ETV Bharat / international

ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠকে বসছেন মোদি-জিনপিং

ভারত এবং চিনের মধ্যে থাকা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় টহলদারি নিয়ে সম্প্রতি ঐকমত্যে পৌঁছেছে দু'দেশ । এরপরই বুধবার বৈঠকে বসছেন দুই রাষ্ট্রনায়ক ।

modi and jinping
মোদি ও জিনপিংয়ের প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Oct 22, 2024, 10:47 PM IST

কাজান, 22 অক্টোবর: ব্রিকস সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিদেশ সচিব বিক্রম মিসরি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন । পূর্ব লাদাখে ভারত এবং চিনের মধ্যে থাকা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় টহলদারি নিয়ে সম্প্রতি ঐকমত্যে পৌঁছেছে দু'দেশ । এই সিদ্ধান্তের ফলে দুটি দেশের নিরাপত্তা বাহিনী কোন কোন এলাকায় টহলদারি চালাবে তা নির্দিষ্ট করা হয়েছে । গত কয়েক বছরে দু'দেশের আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনার খবর শিরোনামে এসেছে । এরই মধ্যে টহলদারি নিয়ে সিদ্ধান্ত নেয় দু'দেশ । ঠিক তার পরপরই বৈঠকে বসছেন দু'দেশের রাষ্ট্রপ্রধান ।

এই প্রসঙ্গে বিদেশ সচিব বলেন, "আমি নিশ্চিত বলতে পারি ভারত এবং চিনের রাষ্ট্রপ্রধানের মধ্যে আগামিকাল বৈঠক হবে । " ভারত এবং চিন পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর টহল দেওয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছয় বলে সোমবার জানান বিদেশ সচিব বিক্রম মিসরি । সে সময়ই মনে করা হচ্ছিল ব্রিকস সম্মেলনে হয়তো আলাদা বৈঠক করতে পারেন দুই নেতা । এবার সেই সম্ভাবনা আরও উজ্জ্বল হল ।

বিদেশ সচিব বিক্রম মিসরি ব্রিকস সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মোদির রাশিয়া সফরের আগে সেদিন এক বিশেষ সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই তিনি এই সিদ্ধান্তের কথা জানান । পাশাপাশি তাঁর মনে হয়েছিল গত চার বছর ধরে ভারত এবং চিনের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল তারও প্রশমন হবে।

এদিকে মঙ্গলবারই 16তম ব্রিকস সম্মেলনে অংশ নিয়ে রাশিয়া এসেছেন প্রধানমন্ত্রী । সেখানেই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন ভারতের প্রধানমন্ত্রী । বৈঠকে মোদি জানান, রাশিয়া এবং ইউক্রেনের সংঘাতের সমাধান হোক শান্তিপূর্ণভাবে । আর এই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে যা করা দরকার তা করতে ভারত প্রস্তুত ।

কাজান, 22 অক্টোবর: ব্রিকস সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বিদেশ সচিব বিক্রম মিসরি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন । পূর্ব লাদাখে ভারত এবং চিনের মধ্যে থাকা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় টহলদারি নিয়ে সম্প্রতি ঐকমত্যে পৌঁছেছে দু'দেশ । এই সিদ্ধান্তের ফলে দুটি দেশের নিরাপত্তা বাহিনী কোন কোন এলাকায় টহলদারি চালাবে তা নির্দিষ্ট করা হয়েছে । গত কয়েক বছরে দু'দেশের আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনার খবর শিরোনামে এসেছে । এরই মধ্যে টহলদারি নিয়ে সিদ্ধান্ত নেয় দু'দেশ । ঠিক তার পরপরই বৈঠকে বসছেন দু'দেশের রাষ্ট্রপ্রধান ।

এই প্রসঙ্গে বিদেশ সচিব বলেন, "আমি নিশ্চিত বলতে পারি ভারত এবং চিনের রাষ্ট্রপ্রধানের মধ্যে আগামিকাল বৈঠক হবে । " ভারত এবং চিন পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর টহল দেওয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছয় বলে সোমবার জানান বিদেশ সচিব বিক্রম মিসরি । সে সময়ই মনে করা হচ্ছিল ব্রিকস সম্মেলনে হয়তো আলাদা বৈঠক করতে পারেন দুই নেতা । এবার সেই সম্ভাবনা আরও উজ্জ্বল হল ।

বিদেশ সচিব বিক্রম মিসরি ব্রিকস সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মোদির রাশিয়া সফরের আগে সেদিন এক বিশেষ সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানেই তিনি এই সিদ্ধান্তের কথা জানান । পাশাপাশি তাঁর মনে হয়েছিল গত চার বছর ধরে ভারত এবং চিনের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল তারও প্রশমন হবে।

এদিকে মঙ্গলবারই 16তম ব্রিকস সম্মেলনে অংশ নিয়ে রাশিয়া এসেছেন প্রধানমন্ত্রী । সেখানেই পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন ভারতের প্রধানমন্ত্রী । বৈঠকে মোদি জানান, রাশিয়া এবং ইউক্রেনের সংঘাতের সমাধান হোক শান্তিপূর্ণভাবে । আর এই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে যা করা দরকার তা করতে ভারত প্রস্তুত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.