোলপুরের বাড়িতে সকাল সকাল ইডির হানা ৷ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হিসাবে পরিচিত মন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলল তল্লাশি। প্রায় 14 ঘণ্টা পরে মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান ইডির আধিকারিকরা।লোকসভা নির্বাচনের আগে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল ৷ তবে, মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের এই তল্লাশি রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চলছে বলে সূত্রের খবর ৷

শুক্রবার সকালে চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিচুপট্টির বাড়িতে হানা দেয় ইডি ৷ তবে, তিনি এই মুহূর্তে ওই বাড়িতে ছিলেন না ৷ মন্ত্রী মুরারইতে তাঁর গ্রামের বাড়িতে ছিলেন ৷ চন্দ্রনাথ সিনহার স্ত্রী এবং দুই ছেলে বাড়িতে ছিলেন ৷ ইডির তল্লাশি অভিযানের খবর পেয়ে তিনি বোলপুরে ফেরেন বলে খবর ৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে চন্দ্রনাথ সিনহার বাড়ির চারদিকে প্রায় 50 মিটার এলাকা ঘিরে ফেলা হয় ৷ মন্ত্রীর বাড়িতে মোট 5 জন ইডি আধিকারিক এসেছিলেন বলে খবর ৷

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এর আগে সিবিআই তাঁকে নিজাম প্যালেসে ডেকে দু’বার নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ৷ উল্লেখ্য, এই মামলায় বীরভূমের একাধিক নেতার যোগ আগেও মিলেছিল ৷ সেখানেও কোনও না কোনওভাবে চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে ৷ এবার তাঁর বোলপুরের বাড়িতে তল্লাশি করল ইডি ৷

উল্লেখ্য, সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়োগ দুর্নীতি মামলায় অভিযানে নামে ইডি ৷ কলকাতার চেতলা, গড়িয়া ও লেকটাউনে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ইডি সূত্রে খবর, দক্ষিণ কলকাতার চেতলায় পরিবহণ ব্যবসায়ী বিশ্বরূপ বসুর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি ৷ রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় এই ব্যবসায়ীর নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে ৷ সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ ইডির বেশ কয়েকটি গাড়ি বের হয় ৷ তাঁদের সঙ্গে ছিল পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ৷ যার একটি গাড়ি সোজা চলে যায় বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে ৷ শেষমেশ 14 ঘণ্টা বাদে মন্ত্রীর বাড়ি ছাড়েন আধিকারিকরা।

আরও পড়ুন:

  1. নিয়োগ দুর্নীতি মামলায় খাস কলকাতায় ফের তল্লাশি অভিযান ইডির
  2. কেজরিওয়ালের গ্রেফতারে ফুটছে আপ, দেশজুড়ে প্রতিবাদের ডাক
  3. কেজরির গ্রেফতারি অসাংবিধানিক, দাবি প্রিয়াঙ্কার; গণতন্ত্র বাঁচানোর ডাক তৃণমূল-সিপিএমের

নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি ইডির

বোলপুর, 22 মার্চ: রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহর বোলপুরের বাড়িতে সকাল সকাল ইডির হানা ৷ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হিসাবে পরিচিত মন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলল তল্লাশি। প্রায় 14 ঘণ্টা পরে মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান ইডির আধিকারিকরা।লোকসভা নির্বাচনের আগে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল ৷ তবে, মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের এই তল্লাশি রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চলছে বলে সূত্রের খবর ৷

শুক্রবার সকালে চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিচুপট্টির বাড়িতে হানা দেয় ইডি ৷ তবে, তিনি এই মুহূর্তে ওই বাড়িতে ছিলেন না ৷ মন্ত্রী মুরারইতে তাঁর গ্রামের বাড়িতে ছিলেন ৷ চন্দ্রনাথ সিনহার স্ত্রী এবং দুই ছেলে বাড়িতে ছিলেন ৷ ইডির তল্লাশি অভিযানের খবর পেয়ে তিনি বোলপুরে ফেরেন বলে খবর ৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে চন্দ্রনাথ সিনহার বাড়ির চারদিকে প্রায় 50 মিটার এলাকা ঘিরে ফেলা হয় ৷ মন্ত্রীর বাড়িতে মোট 5 জন ইডি আধিকারিক এসেছিলেন বলে খবর ৷

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এর আগে সিবিআই তাঁকে নিজাম প্যালেসে ডেকে দু’বার নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ৷ উল্লেখ্য, এই মামলায় বীরভূমের একাধিক নেতার যোগ আগেও মিলেছিল ৷ সেখানেও কোনও না কোনওভাবে চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে ৷ এবার তাঁর বোলপুরের বাড়িতে তল্লাশি করল ইডি ৷

উল্লেখ্য, সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়োগ দুর্নীতি মামলায় অভিযানে নামে ইডি ৷ কলকাতার চেতলা, গড়িয়া ও লেকটাউনে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ ইডি সূত্রে খবর, দক্ষিণ কলকাতার চেতলায় পরিবহণ ব্যবসায়ী বিশ্বরূপ বসুর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি ৷ রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় এই ব্যবসায়ীর নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে ৷ সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ ইডির বেশ কয়েকটি গাড়ি বের হয় ৷ তাঁদের সঙ্গে ছিল পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ৷ যার একটি গাড়ি সোজা চলে যায় বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে ৷ শেষমেশ 14 ঘণ্টা বাদে মন্ত্রীর বাড়ি ছাড়েন আধিকারিকরা।

আরও পড়ুন:

  1. নিয়োগ দুর্নীতি মামলায় খাস কলকাতায় ফের তল্লাশি অভিযান ইডির
  2. কেজরিওয়ালের গ্রেফতারে ফুটছে আপ, দেশজুড়ে প্রতিবাদের ডাক
  3. কেজরির গ্রেফতারি অসাংবিধানিক, দাবি প্রিয়াঙ্কার; গণতন্ত্র বাঁচানোর ডাক তৃণমূল-সিপিএমের
Last Updated : Mar 22, 2024, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.