ETV Bharat / state

কথা মতোই রাজ্যস্তরে টাস্কফোর্সের বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের - TASK FORCE FORMING NOTIFICATION

কথা রাখল রাজ্য সরকার ৷ সোমে জুনিয়র ডাক্তারদের দেওয়া প্রতিশ্রুতিমতো মঙ্গলবার টাস্কফোর্সের বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যের মুখ্যসচিব ৷

Notification of Task Force Forming issue
জুনিয়র ডাক্তারদের কথা মেনে টাস্কফোর্সের বিজ্ঞপ্তি জারি করলেন মুখ্যসচিব (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2024, 11:06 PM IST

কলকাতা, 22 অক্টোবর: জুনিয়র ডাক্তারদের দেওয়া কথা মতো মঙ্গলবার টাস্কফোর্সের বিজ্ঞপ্তি জারি করলেন মুখ্যসচিব মনোজ পন্থ ৷ মূলত, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, চিকিৎসক-সহ অন্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, নিরাপত্তা এবং অভিযোগের নিষ্পত্তি করাই জন্যই এই টাস্কফোর্স গঠন করা হয়েছে । এই টাস্কফোর্সের মাথায় থাকছেন মুখ্যসচিব ।

এছাড়া অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, ডিজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সিপি কলকাতা । এছাড়াও থাকছেন সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের দুই প্রতিনিধি, জুনিয়র রেসিডেন্ট ডাক্তারদের দুই প্রতিনিধি, রাজ্য অভিযোগ নিষ্পত্তি বিষয়ক কমিটির এক সদস্য এবং মহিলা ডাক্তারি পড়ুয়াদের মধ্যে একজন ।

'মুখ্যমন্ত্রীর থেকে দলনেত্রী হয়ে বেশি কথা বলেছেন', নবান্নের বৈঠকে হতাশ জুনিয়র চিকিৎসকেরা

গতকাল অর্থাৎ সোমবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে টাস্কফোর্স নিয়ে কম আলোচনা হয়নি । মুখ্যমন্ত্রী তাঁদের কথা দিয়েছিলেন রাজ্য সরকারের তৈরি করা টাস্কফোর্সে জুনিয়র ও সিনিয়র ডাক্তারের পাশাপাশি একজন মহিলা ডাক্তার পড়ুয়ার প্রতিনিধিত্ব থাকবে । তবে মুখ্যমন্ত্রীর এই মৌখিক আশ্বাসকে আমল দিতে চানিনি জুনিয়র ডাক্তাররা । তাঁরা চেয়েছিলেন এই সমস্ত বক্তব্য লিখিতভাবে বিজ্ঞপ্তি আকারে এই তথ্য জুনিয়র ডাক্তারদের জানাক রাজ্য সরকার । সেই মতো আজ রাজ্যস্তরের টাস্কফোর্সের বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ।

রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ, হাসপাতালের নিরাপত্তা-সহ সার্বিকভাবে সমস্ত অভিযোগ এবার থেকে খতিয়ে দেখবে এই টাস্কফোর্স । একইভাবে হাসপাতাল স্তরেও একই ধরনের একটি টাস্কফোর্স গঠনের কথা বলা হয়েছে । এবার দেখার সেই টাস্কফোর্স গঠনের বিষয়েও সরকারি স্তরে কোনও পদক্ষেপ নেওয়া হয় কিনা ।

সাসপেন্ড করাটাও 'থ্রেট কালচার', আরজি করের অধ্যক্ষকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

কলকাতা, 22 অক্টোবর: জুনিয়র ডাক্তারদের দেওয়া কথা মতো মঙ্গলবার টাস্কফোর্সের বিজ্ঞপ্তি জারি করলেন মুখ্যসচিব মনোজ পন্থ ৷ মূলত, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, চিকিৎসক-সহ অন্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, নিরাপত্তা এবং অভিযোগের নিষ্পত্তি করাই জন্যই এই টাস্কফোর্স গঠন করা হয়েছে । এই টাস্কফোর্সের মাথায় থাকছেন মুখ্যসচিব ।

এছাড়া অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, ডিজি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সিপি কলকাতা । এছাড়াও থাকছেন সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের দুই প্রতিনিধি, জুনিয়র রেসিডেন্ট ডাক্তারদের দুই প্রতিনিধি, রাজ্য অভিযোগ নিষ্পত্তি বিষয়ক কমিটির এক সদস্য এবং মহিলা ডাক্তারি পড়ুয়াদের মধ্যে একজন ।

'মুখ্যমন্ত্রীর থেকে দলনেত্রী হয়ে বেশি কথা বলেছেন', নবান্নের বৈঠকে হতাশ জুনিয়র চিকিৎসকেরা

গতকাল অর্থাৎ সোমবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে টাস্কফোর্স নিয়ে কম আলোচনা হয়নি । মুখ্যমন্ত্রী তাঁদের কথা দিয়েছিলেন রাজ্য সরকারের তৈরি করা টাস্কফোর্সে জুনিয়র ও সিনিয়র ডাক্তারের পাশাপাশি একজন মহিলা ডাক্তার পড়ুয়ার প্রতিনিধিত্ব থাকবে । তবে মুখ্যমন্ত্রীর এই মৌখিক আশ্বাসকে আমল দিতে চানিনি জুনিয়র ডাক্তাররা । তাঁরা চেয়েছিলেন এই সমস্ত বক্তব্য লিখিতভাবে বিজ্ঞপ্তি আকারে এই তথ্য জুনিয়র ডাক্তারদের জানাক রাজ্য সরকার । সেই মতো আজ রাজ্যস্তরের টাস্কফোর্সের বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ।

রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ, হাসপাতালের নিরাপত্তা-সহ সার্বিকভাবে সমস্ত অভিযোগ এবার থেকে খতিয়ে দেখবে এই টাস্কফোর্স । একইভাবে হাসপাতাল স্তরেও একই ধরনের একটি টাস্কফোর্স গঠনের কথা বলা হয়েছে । এবার দেখার সেই টাস্কফোর্স গঠনের বিষয়েও সরকারি স্তরে কোনও পদক্ষেপ নেওয়া হয় কিনা ।

সাসপেন্ড করাটাও 'থ্রেট কালচার', আরজি করের অধ্যক্ষকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.